স্বরচিত একটি কবিতা " বর্ষার এই রাত"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আবার আর একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি বর্ষার কবিতা শেয়ার করবো।

IMG20220717181930.jpg

বর্ষার এই রাত

টুপটাপ বৃষ্টি পড়ে নিদ্রাহীন নেই রাতে,
গহীন আলোয় ঢেকেছে জগত কেউ জেগে নেই পাতে।
বর্ষা ভেজা দমকা হাওয়া ছুয়ে যায় মোর প্রাণে,
রাত নিঝুম গভীর হতে বয় ঝি ঝি পোকার গানে।
পুকুর পাড়ে ব্যাঙের ডাকে অবিরাম চলে রেস -
বকুল গাছে জোনাকিদের বসেছে সমাবেশ।
রাতের ওই বাঁশ বাগানে পাখি ডাকে মিষ্টি সুরে
বর্ষা বাদল প্রেমের নেশায় ফুলের গন্ধে মাতে।
পুকুর জলে ছোট পোনা মাছ সাঁতার কাটে,
ঝোপের বনে কীটপতঙ্গের তিড়িং বিড়িং নাচ।
গাছের পাতা উজ্জ্বল হয়ে ওঠে স্নিগ্ধ আলোর ধারায়,এ এক
বর্ষার এই রাতে প্রকৃতি যেন গড়েছে কোন এক মায়ায়।
কার ইশারায় জাগলো আজি বর্ষা বাদলের রাত
আলো আঁধারে রূপের ছটায় গরছে সুন্দর জগত।
কে জেগে রয় কে জেগে রয় বলে রাতের পাখি
নিশির রূপে ডুব দিয়েছে নিদ্রা হীন মোর আঁখি
মেঘে ঢাকা গহন আকাশ এক ফালি চাঁদ ওই,
একলা রাতে প্রকৃতির খেলার সাক্ষী আমি হই

Sort:  
 2 years ago 

বৌদি নমস্কার
বর্ষার রাত নিয়ে বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷জি বৌদি ঠিক বলেছেন বর্ষার রাত অনেক সুন্দর লাগে ৷বিশেষ করে টিপ টিপ চোখে ঘুম নেই ৷একটা সুন্দর অনুভুতি লাগে ৷যা বলো বোঝা নো সম্ভব নয় ৷খুব ভালো লাগলো বৌদি আপনার বর্ষার এই রাত কবিতাটি

 2 years ago 

চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে রচনা করেছেন বৌদি আপনার কবিতা বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকদিন পরে আপনার এরকম একটি কবিতা দেখতে পেরে খুবই ভালো লাগলো ।চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতা পড়ে মনে হলো পল্লি কবির কবিতা পড়লাম। খুভ গভীর চিন্তর চেতনার ফল কবিতাটি। অনেক ভাল লাগলো। ধন্যবাদ দিদি।

 2 years ago 

বৌদি আমার মিষ্টি বড়, লিখো সুন্দর কবিতা।
অনেকদিন পর কবিতা পড়ে চোখের সামনে ভেসে উঠল বৌদি তোমার ছবিটা
বাংলা ব্লগের জননী বলে ডাকে তোমায় সবাই
আমি তোমার ছোট্ট ভাইয়া দিদি ডাকি তোমায়
তোমার কবিতা পড়ে আমার প্রাণ দুলছে আজ
ইচ্ছে করছে তাড়াতাড়ি শুরু করি কাজ
এত সুন্দর কবিতাখানি দিয়েছো যখন উপহার
তাইতো আমি প্রণাম জানাই হাজার, ওগো দিদি আমার।

দিদি অনেকদিন পর কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। আর এসেই আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগছে। তবে দীর্ঘদিন কাজের বিরতি পড়ে গিয়েছে। মনে অশান্তির সৃষ্টি হয়েছে, কোন কিছুই ভালো লাগেনা। দোয়া করবেন যাতে পুনরায় আগের মত পরিপূর্ণ কাজ করতে পারি। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম বৌদি।

 2 years ago 

আসলেই অনেক দিন পর আপনাকে কবিতা লিখতে দেখলাম দিদি ।আপনার কবিতাটা পড়ে আমার অনেক ভালো লাগলো ।এখন বৃষ্টি কাল সত্যিই জিজি পোকার ডাক ,সোনালী ব্যাঙের ডাক, টিপ টিপ বর্ষা চারদিকে যেন পানি থৈই থৈই করছে ।আসলেই বর্ষা কাল আসলে এগুলো অনেক দেখা যায়। ধন্যবাদ দিদি বর্ষার সময় এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বর্ষার এক রাত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো দিদি । আপনি কবিতাটি অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি আমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করেছেন। আশা করি পরবর্তীতে আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর কবিতা পোষ্টের মাধ্যমে দেখতে পাবো ।
আপনার জন্য শুভকামনা রইল বৌদি

 2 years ago 

'বর্ষার এই রাত' বৌদি আপনার এই কবিতার মধ্য দিয়ে একটি বৃষ্টি ভেজা রাতের বাস্তব চিত্র ফুটে উঠেছে। বর্ষার রাত্রে ঠান্ডা হাওয়ায় মন ছুয়ে যায়। কালো আঁধারের মাঝে জোনাকি পোকার মিটির মিটির আলো অন্ধকার কে দূর করার চেষ্টা করে। ঝিঝিঁ পোকার ডাক আর ব্যাঙের ডাক শুনে একটি বর্ষার রাত উপভোগ করার মজাই আলাদা। অসাধারণ একটি কবিতা পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য বৌদি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একলা রাত,ঝিঁ ঝিঁ পোকার ডাক আহা সব মিলিয়ে অস্থির একটা পরিবেশ যেনো একেবারে।

 2 years ago 

চারিদিকে টুপটুপ বৃষ্টি, ঝি ঝি পোকার শব্দ কবির নির্ঘুম রাত। এমনি বর্ষার রাত মনে করিয়ে দেয় শৈশবের সেই দীঘির জলে পুটি মাছের নাচা নাচি। এক ফালি চাদঁ আর প্রকৃতির সাক্ষী যেন কবি। চমৎকার লিখেছেন দিদি।

 2 years ago 

বর্ষাকে নিয়ে সুন্দর একটি কবিতা। আমার কবিতা পড়তে অনেক ভালো লাগে। কবিতার কথাগুলি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38