টার্গেট ডিসেম্বর সিজন-5-পাওয়ার বৃদ্ধি ১০ স্টিম।।

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা,

আমি আশা করি সবাই আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও আমার পরিবার ভালো আছে। সিজন ৪ এ আমি আমার টার্গেট পূরণ করতে পেরেছি।আজ আমি ১০+ স্টিম পাওয়ার আপ করেছি। আমার মোট স্টিম পাওয়ার ২৪৬০৭+ । এবার সিজন সিজন ৫ এআমার নতুন টার্গেট পঞ্চম ডলফিন হওয়া। আশা করি আপনাদের সবার দোয়ায় আস্তে আস্তে তা পূরণ হবে।

Steemit Awards 2023_20250401_123140_0000.jpg

আজ আমি পাওয়ার আপ করেছি ১০+ স্টিম। এ প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার হওয়ার খুব বেশি প্রয়োজন। এজন্য আমি বরাবরের মতো আজও পাওয়ার আপ করেছি। নিজের আইডি তে পাওয়ার আপ করা মানে নিজের শক্তি বৃদ্ধি করা। এই প্লাটফর্মে কাজ করার জন্য পাওয়ার খুব বেশি প্রয়োজন। যার পাওয়ার যত বেশি তার ক্ষমতা ততবেশি। আমি আস্তে আস্তে পাওয়ার আপ করতে করতে আমার স্বপ্নের চূড়ায় পৌঁছে গিয়েছি।

ধাপ -১

পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার আইডি ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি।

Screenshot_2025-05-19-09-00-33-83_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

ধাপ -২

Screenshot_2025-05-19-09-00-52-52_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

!

ধাপ -৩

Screenshot_2025-05-19-09-01-11-91_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

এখানে আমি ১০+ পাওয়ার আপ করেছি। এখন থেকে আমার প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে।

আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপ করলাম। আমার সর্বমোট ২৪৬০৭+ পাওয়ার হয়েছে। আমি আস্তে আস্তে আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এবার আমি ডিসেম্বর এরমধ্যে আমার ৩০০০০+ স্টিম পাওয়ার করার ইচ্ছে রয়েছে। আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে। @rex-sumon ভাইকে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য এবং ধন্যবাদ জানাই কমিউনিটির সকল মডারেটরদের।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি খুব খুশি। সবার কাছে দোয়া চেয়ে শেষ করলাম।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

Screenshot_2025-05-19-10-03-58-56_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 4 months ago 

ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছ দেখে অনেক বেশি ভালো লাগলো। তুমি তোমার লক্ষ্যে অনেক সুন্দর ভাবে এগিয়ে যেতে পারবে এভাবে পাওয়ার আপ করতে থাকলে। এভাবেই এগিয়ে যাও সামনের দিকে।

 4 months ago 

ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি।

 4 months ago 

আপনি বরাবরই প্রতি সপ্তাহে ১০ স্টিম করে পাওয়ার আপ করেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 4 months ago 

এভাবেই পাওয়ার আপ করে যাওয়ার চেষ্টা করবো সব সময়।

 4 months ago 

ভালো লাগে যখন পাওয়ার আপ পোস্ট দেখি। আপনি দেখছি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য 10 স্টিম পাওয়ার আপ করেছেন। আর আপনার লক্ষ্য হচ্ছে পঞ্চম ডলফিন পূরণ করা। আসলে আমরা যদি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করি আমাদের যে কোন লক্ষ্য খুব সহজে পূরণ করা সম্ভব হয়। আশা করি আপনার লক্ষ্যটি ও খুব সহজে পূরণ করতে পারবেন।

 4 months ago 

আমার করা পাওয়ার আপ দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112440.68
ETH 4342.16
SBD 0.84