"টিনটিন বাবুর পছন্দের জায়গা গেমিং জোন এ খেলতে যাওয়া"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। গতকাল সন্ধ্যায় গেমিং জোনে গিয়েছিলাম। তবে আগের থেকে কোন প্ল্যান ছিলো না।হটাৎ করেই আপনাদের দাদা বললো তাড়াতাড়ি রেডি হয়ে নেও। আমি পুরোপুরি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেনো কোথায় যাবে। তুমি আগে তো আমাকে কিছু বলোনি। চলো বাবুকে নিয়ে একটু ঘুরে আসি আর তুমি কি শপিং করবে। শপিং করতে ভালো লাগে আমার কিন্তু কাল শপিং করার কোন ইচ্ছা ছিলো না।পড়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম আজ টিনটিন বাবুর পছন্দের জায়গা থেকে ঘুরে আসি। এতে তার ও খুব ভালো লাগবে। আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না। কম পক্ষে গাড়িতে যেতে ১০ মিনিটের মতো। আমরা পৌঁছায় সোজা চলে গেলাম গেমিং জোনে। বাবু গেম খেলতে খুব পছন্দ করে।

IMG_20221016_183107.jpg

IMG_20221016_184153.jpg

IMG_20221016_184617.jpg

IMG_20221016_185310.jpg

IMG_20221016_183152.jpg
এগুলো সবই বড় বাচ্চাদের খেলার জন্য । বাবু খুব একটা খেলতে পারে না।তাই বাবু আর তার বাবা খেলা শুরু করে দিলো। বাবুর বাবার খেলা দেখে মনে হচ্ছিলো সে যেনো একদম বাবুর মতো বাচ্চা হয়ে গেছে। আমরা প্রায় ১ ঘণ্টার মতো সেখানে ছিলাম। গেমিং জোন থেকে খেলা শেষ করে বলে চলো ফুড কোড থেকে কিছু খেয়ে তারপর বাড়ি ফিরবো।

IMG_20221016_185945.jpg

IMG_20221016_185842.jpg
গতকাল ছুটির দিন থাকায় প্রচুর ভিড় ছিলো । তাই কোথাও কোন টেবিল খালি নেই বললেই চলে। অনেক খোঁজাখুঁজির পর একটা টেবিলে বসলাম। ও খাবার অর্ডার দিতে গেলো। আমি আগেই বলেছিলাম আজ বেশি কিছু খেতে হবে না। শুধু মাত্র এক প্রকার খাবার অর্ডার দিবে। এটা শুনে আমাকে বলে এত কম খাবার আমি অর্ডার করতে পারিনা। আর কোন কথা না বলে
শুধু মাত্র তন্দুরী চিকেন আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলো। খাবার অর্ডার করে এসে আমরা গল্প করছিলাম। এরপর ১৫ মিনিট পর খাবার চলে আসলো।

IMG_20221016_192409.jpg

IMG_20221016_192632.jpg
আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে নিজেরা কিছু টা সময় নিজেদের মতো কাটাতে চেয়েছিলাম। আর কিছুটা সময় সকল প্রকার কাজ থেকে বিরত থাকা।
আজ এই পর্যন্তই। আগামী দিন আবার নতুন কিছু নিয়ে আবার আসবো।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

গেমিং জনের জায়গাটি খুব চমৎকার লাগলো দিদি। এভাবে প্রতিনিয়ত নিয়ে তো বিভিন্ন বিষয়ে বাবুকে নিয়ে বাইরে জগতকে পরিচয় করে দিতে হবে। তাহলে দ্রুত মেধার বিকাশ ঘটবে। বাবুসহ আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দাদা ও টিন টিন বাবুর গেম খেলার মুহূর্তটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে, গেমটা খুব সুন্দর ছিল অনেক মানসম্মত এবং অনেক ধরনের গেম ছিল দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো একটি জায়গা। , টিন‌ টিন বাবুর গেম খেলা শেষে খাওয়া দাওয়া করে আজকের ট্রাভেলটা শেষ করলেন। ধন্যবাদ দিদি আপনাকে আপনাদের মুহূর্তগুলো আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 2 years ago 

বৌদি আপনার লেখাটা পড়ে ভালো লাগলো। টিনটিন বাবুর পছন্দের জায়গা গেমিং জোন বেশ চমৎকার ছিল। আসলে সব বাচ্চারাই মনে হয় গেম খেলতে পছন্দ করে। যদিও টিনটিন বাবু এখন বেশ ছোট, তারপরেও দাদার সঙ্গে দুজন মিলে একসঙ্গে খেলেছে জেনে ভালো লাগলো । সব সময় কাজের চাপে থাকলে মানসিক শান্তি পাওয়া যায় না। আপনারা বেশ ভালো করেছেন বাইরে থেকে ঘুরে এসেছেন নিজেদের মত করে সময় কাটিয়েছেন। টিনটিন বাবু নিশ্চয়ই বেশ খুশি হয়েছে। ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

সব বাচ্চারাই গেমিং জোন যেয়ে খেলতে পছন্দ করে,আমার বাচ্চা যদি যেতে পারে তাহলে আসতে চায় না।ওকে বেশির ভাগ আমার ভাই নিয়ে যায়,তখন ভাইয়াও বাচ্চাদের মত ছোট হয়ে যায় একদমই দাদার মতই🥰🥰।আসলে পরিবারের মত একান্তে সময় কাটানোর মজাই আলাদা। ধন্যবাদ

 2 years ago 

দাদা কিন্তু সংসার, আপনি এবং টিনটিনের খুব ভাল খেয়াল রাখে, তা না হলে হঠাত করে ঘুরতে বের হত না। দাদা আমার বাংলা ব্লগের পরিবারেরও খুব খেয়াল রাখে। টিনটিনের পছন্দের গেমিং জোন খুব সুন্দর। অনেক বড় জোন মনে হল। বাচ্চাদের মাঝে মাঝে গেম খেলার জন্য এরকম গেমিং জোনগুলোতে নিয়ে যাওয়া উচিত, তাতে বাচ্চাদের মধ্যে আর একঘেয়েমি ভাবটা কাজ করে না আর মোবাইলের গেমের প্রতি কিছুটা হলেও আসক্তি কমবে। বাবারা যখন বাচ্চার সাথে খেলাধুলা করে তখন নিজেরা মনের অজান্তেই বাচ্চা হয়ে যায়। তা না হলে বাচ্চারা খুব মাইন্ড করে। দাদা, আপনি আর টিনটিন খুব ভাল কিছু কোয়ালিটি টাইম পাস করেছেন এই গেমিং জোনে। দাদা ঘুরতে বের হয়েছে আর খাবারের দোকানে যাবেনা তা কি হয়? তান্দুরি চিকেন বেশ ইয়াম্মি লাগছে দেখতে। নিশ্চয়ই খেতেও খুব দারুণ ছিল। ধন্যবাদ দিদি।

 2 years ago 

দাদা এইরকম মাঝে মাঝে প্ল‍্যান ছাড়াই ঘুরতে নিয়ে গেলে মন্দ হয় না কী বলেন বৌদি। তবে দাদা যখন বলল শপিং করার কথা তখন নিতেই পারতেন হি হি। টিনটিন এবং দাদা গেমে মেতে গেল একসঙ্গে বাহ চমৎকার। বেশ সুন্দর সময় কাটিয়েছেন বৌদি। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

প্ল্যান করে ঘুরতে যাওয়ার থেকে প্ল্যান না করে যাওয়া ভালো।টিনটিন বাবু গেম খেলতে পছন্দ করে শুনে খুব ভালো লাগলো।ছোট বাচ্চা থেকে করে বড়দের এক ঘেয়েমি দূর করতে একটু ঘুরাঘুরি করা প্রয়োজন। গেম খেলা শেষে চিকেন তান্দুরি খেয়েছেন।এবার ঘুরাঘুরি ষোলকলা পূর্ণ হলো।বাইরে গিয়ে খাওয়া দাওয়া না করলে কি আর ভালো লাগে। অনেক ধন্যবাদ বৌদি সুন্দর মূহুর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

দাদার হঠাৎ করে প্ল্যানিং ছাড়া বাড়ি থেকে বেরোনোর বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগলো। খাবার টিনটিন বাবুর প্রিয় একটু জায়গায় গেলেন। দেখতে পেলাম অনেক বড় বড় গেমিং। টিনটিন বাবুর সাথে দাদাও খেলতে বসলো এটার শুনো আরো ভালো লাগলো। বাবু ভাবল দাদা ওর মতো ছোট হয়ে গেছে। আবার দেখলাম ফেরার পথে অনেক সুন্দর একটি রেস্টুরেন্টে গিয়েছে। ছুটির দিনে আসলেই একটু ভিড় থাকে। দাদা দেখছি কম খাবার অর্ডার করতে পারে না। শেষ পর্যন্ত চিকেন তন্দুরি আর কোল্ড ড্রিংকস ভালোই হলো। আপনাদের দিনটা বেশ ভালই কাটলো। অনেক শুভকামনা রইল আপনাদের সবার জন্য।

 2 years ago 

টিনটিন বাবুকে তার পছন্দের জায়গায় গেমিং জোনে নিয়ে গেছেন জেনে ভালো লাগল। সত্যিই বৌদি দাদার খেলা দেখে আপনার মনে হচ্ছিলো সে যেনো একদম বাবুর মতো বাচ্চা হয়ে গেছে হা হা। বাইরে ঘুরতে গেলে না খেলে মনে হয় না যে ঘুরা স্বাধক হয়েছে। তন্দুরী চিকেন আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন অনেক মজার খাবার। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

আসলে প্রিয় মানুগুলোকে নিয়ে নিজেদের মত করে সময় কাটাতে সবারই অনেক ভালো লাগে। এই সময়টা শুধু একান্ত আপনাদেরই ছিল। ভালো লাগলো যে দাদা নিজে থেকে সময় বের করে হুট করে পরিবার নিয়ে বাইরে ঘুরতে গেছে। আর দাদা যে ছোট বাচ্চাদের এই গেমিং গুলো বেশ পছন্দ করে এটা আমিও দেখেছি দিদিভাই। খুব ভালো লাগলো পোস্ট টা দেখে। সব থেকে মজা লাগলো খাবার অর্ডার করার সময় দাদার কথা শুনে 😅

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65