ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট থাকুক আজীবন
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট থাকুক আজীবন
বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্ক আজ নষ্ট হতে চলেছে কতিপয় লোকের জন্য ।প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে দুই দেশের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।মূলত আমাদের পাশের বাড়ির যারা প্রতিবেশী তাদের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন ।কেননা বিপদে-আপদে কিন্তু প্রতিবেশীরাই এগিয়ে আসে ।তেমনি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সঙ্গে একইভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে বিপদের সময় কিন্তু প্রতিবেশী দেশটি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যখন শত্রুতা পূর্ণ সম্পর্ক তৈরি হয় তখন দূদেশের জন্যই অমঙ্গল ডেকে আনে।
কিন্তু কিছু স্বার্থান্বেষী লোক এগুলো বুঝতে পারে না ।যার কারণে একটি দেশকে অসম্মান করে কথা বলে, কাজ করে থাকে। আর কেউ যদি কাউকে অসম্মান করে কথা বলে সে নীরবে কতদিন বসে থাকে,একটা সময় সেও পাল্টা জবাব দেয়। কতিপয় খারাপ লোকের কারণে পুরো একটি দেশ বদনামের ভাগীদার হয় ।জাতীয় পতাকা যেকোনো দেশের গৌরবের বিষয়। একটি দেশের পতাকা সেই দেশের পরিচয় বহন করে ।অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা যেমন আমাদের একটি স্বাধীন পতাকা পেয়েছি। সেই পতাকার মান আমাদের কাছে অনেক বেশি ।তেমনিভাবে অন্যের দেশের পতাকা ও তাদের কাছে একই রকম।তাই প্রত্যেকের উচিত প্রত্যেকটি দেশের পতাকাকে সম্মান জানানো, সেই দেশকে সম্মান জানানো ।একটা দেশের পতাকার অবমাননা মানে সেই দেশকে অবমাননা ।কিন্তু কিছু নির্বোধ লোক হিংসার বশবর্তী হয়ে কি করছে তারা নিজেরাই জানে না।
হিংসা, প্রতিহিংসা কোন ভালো ফলাফল বয়ে আনতে পারেনা। হিংসা ও লোভের বশবর্তী হয়ে যেকোনো উদ্দেশ্য সাধনের জন্য যেটা করাই হোক না কেন তার উদ্দেশ্য কোনদিনও বাস্তবায়ন হয় না ।আমাদের সবার উচিত এই হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া ।আর যারা খারাপ কাজের সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তির আওতায় আনা। দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই আগের অবস্থানে আবার ফিরিয়ে আনার চেষ্টা আমাদেরকেই করতে হবে। কেননা প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দূদেশের জন্যই মঙ্গল জনক।
দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন থেকে চলে আসছে। আজ হঠাৎ করে এই সম্পর্ক এত দ্রুত কেন নষ্ট হচ্ছে সেটা সকলকে খতিয়ে দেখা উচিত। ভারত বাংলাদেশের বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক, যুগের পর যুগ স্থায়ী হোক সেই প্রত্যাশা করি। আমরা আবার দুটি দেশ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবো ,একে অন্যের বিপদে এগিয়ে যাব, তবেই দুদেশ ও জাতি সমৃদ্ধশালী হবে। সর্বোপরি সকলের উচিত সকল দেশের পতাকার প্রতি সম্মান জানানো ।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমরা চাই না এই একটি বিষয়কে কেন্দ্র করে দু'দেশের এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। যারা এই কাজগুলো করেছে তারা কখনো চায় দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। যদি চাইতো তাহলে হয়তো এভাবে দু'দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতো না। আমরা সকল দেশের পতাকা কে সম্মান করি। পতাকা প্রতিটা দেশের জাতীয় প্রতীক আর তাকে অবমাননা করা আমাদের কাম্য নয়। বরং সবসময় সম্মান করা উচিত।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন আমরা কেউই চাই না দুদেশের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।