কয়েকটা ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
২২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ।

২৫ মহরম ১৪৪৪ হিজরি। ০৯ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।



আমি @tuhin002 বাংলাদেশ থেকে লিখছি। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি আজকে ভিন্ন ধরনের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


১ নং ফটোগ্রাফি।

IMG_20230731_163748.jpg

সূর্যমুখী ফুলকে বলা হয় এক বরষি ফুল। এই ফুলটি সূর্যের দিকে মুখ করে থাকে বলে একে সূর্যমুখী ফুল বলা হয়। সূর্যমুখী ফুলে বিচ দিয়ে সয়াবিন তেল তৈরি করা হয়। সূর্যমুখী ফুল চাষ করে অনেকে অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করছে। ফুল বছরে একবার চাষ করা হয়ে থাকে। এটিকে একটি ওষুধ ফুলই বলা চলে। এটি ফুল হলেও মানুষ এর দ্বারা অনেক উপকার পেয়ে থাকে। সূর্যমুখে বিষ দিয়ে তেল তৈরি হয় আর এইট এর মানুষের দেহের জন্য খুবই উপকার। আপনারা হয়তো জানেন সূর্যমুখীর বীজ প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা মানুষের দেহের হাড় গঠনে সহায়তা করে ।


২ নং ফটোগ্রাফি।

IMG_20230725_070455.jpg

এটি নাগবল্লী ফুল এটি ভারত ও বাংলাদেশের একটি প্রজাতি। এই ফলটি গ্রীষ্ম ও বর্ষাকালে হয়ে থাকে।এটি একটি ভেষজ গুণসম্পন্ন ফুল। এই ফুলের অনেক ঔষধি গুন রয়েছে। এই ফুলটি গোলাপি এবং হলুদ রঙেরও হয়ে থাকে। ফুলটি দেখতে যেমন সুন্দর তেমন এর গুণ রয়েছে অনেক। বাড়ির সৌন্দর্য বর্ধনেও এই ফুল গাছটি লাগানো যায় ।


৩ নং ফটোগ্রাফি।

IMG_20230725_070529.jpg

এই ফুলের নাম করবি। এই ফুলটি গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে। গোলাপি রঙের ফুলটিকে রক্তকরবী ফুল বলা হয়। করবি ফুলকে চিরহরিৎ গুল্ম বলা হয়। এই গাছটি বাড়ি সাজাবার জন্য অনেকেই লাগিয়ে থাকে। তবে এই গাছটির সর্বঙ্গ বিষযুক্ত। এই গাছের একটি মাত্র পাতা খেলে মানুষের বিশেষত শিশুর মৃত্যু হতে পারে। এই গাছটি যেমন সৌন্দর্য বর্ধনের কাজে আসে ঠিক তেমনি এই গাছটির একটি ক্ষতিকর দিকও রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন এই রক্ত করবি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা রয়েছে। তিনি যে ফুলের কথা উল্লেখ করেছেন সে হচ্ছে এই ফুলটি।


৪ নং ফটোগ্রাফি।

IMG_20230725_071411.jpg

এটি হলো জবা ফুল। এই ফুলের সঙ্গে আমরা সবাই পরিচিত। জবা ফুল অনেক রঙের হয়ে থাকে এর মধ্যে সাদা গোলাপি হলুদ লাল। আমার দেখা যাবে ফুল গুলোর মধ্যে লাল জবাফুলি আমার কাছে বেশি ভালো লাগে। জবা ফুলের অনেক গুণও রয়েছে। জবা ফুলের রস চুল কালো করতে সাহায্য করে। এছাড়াও জবা ফুলের রস দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি করা হয়। জবা ফুলের মাঝখানে যে লম্বা করে অনেকটা লতির মতো ঝুলে থাকে এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ফুলটি যে কোন জায়গায় লাগানো যায় এবং এই ফুলটির দেখতে অনেক সুন্দর এবং সবার কাছে খুবই প্রিয়।


৫ নং ফটোগ্রাফি।

IMG_20230725_071454.jpg

এটি হল জারুল ফুল গাছ।এই গাছটি অনেকটা বড় হয়ে থাকে এবং এ গাছটি রাস্তার ধারে দেখা যায়। এই গাছটির ফুল অনেক সুন্দর। এই গাছটি বাড়িতে লাগিয়ে থাকে না। এই গাছ গুলো রাস্তার পাশে লাগানো থাকলে রাস্তার সৌন্দর্য অনেকটা বেড়ে যাই। অবশ্য বিভিন্ন ধরনের পার্কে এই গাছ গুলো দেখা যায়। যখন এই গাছে ফুল ফোটে তখন এই গাছের সৌন্দর্য অধিক বৃদ্ধি পায়। আমি যখন এই ফটোগ্রাফিটা করেছিলাম তখন ওই গাছে ফুল এবং ফল ও ভাই ছিল। যার ফলে ফটোগ্রাফিটা দেখতে অনেক সুন্দর লাগছে।


৬ নং ফটোগ্রাফি।

IMG_20230717_180119.jpg

আমার এই পোকার নাম জানা নেই তবে এই পোকাটি লিচু গাছে দেখা যায়। এ পোকা লিচু গাছের কচি পাতা এবং লিচুর মুকুল কেটে ফেলে দেয়। পোকাটি দেখতে সুন্দর হলেও এটি একটি ক্ষতিকর পোকা। আমাদের লিচু গাছে এই পোকাটি দেখে ফটোগ্রাফি করেছি। তবে এই পোকাটি আমি একদিন কাঠি দিয়ে মেরে ফেলেছিলাম। তো কথা হলো এই পোকাটি এত গন্ধ যেটা সহ্য করার মতো নয়। এজন্য তো বলে অনেক সময় দেখতে সুন্দর হলেও সেটা ভালো নাও হতে পারে। এই পোকাটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। বাহ্যিক দিক থেকে কত সুন্দর কিন্তু তার ভেতরটা গন্ধময়।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনhttps://w3w.co/handbooks.chap.pruning

আজকেও আমি কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png