আমার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ4 months ago

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
২৭ আশ্বিন মাস ১৪৩১ বঙ্গাব্দ।

০৭ রবিউস সানি১৪৪৫ হিজরি। ১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।



১ নং ফটোগ্রাফি।


IMG_20241012_165513.jpg

বর্তমান সময়ে আপনারা সবাই অবগত আছেন সব জায়গাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ফলে একদিকে যেমন পুকুর খাল বিল সবকিছু প্লাবিত হচ্ছে আর একদিকে বন্যার ও আশঙ্কা দেখা দিচ্ছে। এক কথায় বলতে পারি সব জায়গায় শুধু পানি আর পানি। ঠিক এমনই পানির দৃশ্য দেখতে পেলাম মিরপুরে। আর যারা মিরপুরে আশেপাশে বাড়ি আছেন তারা হয়তোবা জানেন মিরপুরের যে রাস্তা ছিল সেটা ভেঙে ব্রিজ বানানোর কারণে রাস্তার উপর দিয়ে কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে। আর সেখান থেকে মানুষ যাতায়াত করছে দৃশ্যটি বেশ ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে সবার।


২ নং ফটোগ্রাফি।


IMG_20241012_172920.jpg

এরপরে সেখান থেকে একটু সামনের দিকে উঠে এসেই দেখি পপকন বিক্রি করছে। আপনার হয়তোবা অনেকেই জানেন এই সময় পূজোর সময়ে পপক করে বিক্রি বেশি হয়ে থাকে। সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে যখন ছবি তুলছিলাম তখন সামনে যে চাচাটা বসে আছে এই চাচা আমাকে বলছিল বাবা তুমি কি ছবি তুললে? আমি একটু হেসে বললাম জি চাচা তখন তিনি বললেন আমার ছবি উঠেছে আমি বললাম যে উঠেছে। ছবি ওঠানো কথা শুনে লোকটি খুব মুচকি হাসি দিল এবং সে বলল বাবার সত্যি কি উঠেছে আমি বললাম যে আপনার ছবি উঠেছে তে লোকটি বেশ খুশি হয়েছিল। তিনি সেখানে পপকন বিক্রি করছিলেন আপনারা ফটোগ্রাফির মধ্য দিয়ে বুঝতে পেরেছেন।


৩ নং ফটোগ্রাফি।


IMG_20241012_170337.jpg

আপনারা সবাই অবগত রয়েছেন এখন পুজোর সময় চলছে আর এই সময় নারিকেলের বেশ চাহিদা থাকে। আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি আমরা সাধারণত নারিকেল কমবেশি সব সময় হাতের কাছে পেয়ে থাকি। কিন্তু যারা শহরে বসবাস করে তারা তো সহজে নারিকেল পায় না আর যে নারিকেল গুলো পায় সে নারিকেলের দাম গুলো অনেক চওড়া অর্থাৎ বেশ দাম দিই তারা ক্রয় করে থাকে আর এই সময় পুজোর সময় তো আমার মনে হয় আরো বেশি দাম নিচ্ছে। যাইহোক এখানে নায়কের বিক্রি করছে বলে নিজের কাছে একটু কৌতুহল লাগলো তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করি। মনে হল গ্রামে কত কম দামে নারিকেল বিক্রি করে অথচ এখানে কত বেশি দাম।


৪ নং ফটোগ্রাফি।


IMG_20241012_165547.jpg

খালের উপর দিয়ে বয়স হয়েছে পানি স্রোত। এই ধরনের দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে দৃশ্যটি দেখছিলাম আর ভাবছিলাম এই পানির স্রোত যদি এমন হয় তাহলে না জানে সাগরের বুকের পানি স্রোত কত ভয়ংকর। এইতো বেশ কিছুদিন আগেই দেখেছিলাম এই খালটি শুকনো কিন্তু আজকে দেখছি কানায় কানায় পরিপূর্ণ পানি। পানি বয়েজার একটা শব্দ কানে ভেজে যাচ্ছিল বেশ ভালো লাগছিল । আসলে বর্ষার সময় যদি বর্ষায় না হয় অর্থাৎ পানি যদি না হয় তাহলে বর্ষা মানায় না। সবকিছু মিলে বেশ চমৎকার সময় পার করছিলাম। আর সেই সাথে একটা ফটোগ্রাফি করছিলাম যেটা আপনি আপনাদের সাথে শেয়ার করলাম।


৫ নং ফটোগ্রাফি।


IMG_20241012_174542.jpg

এই ছবিতে হয়তো বা আপনারা গাছপালা বা কিছু একটা দেখতে পারছেন কিনা আমি জানিনা তবে এই ছবিতে একটা বিষয় লুকায়িত আছে। এখন প্রশ্ন করতে পারেন কি লুকায়িত আছে যারা পড়বেন তারা হয়তোবা বুঝতে পারবেন কিন্তু যারা পড়বেন না নাও জানতে পারেন সেটা হল এখানে চিড়িকোটা হচ্ছিল এবং ছেড়ে যে চুলা বলে আকার পেছন থেকে জাল দিচ্ছে এবং উপরের দিকে আগুন গুলো আগুনের লেলিহান উপরের দিকে ছোট ছিল তখন দেখে ভাবলাম একটা ফটোগ্রাফি করি, তাই ফটোগ্রাফি করলাম এবং আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। হয়তোবা গভীরভাবে লক্ষ্য না করলে বুঝতে পারবেন না কারণ ছবিটা আমি খুব কাছ থেকে তুলতে পারি নাই খুব চাপ ছিল।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিফটোগ্রাফি


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে বেশ কিছু রেনম ফটোগ্রাফি শেয়ার করেছেন তবে তার মধ্যে চিড়া তৈরি করার স্থানের আগুনের যেই ফুলকি গুলো আমি কিন্তু ফার্স্টে লক্ষ্য করেছি। বেশ ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি বর্ণনার সাথে উপস্থাপন করেছেন দেখে।

 4 months ago 

সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। আপনার শেয়ার করা ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 4 months ago 

আসলেই বৃষ্টির জলে পথঘাট প্লাবিত হলে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়।তাছাড়া কাঠের পুলটি সুন্দর হয়েছে।আর শেষের ছবিটি প্রথমে আমি ভেবেছিলাম গাছের শিকড় ঝুলছে কিন্তু আগুনের ফুলকিগুলি লাল তারের মতো আকার ধারণ করেছে দেখলাম।ফটোগ্রাফিগুলি সুন্দর ছিল,ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

 4 months ago 

ঐটাকে আমাদের দিকে ভূট্টার খৈ বলা হয়ে থাকে। সাধারণত মেলায় পাওয়া যায় ঐগুলো। তবে অনেকে পপকর্ণ ও বলে থাকে। অন্য ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালো করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 4 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 4 months ago 

বেশি সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া। ভুট্টার খই কিংবা পপকন ও বলা যেতে পারে। দারুন মজার নারকেলের ফটোগ্রাফি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। আর শেষের ফটোগ্রাফি টির মাধ্যমে ভিন্ন কিছু জানতে পারলাম। এর আগে কখনো এমন দৃশ্য সময় দেখা হয়নি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

চেষ্টা করি সব সময় ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো দেখে বেশ ভালো লাগলো। প্রথম ব্রিজের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

সব সময় চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর যখন আপনারা বলেন সুন্দর হয়েছে তখন কাজের সার্থকতা আসে।

 4 months ago 

আজকে আপনি খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার প্রথম ফটোগ্রাফি এবং ৪ নম্বর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। তবে সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। চমৎকার রেনডম ফটোগ্রাফি উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

চেষ্টা করি সব সময় সুন্দর ফটোগ্রাফি তোলার পাশাপাশি সুন্দর বর্ণনা করার জন্য। আপনাদের ভাল লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62