স্বরচিত নতুন একটি কবিতা " নতুন করে বাঁচার স্বপ্ন"

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20220718-WA0000.jpg

বর্ষা শেষে একদিন তোমার সাথে দেখা
জানি না কত ঋণ নিয়েছো
বর্ষার মরশুমে?
আমি অনেক ঋণের বোঝা নিয়ে ঘুরছি,
জানো?আমার ঋণ শোধরানোর সাধ্য আছে,
আমি প্রতিরাতে পুড়ে যাই অনুতাপের আগুনে।
আমি সেই আশ্চর্য মানুষটার অপেক্ষায়,
যে আমাকে সত্যিকারের বাঁচার মানে বুঝিয়েছিল।
তাকে শুধু একবার ধন্যবাদ বলবো বলে,
আমি সজনে গাছের তলায় যাই ঠিক বিকেলে
যদি কখনো হঠাৎ করে দেখা পাই।
দুঃখের কথা সবাই বললো,
শুধু তুমি আমাকে বলেছিলে,"কি দারুণ! বাঁচার মানে।"
তোমার ভীষণ ভালো থাকার ইচ্ছে
আমাকে প্রতি মুহূর্তে অসাধারণ করে তোলে।
আমাদের অনেক কিছুই চলে যায়,
হারিয়ে যায় সোনালী দিনগুলি
তবুও আমরা বাঁচি,বাঁচতে ভালোবাসি বলে।
আমার সংসার জুড়ে যে অফুরন্ত স্বপ্নেরা ঘোরে,
সেখানে আমি আরেকটা ঘর গড়ি
আমার একান্ত অনুভবের উত্তাপে।

Sort:  
 2 years ago 

সত্যিকারের বাঁচার মানে যারা বুঝায় আসলেই আমরা তাদের কাছে ঋণী।কবিতাটা বেশ সুন্দর হয়েছে। প্রতিটি লাইন খুব সুন্দর। সোনালী দিন গুলো চিরস্থায়ী না,তবুও আমরা বাঁচার স্বপ্ন দেখি।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু, সময় দিয়ে কবিতাটি পড়ার জন্য।

 2 years ago 

প্রিয় বৌদি প্রথমে আমার নমস্কার ৷
আসলে যে মানুষ গুলো বাঁচার জন্য নতুন কিছুই অনুপ্রেরণা প্রদান করে তাদের কাছে ঋণ থেকে যায় ৷ তবে সময়টা যেরকমই যাক নিজেকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ৷ অনেক চমৎকার ছিল কবিতাটি ৷

 2 years ago 

প্রকৃত বন্ধু তো সেই যে আলোর পথ দেখায়।দেখায় নতুন করে বাচাঁর স্বপ্ন।আর তাদের কাছে আমরা তো ঋণী।আমাদের জীবন থেকে সোনালী দিনের সাথে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে।আর ক্ষণস্থায়ী এই পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয়।তবু আমাদের বাচাঁর স্বপ্ন দেখতে হয়।আপনার প্রতিটি কবিতাই আমার কাছে অসাধারণ লাগে।আর এই কবিতাটি পড়েও খুব ভালো লাগলো, বৌদি।আপনাকে অনেক ধন্যবাদ বৌদি, এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সময়ে অসময়ে যে বা যারা আমাদের ভীষণ পরিমাণে ভেঙে পড়া অবস্থাতেও আবার জোড়া লাগতে সাহায্য করে, মনের গভীর ক্ষত তাদের কথার মাধ্যমে নিমেষে মিশিয়ে দেয় তারাই তো বন্ধু। আজকালকার সময়ে প্রকৃত বন্ধু বড়ই দুর্লভ। তাই পেলে হারানো চলবে না।

 2 years ago 

জানেন তো দিদিভাই অনেক দিন পর একদম ভিন্ন ধাঁচের একটা লেখা পড়লাম। কি যে ভালো লাগলো 👌। যাদের জন্য আমরা বাঁচার মানে বুঝি সে মানুষগুলো কে পাশে না পেলে বেচেঁ থাকাটাই কেমন যেন অর্থহীন লাগে। তবুও আমরা বাঁচি বেচেঁ থাকার তাগিদে। হয়তো এটাই প্রকৃতি। এটাই বাস্তবতা।

Hi @tanuja

We've noticed that you delegated some of your SP to steem-sri.lanka and we decided to reach out to you. If you're looking for passive income then we would like to offer much higher weekly dividents comparing to what you receive right now.

While steem-sri.lanka pays you for your current delegation around 9-10 steem per week, we could offer for the same delegation to @project.hope as much as 15-16 steem weekly.
Quite a difference, isn't it?

If you find it interesting, then consider trying us out with some small delegation first (500SP - 1000 SP).
You can also find out more details about our curation program here.

Cheers :)

 2 years ago 

ধন্যবাদ দিদি, বাস্তবতা টাকে এতো সুন্দর করে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর লিখেছেন। কবিতার কথা গুলো পরে অনেক মুগ্ধ হলাম। আশা রাখি সামনে আরো ভালো ভালো কবিতা পড়তে পারবো আপনার লিখা।

Please follow me I'm new here.....!

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68542.93
ETH 2454.71
USDT 1.00
SBD 2.54