গ্রামীণ প্রকৃতির মাঝে কাটানো কিছু সময়
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
গ্রামীণ প্রকৃতির মাঝে কাটানো কিছু সময়
মূলত যে কোন গ্রামের উপর দিয়ে একটি নদী বয়ে যাবে এটা চিরাচরিত নিয়ম। এমন কোন গ্রাম নেই যেখানে নদী নেই ।আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানেও মূলত একটি নদী দেখতে পেলাম ।দূরে দেখা যাচ্ছিল নদীতে ঘাট বাধানো ।হয়তো যাদের বাড়ির সামনে তারা এই ঘাট তৈরি করেছে। এরকম ঘাট তৈরি করা থাকলে নদীতে গোসল করতে ভীষণ মজা পাওয়া যায় ।যদিও নদীর পানি খুব একটা পরিষ্কার দেখলাম না ।তবে বর্ষার দিনে হয়তো যখন পানি বাড়ে তখন নদীর পানি পরিষ্কার হয় ।তখন নদীতে গোসল করতে বেশ ভালো লাগার কথা।
আমরা ছোটবেলায় যখন আমার দাদা বাড়িতে যেতাম তখনও এরকম নদীর উপর সাঁকো পার হয়ে তারপর গ্রামে যেতে হতো ।যদিও তখন সেই সাঁকোতে দুটি করে বাঁশ দেয়া থাকতো। কিন্তু এখানে দেখলাম একটি করে বাঁশ দেয়া। এটা দেখে আমার কাছে মনে হল এই সাঁকো আমি কখনোই পার হতে পারব না। দেখেই কেমন যেন ভয়ংকর লাগছিল ।এমনিতেই সাঁকো পার হতে ভীষণ ভয় লাগতো ।নদীর উপরের দীর্ঘ সাঁকো পার হওয়া সত্যি ভীষণ ভয়ের ব্যাপার। অনেকদিন হয় এরকম সাঁকোতে ওঠা হয় না। এই সাঁকোটি দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেল।
আসলে আমরা যারা গ্রামীন পরিবেশে কিছুটা হলেও সময় কাটিয়েছি তারা হয়তো কোনদিনই গ্রামের সেই মুহূর্তগুলো ভুলতে পারবো না। এখন শহরে জীবনে যতটাই অভ্যস্ত হয়ে পরি না কেন গ্রামীন সেই ছেলেবেলার আনন্দঘন মুহূর্তগুলো মনে পড়লে সত্যিই ভীষণ আবেগপ্রবণ লাগে ।মনে হয় যেন আবারো ফিরে যাই সেই ছেলেবেলায়। যেখানে দারুণ সময় কাটিয়েছি ।শৈশব কৈশোরের মধুময় দিনগুলো মনে করে সত্যি ভীষণ ভালো লাগে। সবার জীবনেই হয়তো এরকম কিছু মুহূর্ত রয়েছে যা কখনোই ভোলা সম্ভব নয়।
আমরা রাস্তার ধারে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম ।তখন দেখতে পেলাম গ্রামের এই রাস্তা দিয়ে ভ্যানে করে অসংখ্য লোক যাতায়াত করছে। গ্রামের এই মেঠো পথ ধরে ভ্যানে করে ঘুরতে বেশ ভালই লাগে ।দীর্ঘদিন হয় এভাবে ঘোরা হয় না ।আমার দাদা বাড়িতে গেলে আমরা ভ্যানে করে এভাবে ঘুরে বেড়াতাম যেটা বেশ ভালো লাগতো ।এভাবে পা দুলিয়ে বসতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগতো ।হয়তো আর কখনো সেরকম সময় সুযোগ হয়ে উঠবে কিনা জানিনা। তবে সেই ঘোরা টা আমি ভীষণ মিস করি ।লোকজনকে যখন ভ্যানে করে যেতে দেখছিলাম তখন ভীষণ মিস করছিলাম সেই দিনগুলো।
আসলে গ্রামীণ প্রকৃতির মাঝে অনেকদিন পর গিয়েছিলাম যার কারণেই হয়তো ছেলেবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল। সব সময় শহরের চার দেয়ালে বন্দী থাকি। মাঝে মাঝে এরকম গ্রামীণ পরিবেশে গেলে ভালো একটা মুহূর্ত কাটানো যায় ।তবে সব সময় সময় সুযোগ হয়ে ওঠেনা ।দীর্ঘদিন পর এরকম একটি সময় এসেছিল ।আর বেশ ভালো উপভোগ করেছিলাম মামাতো ভাই-বোনেরা সবাই মিলে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রকৃতির দৃশ্যগুলো খুবই ভালো লাগে আমার। আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।
হ্যাঁ ভাইয়া আমার কাছেও প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
গ্রামীণ প্রকৃতির মাঝে কিছু কিছু মুহূর্ত উপভোগ করেছেন। সেই মুহূর্তের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে প্রকৃতির মাঝে গেলে হারিয়ে যেতে ইচ্ছা করে।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
গ্রামীন পরিবেশের সৌন্দর্য আমি খুবই পছন্দ করে থাকি। যেহেতু গ্রামে বসবাস তাই এই সৌন্দর্য সবসময় উপভোগ করি তবে যখন ক্যামেরা বন্দী করি বিশেষ কিছু দৃশ্য তখন আরো বেশি ভালো লাগে। ঠিক তেমনি অনেক অনেক ভালোলাগা খুঁজে পেলাম আপনার ফটো গুলোর মধ্যে।
গ্রামে থাকলে বেশ ভালই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপলব্ধি করা যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
প্রকৃত রুপে গ্ৰামীন পরিবেশ আমাদের কে সব সময় স্বস্তি দেয়।গ্ৰামের নদী, নালা , খাল বিল ইত্যাদির সৌন্দর্য কখনো লিখে প্রকাশ করা যায় না। গ্ৰামের সৌন্দর্য একদম সীমাহীন, যা কখনো লিখে এবং বলে প্রকাশ করা সম্ভব নয়। আপনি দেখছি গ্ৰামের মধ্যে বেশ কিছু সময় কাটিয়েছেন।
হ্যাঁ ভাইয়া গ্রামের মধ্যে অল্প কিছু সময় কাটিয়েছিলাম ।তবে গ্রামীণ প্রকৃতির দারুন সৌন্দর্য উপভোগ করেছিলাম ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
এই শহুরে জীবনের মাঝখানে কদিন গ্রামে গিয়ে কদিন প্রকৃতির সঙ্গে থেকে আসতে বেশ ভালো লাগে। আপনার ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আমিও দুদিন আগে গ্রামে গিয়েছিলাম। সেই সব ছবি দিয়ে পোস্টও করেছি৷ আপনাদের এই গ্রামটি ও ভীষণ সুন্দর। কেমন সুন্দর গাছ গাছালির পরিবেশ। অসাধারণ একটি পোস্ট শেয়ার করলেন আপু।
ভাইয়া এটি আমাদের গ্রাম নয়। এই গ্রামে ঘুরতে গিয়েছিলাম। একদম অপরিচিত একটি গ্রাম ছিল ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। ওই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখলে মনটা প্রশান্তিতে ভরে যায়। আপনি দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। বেশ ভালো লাগলো আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আসলে গ্রামীন প্রকৃতির মাঝে এখন মনটা হারিয়ে যেতে খুব ইচ্ছা করে। কেননা শহরের এই কোলাহল পরিবেশ এখন সবার আর ভালো লাগেনা। আপনি দারুন দারুন কিছু গ্রামীণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গ্রামের নিরিবিলি প্রকৃতি দেখতে সত্যি ভীষণ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আসলে আপু গ্রামের সৌন্দর্য মানুষকে এমনিতে মুগ্ধ করে। আর যারা শহরে চার দেয়ালে বন্দি থাকে তারা গ্রামে আসলে তাদের কাছে অন্যরকম ভালো লাগে। আর গ্রামের সৌন্দর্য কখনো ভুলা যায় না মন থেকে। আর আপনি নানুর বাড়িতে বেড়াতে এসে ভালোই সময় কাটিয়েছেন। কারণ আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে আপনি গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দর সময় উপভোগ করেছেন।
হ্যাঁ আপু দীর্ঘদিন পর গ্রামে গেলে অন্যরকম এক প্রশান্তি পাওয়া যায় ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।