ঘরে থাকা সবজি দিয়ে ঝটপট তৈরি করা "এগ চাওমিন"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা সবজি দিয়ে " এগ চাওমিন"।এটি আমি তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে। আমার প্রচন্ড এগ চাওমিন খেতে ইচ্ছা করছিলো । তাই ভাবলাম ঘরে তৈরি করি এগ চাওমিন। আজ আমি চাওমিন এর ভিতরে কোন মাংস ব্যাবহার করিনি কারণ আমি চিকেন একদম পছন্দ করিনা। তাই আজ আমি কিছু সবজি দিয়ে রান্না করেছি। এটি খেতে খুবই টেস্টি । এবং বাচ্চারা ও খেতে খুবই পছন্দ করবে।তাহলে চলুন শুরু করা যাক

IMG_20220122_193522.jpg
উপকরণ:
১. চাওমিন - ১ প্যাকেট
২. ডিম - ৫ টি
৩. পেঁয়াজ কুচি - ১ কাপ
৪. কাচা মরিচ - ২ চামচ
৫. গাজর ও বীনস কুচি - পরিমান মতো
৬. লবণ - ১ চামচ
৭. চাট মসলা - ২ চামচ
৮. হলুদ - হাপ্ চামচ
৯. সাদা তেল - পরিমান মতো
১০. গোল মরিচের গুঁড়া - ১ চামচ

IMG_20220401_220107.jpg
কাচা মরিচ কুচি

IMG_20220222_123750.jpg
সাদা তেল

IMG_20220122_185624.jpg
বীনস ও গাজর

IMG_20220122_185605.jpg
পেঁয়াজ কুচি

IMG_20220122_184544.jpg
ডিম

IMG_20220122_182740.jpg
চাওমিন
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চাওমিন গুলো সেদ্ধ করে নিতে হবে।চাওমিন সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

IMG_20220122_182634.jpg

IMG_20220122_183607.jpg

IMG_20220122_184417.jpg

২. এরপর একটা পাত্রে ডিম গুলো ভেঙ্গে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

IMG_20220122_184842.jpg

IMG_20220122_185116.jpg

৩. চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। ফ্রাই প্যান গরম হয়ে গেলে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে গোলা ডিম ছেড়ে দিতে হবে। ডিম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। ঝুরঝুরে করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20220122_185116.jpg

৪.এবার চাওমিন ভাজার জন্য ফ্রাই প্যান নিতে হবে। ফ্রাই প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি ও কাচা মরিচ কুচি দিয়ে একই সঙ্গে পরিমান মতো লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

IMG_20220122_190445.jpg

৫. পেঁয়াজ ভাজা হয়ে গেলে গাজর ও বীনস কুচি দিয়ে আবারো কিছুক্ষন ধরে ভালো করে ভেজে নিতে হবে। গাজর ও বীনস হালকা সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ করে রাখা চাওমিন গুলো দিয়ে দিতে হবে। এবার সবজি গুলো চাওমিন এর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর চাট মসলার গুঁড়া চাওমিন এর উপরে ছড়িয়ে দিতে হবে। আর এক চামচ গোল মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে রেখে কিছুক্ষন ধরে ভালো করে ভেজে নিতে হবে। চাওমিন গুলো ভাজা হয়ে গেলে পরিবেশনের জন্য নামিয়ে নিতে হবে।

IMG_20220122_190853.jpg

IMG_20220122_191446.jpg

IMG_20220122_191822.jpg

IMG_20220122_192142.jpg

৬. এবার প্রতিটি প্লেটে চাওমিন গুলো দিতে হবে। এর উপরে একটু টমেটো সস ছিটিয়ে দিতে হবে। এতে করে চাওমিন খেতে খুবই টেস্টি হবে। চাইলে আপনারা সস নাও দিতে পারেন। আমি সস দিয়ে খেতে পছন্দ করি তাই দিয়েছি।

IMG_20220122_192347.jpg

IMG_20220122_194727.jpg
তৈরি হয়ে আমার এগ চাওমিন। এটি আপনারা সকালে কিংবা সন্ধ্যায় চা এর সঙ্গে খেতে পারেন।এমনকি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি। আজ এই পর্যন্তই। আগামী দিন নতুন কোন বিষয় নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

চাওমিন আমার আবার খুব একটা পছন্দ না।আমার ভালো লাগে ম্যাগি।আর আপনার দেখছি চিকেন পছন্দ না,তবে চিকেন আমার অনেক অনেক প্রিয়।দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে।

 2 years ago 

বৌদি যদিও মাংস ব্যবহার করেননি চাওমিনে , তবে ডিম ও সবজি দিয়েও কিন্ত সুন্দর বানিয়েছেন । সেটা কিন্তু আপনার উপস্থাপনা দেখেই বোঝা যাচ্ছিল ।

 2 years ago 

প্রিয় বৌদি, খুবই সুস্বাদু খাবার এগ চাওমিন রেসিপি তৈরি করেছেন ঘরে থাকা সবজি দিয়ে। দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে যার কারণে ভীষণ খাওয়ার ইচ্ছে হচ্ছে। বৌদি আপনার এগ চাউমিন তৈরীর পদ্ধতিটা বেশ দারুন ছিল। এভাবে সবজি দিয়ে এগ চাওমিন ছোট ছোট সোনামণিদের খাওয়াতে পারলে তাদের শরীরের পুষ্টি উপাদানের ঘাটতি দূর হবে। এতো সুস্বাদু এগ চাওমিন কিভাবে তৈরি করা যায় তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

"এগ চাওমিন" নামটা জানি কেমন আমার কাছে নতুন নতুন। তবে এটা বলতে পারি আপনি যে রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার খুবই প্রিয় ও পরিচিত রান্না। ইহা আমি নিজেই তৈরি করে খেয়ে থাকি। আমার খুবই ভালো লাগে মাঝেমধ্যে চেষ্টা করি অন্যদেরও তৈরি করে খাওয়ানোর জন্য।

 2 years ago 

চাওমিন আমার পছন্দের খাবার,খুব বেশি পরিমাণে খাওয়া হতো যখন আমি কলেজে পড়তাম বন্ধুদের সাথে আড্ডায় রেস্তোরাঁতে বসে খাবারটি বেশি খাওয়া হতো আমার, আজকে জেনে নিলাম এটি তৈরি করার ধাপগুলো, দারুন হয়েছে আজকের চাওমিন রেসিপিটি।

 2 years ago 

ঘরে থাকা সবজি দিয়ে চাউমিন রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে বৌদি। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। বেশ গুছিয়ে রেসিপিটি আপনি উপস্থাপন করেছেন বৌদি। খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

এগ চাওমিন রেসিপি খুবই লোভনীয় হয়েছে বৌদি। আপনি একজন সেরা রন্ধনশিল্পী এটা বোঝাই যায়। কারণ আপনি সবসময় মজার মজার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। আর আপনার রেসিপি গুলো যখন দেখি তখন আমার অনেক ভালো লাগে। আমিও শেখার চেষ্টা করেছি আপনার এই রেসিপি দেখে। অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরীর পদ্ধতি উপস্থাপন করার জন্য এবং আমাদেরকে শেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

আমি আবার মাংসের চাউমিন খুব পছন্দ করি। তবে আপনি যে চিকেন পছন্দ করেন না এটা জানতাম না। চাউমিন সাধারণত রেস্টুরেন্ট থেকে খাওয়া হয় বাড়িতে বিশেষ তৈরি করা হয় না। এগ চাউমিনটা ভালো তৈরি করেছেন বৌদি।

 2 years ago 

আপনি খুব সহজে আমাদের মাঝে মজার মজার রেসিপি শেয়ার করেনা আজকে আপনি ঘরে থাকা সবজি দিয়ে ঝটপট তৈরি করা এগ চাওমিন শেয়ার করেছেন। আপনার এই রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। আরও খেতে তো মনে হয় বেশি মজার হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

চাওমিন আমার খুব পছন্দের খাবার।আপু আপনি ঘরে থাকা সবজি দিয়ে বেশ ভালোই চাওমিন রান্না করেছেন।ধাপগুলো দেখেই বুঝা যাচ্ছে, খেতে বেশ দারুন হয়েছে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 56763.93
ETH 2963.32
USDT 1.00
SBD 2.34