ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

ফড়িং এর ফটোগ্রাফি

IMG-20231028-WA0026.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফটোগ্রাফি টা আমি বেশ কয়েকদিন আগেই করেছিলাম। আসলে আমি বেশিরভাগ সময় ছাদে দিয়ে থাকি। মাঝে মাঝে কিছু ভালো সময় অতিবাহিত করার জন্য ও মোবাইল নিয়ে ছাদে যাওয়া হয়। কয়েকদিন আগে যখন ছাদে গিয়েছিলাম, হঠাৎ করে আমাদের একটা সবজি গাছের পাতার উপর একটি ফড়িং দেখতে পেয়েছিলাম। এরপর আমি এটির একেবারে কাছে গিয়ে ফটোগ্রাফিটা করেছিলাম। একেবারে কাছে গিয়ে ফটোগ্রাফিটা করার পরে দেখলাম এটা অনেক বেশি সুন্দর লাগছে। তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম।

লাল জবা ফুলের ফটোগ্রাফি

IMG20230712124904.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পছন্দের এবং পরিচিত একটা ফুল হচ্ছে জবা ফুল। আমি তো জবা ফুল অনেক বেশি পছন্দ করি। জবা ফুলের কালার কম্বিনেশনটা ও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জবা ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন কালার। ভিন্ন ভিন্ন কালার হলেও প্রত্যেকটা ফুল অনেক সুন্দর। বেশ কয়েকদিন আগে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ওখানে একটা বাড়ি দেখেছিলাম। যেটার ভেতর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল বিভিন্ন রকমের। এরপর আমি বেশ কয়েক রকম ফুলের ফটোগ্রাফি করেছিলাম। যার মধ্যে থেকে এটা শেয়ার করলাম।

মাকড়সার ফটোগ্রাফি

IMG20230618091541.jpg

device : Redme note 9

লোকেশন

মাকড়সার সাথে আমরা সবাই নিশ্চয়ই খুবই পরিচিত। কারণ মাকড়শা আমাদের অনেক বেশি পরিচিত। বেশিরভাগ বাসা বাড়িতে মাকড়সা দেখা যায়। অনেকেই রয়েছে এই মাকড়সা গুলো দেখলে খুবই ভয় পায়। তবে আমার কাছে এগুলো দেখলে ভয় লাগে না বরং অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগ সময় এরকম পোকা গুলো দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। বেশ কয়েকদিন আগে আমি আমাদের ঘরের বাইরে বসে ছিলাম। তখন হঠাৎ করে দেয়ালের উপরে এই মাকড়সাটা দেখি। তাই অপেক্ষা না করে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

পাতাবাহার গাছের ফটোগ্রাফি

IMG20230710115750.jpg

device : Redme note 9

লোকেশন

এরকম পাতাবাহার গাছগুলো আমরা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় দেখে থাকি। পাতাবাহার গাছ অনেক রকমের হয়ে থাকে। যেগুলো ভিন্ন ভিন্ন এবং আমার কাছে দেখতে ভালো লাগে। বেশিরভাগ মানুষকে দেখা যায় নিজেদের বাসা বাড়িতে এরকম পাতাবাহার গাছ গুলো লাগাতে। এই ধরনের পাতা বাহার গাছ বাসা বাড়িতে লাগালে সেগুলোর সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। এই পাতাবাহার গাছের পাতাগুলোর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে। যা দেখলে মনে হবে যেন কথাগুলোর উপরে রঙের ফোঁটা ফেলে দেওয়া হয়েছে।

কলমির ফুলের ফটোগ্রাফি

IMG-20231028-WA0001.jpg

device : Redme note 9

লোকেশন

কলমির ফুল আমাদের সবারই অনেক বেশি পরিচিত। আসলে আমি সব রকমের ফুল খুবই পছন্দ করি তা যে কোন কিছুরই হতে পারে। বন্যফুল এবং সবজি ফুল এগুলো ও আমার কাছে খুব ভালো লাগে। আমাদের বাড়ির পাশে অনেক সুন্দর একটা জমিন রয়েছে যেখানে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি। আর ওখানে অনেক সুন্দর কলমির গাছ রয়েছে। গত পরশুদিন ওখানে যাওয়ার পরে হঠাৎ করে কয়েকটা ফুল দেখতে পেলাম। তাই আমি অপেক্ষা না করে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফিটা করার পর ভালো লেগেছিল, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। ‌

কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG20230712130631.jpg

device : Redme note 9

লোকেশন

কাঠ গোলাপ ফুল পছন্দ করে না এবং ভালোবাসা না এরকম মানুষ খুবই কম রয়েছে। আমার অনেক বেশি পছন্দের একটা ফুল হচ্ছে কাঠ গোলাপ। কাঠ গোলাপ ফুলেরও জাত রয়েছে এবং কালারও ভিন্ন হয়। তবে আমার কাছে কাঠ গোলাপ ফুলের প্রত্যেকটা কালারই ভালো লাগে দেখতে। এই ফুলগুলো আমি যতই দেখি ততই ভালো লাগে। একটুও মন ভরে না সারাক্ষণ দেখার পরেও। বেশিরভাগ সময় আমি নার্সারিতে গিয়ে থাকি। কয়েকদিন আগে নার্সারিতে যাওয়ার পরে, এই কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিটি করা হয়েছিল।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 8 months ago 

হ্যাঁ আমাদের কমিউনিটিতে সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন মাকড়সা এবং ঘাসফড়িং এর ফটোগ্রাফি অসাধারণ ছিল। তাছাড়া ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগলো । এই ধরনের ফটোগ্রাফি করতে আমিও পছন্দ করি।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার নিজেরও এই ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আপু আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে নিলেন জবা ফুলের ফটোগ্রাফি এবং কাঠগোলাপের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। তবে ফড়িংয়ের ফটোগ্রাফিটা অসাধারণ ছিল। বেশ ভালই অভিজ্ঞতা হয়ে গেছে দেখছি ফটোগ্রাফিতে আপনার। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ফড়িংটা কিন্তু সত্যিই সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দেখতে বেশ দারুন লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মাকড়সার ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

মাকড়সার ফটোগ্রাফিটা ও কিন্তু সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ছাদে গিয়ে সুন্দর সময় অতিবাহিত করতে আমারও অনেক ভালো লাগে। সময় পেলে আমিও ছাদে গিয়ে একা একা বসে থাকি। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছে। বিশেষ করে ফড়িং এর ফটোগ্রাফিটা অসাধারণভাবে ক্যাপচার করেছেন।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা করার জন্য।

 8 months ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি আমার বেশি ভালো লেগেছে। এই লাল জবা ফুলের ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জবা ফুলটা আমার নিজের ভীষণ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ঠিক বলেছেন আপু সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে ফটোগ্রাফির আগ্রহ অনেক বেড়ে যায়। আপনি ছাদে গিয়ে খুব সুন্দর সময় অতিবাহিত করার পাশাপাশি বেশ কিছু ফটোগ্রাফি করেন জেনে ভালো লাগলো। পোকার একদম কাছে গিয়ে ফটোগ্রাফিটি করছেন বোঝাই যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। তাছাড়া ফুলের ফটোগ্রাফি গুলো খুব ভালো হয়েছে। বিশেষ করে লাল জবা ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 8 months ago 

আসলে ছাদে গেলে অনেক ভালো সময় কাটে। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আজকে আপনি দারুণ রেনডম ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। প্রতিটা ইউজার অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি করেন এবং তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আমরাও করার চেষ্টা করি। যেমন আজকে আপনি অনেক সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। সর্বপ্রথম ফড়িং এর ফটোগ্রাফিটা আমাকে মুগ্ধ করল। কি সুন্দর ভাবে আপনি ক্লিক করেছেন। আমিও আপু বেশিরভাগ সময় ছাদে থাকি।চোখের সামনে অনেক কিছু দেখতে পায়। তখন এই ফটোগ্রাফি করার চেষ্টা করি আপনার মতই। জবা ফুল তো আমাদের সকলেরই পরিচিত। মাঝেমধ্যে জবা ফুলের ফটোগ্রাফি দেখতে পায়। আজকে আপনি লাল জবা ফুলের ফটোগ্রাফি করেছেন কি দুর্দান্তভাবে। জবাফুলের আকৃতি অনেক ধরনের হয়ে থাকে। মাকড়সার ফটোগ্রাফি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে কিন্তু এগুলো বাস্তব দেখতে আমার ও ভীষণ ভয় লাগে। সবথেকে দারুণ ছিল পাতাবাহার গাছের ফটোগ্রাফি টা আসলে পাতার সৌন্দর্য দেখলে মনে হয় যে সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর। কলমি ফুলের ফটোগ্রাফি টা। এটাকে সম্ভবত মাইক ফুল বলা হয়ে থাকে। দারুন ভাবে আপনি ফটোগ্রাফি করেছেন এবং আমাদের সকলের প্রিয় কাঠ গোলাপ ফুল।কাঠ গোলাপ ফুল দেখলেই মনের মধ্যে আনন্দ ফুটে উঠে প্রেম প্রেম ভাব হয়। দারুন কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভীষণ ভালো লাগলো

 8 months ago 

আমি আসলে এরকম ধরনের ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে পোস্ট শেয়ার করলেন। আমার কাছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। বিশেষ করে কাঠ গোলাপ ফুল,পাতা বাহার, লাল জবা ফুলের ফটোগ্রাফিটি।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 8 months ago 

চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

লাল জবা ফুলের ফটোগ্রাফিটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একই সাথে পাতাবাহার গাছের ফটোগ্রাফিটি দেখতেও অনেক সুন্দর লাগছে। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64646.41
ETH 3230.29
USDT 1.00
SBD 2.63