নাটকের রিভিউ :- " ফকির গ্রাম " (পর্ব ৫৬ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফকির গ্রাম " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ৫৬ পর্ব শেয়ার করব। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফকির গ্রাম। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
প্রযোজনা সহকারী | জাহাঙ্গীর আলম, বাবু আহম্মেদ, আলমগীর, ইনামুল, মারুফ, জনি। |
স্ক্রিপ্ট | সুলাইমান |
অভিনয়ে | আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি, আজমাইল মেহেরব এলহাম, মোসাদ্দেক সাহেব, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, স্পর্শিয়া মিম, সাগরিকা ইসলাম মিনহা, আফরিভা খান মুমু, আকাশ ইসলাম, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, অদিতি জামান স্নেহা, জাহাঙ্গীর কবির , মিমো এবং জাকির সিন্টু। |
প্রধান সহকারী পরিচালক | কামরুজ্জামান রানা, আকরাম দেওয়ান, এস এল ডি সাগর, শাফায়েত, হানিফ খান |
সম্পাদনা | অনিক ইসলাম |
সহকারী সম্পাদনা | জুনায়েদ মোঃ বাঁধন |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, সায়েম আর তার বউ ভিক্ষা করছিল। কিন্তু সায়েমের বউয়ের অনেক বেশি মন খারাপ ছিল। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, তখন ওখানে বিদেশী আকাশ আসে। আর সায়েম এর সাথে অনেক কথা বলে। তখন তো বিদেশী আকাশ তার সাথে পাম মারে। এটাও বলে তাকে নাকি বিদেশে নিয়ে যাবে। এসব কিছু শুনে তো সায়েম অনেক খুশি হয়ে যায়। তারপর চম্মনের গায়ে হলুদে চলে যায়, কিন্তু সায়েমের বউ যায় না। রতন ফকির যখন ভিক্ষা করছিল তখন এই তার সাথে ডাক্তার আপার দেখা হয়। এরপর রতন ডাক্তার আপাকে সবকিছুই খুলে বলে।
তারপর তারা ওখান থেকে চলে যায়। রাতের বেলায় আমরা দেখতে পাই চম্মনকে সবাই মিলে হলুদ দিচ্ছিল। কিন্তু চম্মনের অনেক বেশি মন খারাপ ছিল। এরপর হলুদ পর্বটা শেষ হয়। তারপরে মাঝ রাতে টিক্কা ফকির আর তার বউকে দেখি মাদকের মাল বিক্রির জন্য কারো জন্য অপেক্ষা করছে। আর তখনই ওখানে প্রিন্সের বন্ধু আসে। আর তাদের সাথে অনেক ঝগড়া হয়। এসব কিছু ডাক্তার আপা দেখে ফেলে। ডাক্তার আপা তখন একটা আওয়াজ করায় তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই প্রিন্সের বন্ধুরা ওই মালগুলো নিয়ে পালিয়ে যায়। এরপর আসমানীকে দেখতে পাই ভিক্ষা করছিল।
আর তখনই তার সাথে প্রিন্সের দেখা হয়। প্রিন্স তো সামাজিক কাজে নিয়োজিত হয়েছে আসমানীর কথায়, এইগুলো নিয়েই তারা কথা বলছিল। এরপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তারপরে আমরা চান্দুকে দেখি মর্জিনার কাছে এসেছে। আর মর্জিনাকে এসে সব কিছু বলে। মর্জিনার তো অনেক খারাপ লাগে এগুলো শুনে। আর মর্জিনা এটাও বলে এই বিষয়ে যেন সর্দারকে বিচার দেয়। ও দুইদিন ধরে কিছু খাইনি, আর তাই জন্য মর্জিনার কাছে খাবার চায়। ঘরে কিছুই ছিল না শুধুমাত্র মুড়ি ছাড়া, তাই চান্দুকে মুড়ি দেয়। চান্দু মুড়ি খাওয়ার সময় ওখানে কাদের ফকির চলে আসে।
আর তার কাছ থেকে মুড়ির বাটি কেড়ে নিয়ে তাকে অনেক বেশি মারে। চান্দু অনেক বেশি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর মর্জিনা তার বাবার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা মানিক ফকিরকে দেখতে পাই রাস্তা দিয়ে আসছিল। কিন্তু তার ভিক্ষা করতে একেবারেই ইচ্ছে করছিল না। তা শুধু চম্মনকে দেখতে ইচ্ছে করছিল। যখনই সে চম্মনকে দেখার জন্য যাওয়ার কথা চিন্তা করে, তখনই দেখতে পায় চম্মনের বিয়ে হয়ে গিয়েছে। আর তাকে তার স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই সবকিছু দেখে তার অনেক বেশি কষ্ট হয়।তাকে চম্মনের হাজব্যান্ড আরো অনেক বেশি অপমান করে। এরপর আসমানী কে দেখি কোথাও যাচ্ছিল । আর তখনই ওর কাছে চান্দু আসে সাহায্যের জন্য। কিন্তু রবি তবুও চান্দুকে মারার চেষ্টা করছিল।
আর চান্দু তখন ওখানে থেকে পালিয়ে চলে যায়। তারপরে ডাক্তার আপাকে দেখি অনেক বেশি ভয় পেয়ে দৌড়ে আসছিল। আর তখনই আসমানির সাথে ধাক্কা লাগে। আর আসমানী বিষয়টা জিজ্ঞেস করায় ডাক্তার আপা সবকিছু তাকে খুলে বলে। তারপরে চম্মন আর বিদেশী আকাশকে দেখতে পাই, তাদের বাসর ঘরে বসে রয়েছে। কিন্তু বিদেশি আকাশ তার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করছিল। আসলে বিদেশী আকাশ চম্মনকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছে। আর তাকে কাজের লোকের মত ঘরে রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এমনকি তাকে মেজেতে ঘুমানোর জন্য বলে। তারপরে আমরা সুতা ফকিরকে দেখি মানিক আর রতন কে এসে খবর দিচ্ছে চান্দুকে নাকি রবি মেরে ফেলেছে। তখন এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
এই পর্বটা যেমন সুন্দর হয়েছিল, তেমনি দেখার পর অনেকটা খারাপও লেগেছিল। শেষ পর্যন্ত চম্মনের সাথে বিদেশী আকাশের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু মানিক কোনো কিছুই করতে পারেনি। আর তার অনেক বেশি কষ্ট লাগছিল। তারপর আবার আমরা এটাও দেখি চম্মনকে তার হাজবেন্ড প্রথম থেকেই অনেক কষ্ট দিচ্ছে। চম্মনের কপালে কি আছে এটাই দেখতে হবে। একেবারে শেষে আমরা দেখি, সুতা ফকির মানিক রতনকে এসে খবর দিচ্ছে চান্দুকে নাকি রবি খুন করেছে। আসলে কি হয়েছে এটা আমরা পরবর্তী পর্বে দেখতে পাবো। সত্যি সত্যি কি এটা হয়েছে কিনা, এটা ভাবতে আমার কাছে অন্যরকম লাগছিল। যাইহোক আমি চেষ্টা করবো পরবর্তী পর্বটা খুব তাড়াতাড়ি সবার মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1876815849245270392?t=QqdI8ZixXkncxPdkV3oVmQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাংলাদেশের নাটকগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে।তেমনি এই ধারাবাহিক নাটকগুলোতে অনেক রহস্য লুকিয়ে থাকে, আপনি সুন্দর রিভিউ দিয়েছেন।যদিও আগের পর্বগুলো পড়া হয়ে ওঠেনি,ধন্যবাদ আপু।
নাটকটা সত্যি অনেক বেশি সুন্দর। নাটকটা আমার কাছে অনেক ভালো লেগেছিল।
আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।
আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল নাটকটা দেখতে। এই পর্বের রিভিউ শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছিল।
আজকে দেখতে দেখতে আপনি আমাদের মাঝে ফকির গ্রাম নাটকের ৫৬ তম পর্ব শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার প্রতিটি নাটক রিভিউ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি লাইভ দেখতেছি। ধন্যবাদ আপু
৫৬ তম পর্ব আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আপু আজ আপনি যে নাটকটি আমাদের মাঝে রিভিউ করেছেন সেই নাটকটি আমি বেশ কিছু পর্ব দেখেছিলাম। নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি নাটকটি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর করে নাটক রিভিউ শেয়ার করার জন্য।
আপনি নাটকের বেশ কিছু পর্ব যেহেতু দেখেছেন বাকি পর্বগুলো দেখার চেষ্টা করবেন। কারণ নাটকটা অনেক সুন্দর।
অনেক সময় চোখের সামনে পছন্দের মানুষের বিয়ে হয়ে যায় কিছুই করার থাকে না। কিন্তু চম্মন এর ভাগ্যটা দেখছি খুবই খারাপ। তার হাজবেন্ডও খুব একটা ভালো হয়নি। নাটকটি ট্রাজেডিপূর্ণ হয়েছে আজকের পর্বটি। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ উপস্থাপন করেছেন। ভালো লাগলো পড়ে।
আসলে তার হাজবেন্ড অনেক খারাপ। প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বিয়ে করেছে।