ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটা ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি
আমাদের সবারই অতি পরিচিত আর অনেক বেশি পছন্দের একটি ফুল হচ্ছে পিটুনিয়া। আমি তো পিটুনিয়া ফুল অনেক বেশি পরিমাণে ভালোবাসি। পিটুনিয়া ফুল অনেক কালারের হয়ে থাকে। পিটুনিয়া ফুলের সবগুলো কালার একেবারে মনোমুগ্ধকর। এটি ছিল গোলাপি কালারের পিটুনিয়া ফুল। যার ভিতরের অংশটা একদম গাঢ় গোলাপি কালার, আর বাহিরের অংশটা হালকা গোলাপি কালারের মধ্যে ছিল। এই ফুলটা একটি শীতকালীন ফুল শীতকালে সব জায়গায় দেখা যায়। এই বছরের শুরুতে একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখান থেকে এই ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম।
বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি
আমার অনেক পছন্দের একটা ফুল হচ্ছে বাগান বিলাস। এই ফুলটা দেখতে যেমন সুন্দর তেমনই এই ফুলের সৌন্দর্য সবকিছুকে আরো বেশি সুন্দর করে তুলে। এই ফুল গুলোকে গেট ফুল অথবা কাগজ ফুল বলেও অনেকে চিনে থাকে। এটি ছিল সাদা কালারের অসাধারণ বাগান বিলাস ফুল। এই ফুল গুলোর দাম অনেক বেশি। বেশিরভাগ মানুষ বাড়ির সৌন্দর্যের জন্য বাড়ির সামনে এই ফুল গাছগুলোকে লাগিয়ে থাকে। কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। আমি ওখানে এই সাদা বাগান বিলাস ফুল দেখে ফটোগ্রাফি করেছিলাম।
কসমস ফুলের ফটোগ্রাফি
কসমস ফুল গুলো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়ে থাকে। আমার কাছে সব সময় কসমস ফুল দেখতে খুবই ভালো লাগে। কসমস ফুল বেশ কয়েক কালারের হয়ে থাকে। তবে কমলা এবং হলুদ কালারের কসমস ফুল গুলো একটু বেশি দেখা যায়। বর্তমানে বেশিরভাগ জায়গায় গেলেই কিন্তু সুন্দর সুন্দর কালারের কসমস ফুল দেখা যায়। কসমস ফুলের মধ্যে পাপড়ি কম থাকলেও দেখতে কিন্তু খুব সুন্দর। কয়েকদিন আগে আমার হাজবেন্ডের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ওখানে এই সুন্দর কসমস ফুল দেখে সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
নয়নতারা ফুলের ফটোগ্রাফি
আমার আরো একটা পছন্দের ফুল হচ্ছে নয়ন তারা। এই ফুলটা আমার কাছে সব সময় খুব ভালো লাগে দেখতে। সব সময় এই ফুলের গাছে ফুল ফুটে থাকে যা দেখতে অসাধারণ লাগে। আমাদের ছাদ বাগানে সাদা আর গোলাপি দুই কালারের নয়নতারা ফুল রয়েছে। তবে আমাদের ছাদে থাকা সাধারণ তারা ফুলের ভেতরের ছোট্ট অংশটা গোলাপি। এটি ছিল সম্পূর্ণ সুন্দর একটা সাদা নয়নতারা ফুল। নয়নতারা ফুলের গাছের মধ্যে অনেক বেশি পরিমাণে ফুল ফুটে থাকে যা দেখলে মন ভালো হয়ে যায়। কয়েকদিন আগে আমি একটা নার্সারি থেকে এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছি।
টগর ফুলের ফটোগ্রাফি
আমার আরো একটা প্রিয় ফুল হচ্ছে টগর। এই ছোট্ট ফুলগুলো দেখতে একেবারে মনোমুগ্ধকর। বিশেষ করে এই ফুলটা সাদা কালারের হওয়ায় আমার কাছে একটু বেশি ভালো লাগে। বর্তমানে সব জায়গায় এই ফুলগুলো খুব বেশি পরিমাণে দেখা যায়। স্কুল থেকে শুরু করে সব জায়গায় ফুল গাছগুলো লাগানো হয়ে থাকে। আমার বড় আপুর ঘরের সামনে ছোট্ট একটা ফুলের বাগান তৈরি করেছে তারা। আর এই সুন্দর টগর ফুল গাছ রয়েছে। তাদের বাড়িতে কয়েকদিন আগে গিয়েছিলাম। তখন এই সুন্দর দেখতে টগর ফুলের ফটোগ্রাফি করেছি।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুঁজে পাওয়াই মুশকিল হবে পুরো বিশ্বের মধ্যে। গোলাপ ফুল সবাই খুবই ভালোবাসে। আমি নিজেও গোলাপ ফুল অত্যন্ত পছন্দ করি। আমার সব থেকে বেশি পছন্দের ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ফুলের অনেক জাত রয়েছে। আর গোলাপ ফুল বিভিন্ন কালারের ও হয়ে থাকে। আজকে আমি সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। সাদা গোলাপ ফুলকে শান্তির প্রতীক ও বলা হয়ে থাকে। কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। তখন ওখানে সাদা গোলাপ ফুল দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
device : Redme note 9
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গোলাপ ফুল এবং কসমস ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে।
আমার সবগুলো ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন, এটা ভেবেই তো আমার খুব ভালো লাগছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
ফুল সৌন্দর্যের প্রতিক। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। তার মধ্যে সাদা রঙের ফুল গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনি একেবারে ঠিক কথা বলেছেন ফুল সৌন্দর্যের প্রতীক।
এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ১ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে। সবগুলোই ভালো হয়েছে ফটোগ্রাফি।
তোমার কাছে এক এবং তিন নাম্বার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।
ওয়াও আপু আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার প্রতিটা তোলা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে কসমস ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
কসমস ফুলের ফটোগ্রাফি আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল দেখতে।
Your post is a vibrant celebration of nature's beauty, @tasonya! The way you've captured the intricate details of each flower—from the velvety Petunias to the delicate Cosmos—is truly captivating. I especially loved your personal touch, sharing why each flower holds a special place in your heart.
The photos are crisp, clear, and showcase your keen eye for detail. It's wonderful that you've included the location and device information – great for the photography community!
Keep sharing your beautiful finds with us! Which flower is your absolute favorite to photograph and why? I am excited to see more of your photography!
https://x.com/TASonya5/status/1952033051086934383?t=2UHQwaxG47lFwtxbdqMfng&s=19
https://x.com/TASonya5/status/1952033817105232343?t=qe7gfd3KUH52fJ7wVOfOhQ&s=19