★চিংড়ি মাছ দিয়ে কচুর লতির মজাদার রেসিপি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230328_232653.jpg


আজ আমি আবার আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। মজার মজার রেসিপি গুলো পোস্ট করতে ভালোই লাগে আমার কাছে। আর মজার মজার রেসিপি পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি সম্পর্কে জানতে পারি। এজন্য আমি চেষ্টা করি রেসিপি পোস্টগুলো করতে। আজকে আমি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি তৈরি করেছি।লতি এমনিতেই খেতে ভালো লাগে বিশেষ করে শুটকি মাছ দিয়ে খেতে ভালোই লাগে। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেটা খেতে অসাধারণ টেস্ট লাগে ।গরম গরম ভাত দিয়ে খেতে সত্যি অন্যরকম টেস্ট লাগে। আমার এই মজাদার রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করছি।

qara-xett.png

প্রয়োজনীয় উপকরণ

qara-xett.png

কচুর লতি
চিংড়ি মাছ
পেঁয়াজ
মরিচ
আদা বাটা
রসুন বাটা
হলুদ
লবন
তেল
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ধনিয়ার গুঁড়া

qara-xett.png

Polish_20230328_232758392.jpg

qara-xett.png

কার্যপ্রণালী

qara-xett.png

20220705_142627.jpg20220705_141243.jpg
20220705_142734.jpg20220705_142759.jpg

প্রথমে চিংড়ি ও লতি গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবং হালকা একটু লবণ দিয়ে দিয়েছি তারপর একটু নেড়েচেড়ে নিয়েছি।

20220705_142812.jpg20220705_142851.jpg
20220705_143114.jpg20220705_143130.jpg

চিংড়ি মাছ গুলো বেশ খানিকটা সময় নাড়াচাড়া করে নিয়ে তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ গুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ ও মরিচ দিয়ে আরো বেশ খানিকটা সময় চিংড়ি মাছ গুলো ভেজে নিয়েছি। তারপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি।

20220705_143228.jpg20220705_143258.jpg
20220705_143311.jpg20220705_143413.jpg

এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুড়া ও লবণ দিয়ে মসলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপর মশলা কষানো হয়ে গেলে লতিগুলো দিয়ে দিয়েছি।

20220705_143506.jpg20220705_143524.jpg
20220705_144256.jpg20220705_144322.jpg

তারপর লতিগুলো দিয়ে মসলাটার সাথে আরো কিছু সময় নেড়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর ঢাকনা খোলার পরে দেখুন আরো বেশ খানিকটা পানি উঠে এসেছে।

20220705_144838.jpg20220705_144843.jpg
20220705_145025.jpg20220705_145209.jpg

এরপর ঢাকনা খুলে দেখব যে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে । তারপর ঢাকনা খোলা অবস্থায় আরো বেশ খানিকটা সময় করাই এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এরপর যখন পানিটা একেবারে টেনে গিয়ে উপর দিয়ে তেল ভেসে উঠবে এবং লতিগুলো নিচ দিয়ে একটু পুরা পুরা ভাব আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আমরা রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এরপর একটা বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করেছি।

20220705_145206.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

মধ্যরাতে চিংড়ি মাছ দিয়ে কচুর লতির মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে আমার। আপনার তৈরি রেসিপিটি অনেক সুন্দর হয়েছে আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এ ধরনের মজার মজার রেসিপি গুলো দেখলে আসলেই খেতে ইচ্ছা করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ফিডব্যাক প্রদান করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে কচুর লতি জাস্ট অসাধারণ লাগে খেতে।আমিও এভাবে রান্না করি। আপনি খুব সুন্দরভাবে রান্নার ধাপগুলো তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে যে কোন কিছু রান্না করলে খেতে ভালোই লাগে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে কচুর লতির মজাদার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। দেখেও মজাদার মনে হচ্ছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার রেসিপি পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে চিংড়ি মাছ খেতে যেমন ভালে লাগে তেমনি কচুর লতি খেতেও অনেক সুস্বাদু লাগে। আপনি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখতে লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে ,এজন্য আমি বিভিন্ন ধরনের সবজির ভিতরে চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করলে এমনিতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনি তো দেখছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি তৈরি করে ফেলেছেন। আর আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে রেসিপিটি। খুবই ভালো লাগলো আপনার এরকম একটা মজাদার রেসিপি দেখে। আসলে কচুর লতি আমার একটু বেশি পছন্দের তাই একটু বেশি ভালো লেগেছে।

 3 years ago 

রেসিপিটি আসলেই অনেক ভালো হয়েছিল। অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে কচুর লতির মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করলে খেতে খুব সুস্বাদু লাগে। আমিও বাসায় এভাবেই রান্না করে খেয়ে থাকি। চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপিটা চমৎকার হয়েছে আপু। কালার দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেই কিন্তু খুবই মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেতে দারুন লাগে। চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ।আর কচুর লতির সাথে যদি কয়েক টুকরো কাঁঠালের বিচি হয় তাহলে একেবারে জমে যায়। সত্যি আপু দারুন লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। দেখেই তো মন চাচ্ছে তৈরি করতে।

 3 years ago 

আসলেই আপু চিংড়ি মাছ মনে হয় সবাই কমবেশি পছন্দ করে, আর কাঁঠালের বিচি দিয়ে কখনো রান্না করা হয়নি। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 104385.37
ETH 3539.16
USDT 1.00
SBD 0.56