বাঙালি রেসিপি " তেতুঁল দিয়ে মুরগীর চামড়া ও চর্বির টক"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশ করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটি আমি আগে কখনও করিনি। আজ ফার্স্ট টাইম রান্না করেছি। আমি গ্রামে থাকতে আমার মা হাঁসের মাংস রান্না করলে তার চামড়া ও চর্বি দিয়ে টক রান্না করে দিতো। সেটি অনেকটা টেস্টি ফুল ছিল। মা সেই টক রান্না করলে আমি একাই পুরোটা খেয়ে ফেলতাম। দুই দিন আগে প্রায় দুই কিলো ওজনের একটি বড়
দেশী মুরগী এনেছিল। তাতে প্রচুর তেল হয়েছিল। তখন ভাবলাম মা তো হাঁসের চামড়া ও চর্বি দিয়ে রান্না করতো। আজ আমি মুরগীর চামড়া দিয়ে রান্না করে দেখি।তারপর আমি মুরগীর চামড়া ও কিছু চর্বি ফ্রীজে রেখে ছিলাম। ভাবলাম আজ সেগুলো দিয়ে টক রান্না করি। এটি খুবই টেস্টি একটি খাবার। এবং এটি খুব তাড়াতাড়ি রান্না করা যায়।এই টক আমাদের সবাই খুব পছন্দ করেছেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

IMG_20211128_210259.jpg
উপকরণ:
১. মুরগীর চামড়া ও চর্বি
২. তেঁতুলের কাথ - ১ কাপ
৩. লবণ - ২ চামচ
৪. হলুদ - ২ চামচ
৫. কালো সরিষা - ১ চামচ
৬. সরিষার তেল -৩ চামচ

IMG_20211128_195116.jpg
মুরগীর চামড়া ও চর্বি

IMG_20211128_195422.jpg
তেঁতুলের ক্বাথ

IMG_20220106_125141.jpg
লবণ, হলুদ , কালো সরিষা ও সরিষার তেল
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চামড়া ও চর্বি ভালো করে ধুয়ে হালকা লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে।

IMG_20211128_202021.jpg
২. চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে।

IMG_20211130_211511.jpg
৩. তেল গরম হয়ে গেলে এক চামচ কালো সরিষা দিয়ে দিতে হবে।

IMG_20211128_202842.jpg
৪. সরিষা ভাজা হয়ে গেলে লবণ হলুদ মাখানো মুরগীর চামড়া ও চর্বি গুলো দিয়ে ৩ মিনিটের মতো ভেজে নিতে হবে।

IMG_20211128_203234.jpg
৫. চামড়া ভাজা হয়ে গেলে এক কাপের মতো জল দিয়ে দিতে হবে।

IMG_20211128_203428.jpg
৬. জল ফুটতে শুরু করলে এক কাপ তেঁতুলের ক্বাথ ঢেলে দিতে হবে।

IMG_20211128_203445.jpg
৭. এরপর পরিমান মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে।

IMG_20211128_203813.jpg
৮. এবার যখন দেখবেন মুরগীর চামড়া যখন সেদ্ধ হয়ে যাবে এবং ঝোল গাঢ় হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211128_210002.jpg

IMG_20211128_210259.jpg
তৈরি হয়ে গেল তেঁতুল দিয়ে মুরগীর চামড়া ও চর্বির টক। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। চাইলে আপনারা ও বাড়ীতে তৈরি করে একবার ট্রাই দেখুন। এটি খেতে খুবই মজার একটি রেসিপি। বিশেষ করে যারা আমার মত টক খেতে পছন্দ করেন তারাই এটি একবার খেয়ে দেখবেন।আশা করি সবার ভালো লাগবে।

Sort:  

দেশি মুরগির চামড়া একটু শক্ত হওয়ার কারণে খেতে অনেক ভালো লাগে। এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। নতুন একটা রেসিপি শিখলাম আপনার টা দেখে। শুভকামনা আপনার জন্য

 2 years ago 
এই রেসিপিটি আমার কাছে সত্যিই অনেক ইউনিক। এর আগে কখনো মুরগির চামড়ি এভাবে খেয়ে দেখা হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে । দেখে তো আমার জিভে জল এসে গেল। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

খাবারটি বেশ মুখরোচক হবে। হাঁসের মাংস প্রচুর পরিমাণ চর্বি থাকে। আপনাদের কেনা মুরগীর মাংসতেও ভালই তেল রয়েছে। টক দিয়ে মুরগির চর্বি এবং চামড়ার রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর ভাবে রান্না করার পদ্ধতি উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং ভিন্ন ধরনের একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 
  • তেঁতুল দিয়ে মুরগির চামড়া ও চর্বির টক এই রেসিপিটি আমার কাছে একদম নতুন। মুরগির চামড়া যে তেতুল দিয়ে রান্না করা যায় সেটা আগে জানা ছিল না। নতুন একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বৌদি।
 2 years ago 

রেসিপিটি আমার কাছে একদম নতুন লাগল।এর আগে এভাবে চামরা দিয়ে টক খাওয়া হয়নি।এমনিতে চামরা আলাদা ভাবে রান্না খেয়েছি।দারুন সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন দিদি।চমৎকার হয়েছে।🥰😍

 2 years ago 

এইটা সেই লাগে বৌদি সাদা চালের রুটি খেতে । কিছুদিন আগেই খেয়ে ছিলাম । সুন্দর বানিয়েছেন বৌদি শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

বৌদি আপনি সবসময় দারুন দারুন মজার রেসিপি তৈরি করেন। আজকের রেসিপি একদম ইউনিক লেগেছে। তেতুঁল দিয়ে মুরগীর চামড়া ও চর্বির টক সত্যি লোভনীয় একটি রেসিপি। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন বৌদি। অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

এক্কেবারেই নতুন একটি রেসিপি আমার কাছে। আমি আগে কখনো এটি দেখিও নি,খাব কি করে।আর এভাবে যে চামড়া আর চর্বি দিয়ে টক রান্না করা যায় আজ দেখলাম দিদি।অসাধারণ দেখতে হয়েছে।যেহেতু এইভাবে রান্না করা হয় নিশ্চয়ই অনেক মজা হয়েছে। অনেক ধন্যবাদ দিদি,নেক্সট কখনো তৈরি করা যাবে।

 2 years ago 

বৌদি আপনি তেতুঁল দিয়ে মুরগীর চামড়া ও চর্বির টক তৈরি করেছেন দারুন হয়েছে দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন দেখে আমিও শিখে নিলাম বাসায় তৈরি করে খাবো ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62548.40
ETH 3435.15
USDT 1.00
SBD 2.51