"কয়েকটি বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন কিছুদিন আমি খুব ব্যাস্ততার ভিতর দিয়ে যাচ্ছি। নিয়মিত আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। তবে আশা করি কিছুদিনের মধ্যেই এই ব্যস্ততা কাটিয়ে উঠতে পারবো। যতই ব্যাস্ত থাকি না কেন নিজেকে রিফ্রেশ করার প্রয়োজন আছে। তাই নিজেকে একটু রিফ্রেশ করার জন্য গতকাল একটু টিনটিন বাবু কে নিয়ে কিছু কেনাকাটার জন্য শফিং মল গিয়েছিলাম। শপিং মলের সামনে ছোট একটি ফুলের বাগান রয়েছে।এবং সেই বাগানে বিভিন্ন রকম ফুল ফুটেছে। তাই ফুল দেখে ফটোগ্রাফী না করে পারলাম না। আপনারাই জানেন আমি ফুল কতটা ভালবাসি। আমি প্রায় প্রতিদিন বাড়ীতে একটি করে ফুল গাছ লাগাই। এখন আমার বাড়ীতে একটি ছোট খাটো ফুলের বাগান হয়ে গেছে।সেসব কথা অন্য একদিন বলবো। ভাবলাম আজ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করা যাক।
বিভিন্ন রঙের ডালিয়া ফুল।
স্থান: মধ্যমগ্রাম, পশ্চিমবঙ্গ কলকাতা
তারিখ : ১৩ - ৩ - ২০২২
বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুল। এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়।
স্থান : মধ্যমগ্রাম , পশ্চিমবঙ্গ কলকাতা
তারিখ : ১৩ - ৩ - ২০২২
এই ফুলের নামটি আমার জানা নেই। আপনারা জানলে আমাকে বলবেন। এই ফুল গুলো আমি অনেক বার দেখেছি কিন্তু আমি নাম জানি না।
বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল। এই ফুল গুলো আমার ব্যালকনিতে আছে। দেখতে অনেক সুন্দর লাগে।
স্থান : মধ্যমগ্রাম, পশ্চিমবঙ্গ কলকাতা
তারিখ : ১৩ - ৩ - ২০২২
এটি সালভিয়া ফুল। এই ফুল গুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে লাল রং টাই বেশি দেখা যায়।
স্থান : মধ্যমগ্রাম, পশ্চিমবঙ্গ কলকাতা
তারিখ : ১৩ - ৩ - ২০২২
এটি এক ধরনের aster ফুল। এই ফুল গুলো দেখতে অনেকটা তারার মতো।
স্থান : মধ্যমগ্রাম , পশ্চিমবঙ্গ কলকাতা
তারিখ : ১৩ - ৩ - ২০২২
এটি এক ধরনের সূর্যমুখী ফুল।
স্থান : মধ্যমগ্রাম , পশ্চিমবঙ্গ কলকাতা
তারিখ : ১৩ - ৩ - ২০২২
জ্বী বৌদি তা আর বলতে হবে না, আমরা সবাই বেশ জানি এটা। তবে আজকের ফুলের ফটোগ্রাফিগুলো সত্যি বেশ দারুণ ছিলো, শুরুর দিকের দৃশ্যগুলো বেশ মুগ্ধকর ছিলো। ধন্যবাদ
Google is presently paying $10447 to $13025 every month for working on the web from home. I have joined this activity 2 months back and I have earned $15248 in my first month from this activity. I can say my life is improved totally!
Look at it what I do..... http://www.cash46.com
অসাধারণ হয়েছে বৌদি ফুলের ফটোগ্রাফি গুলো। তবে বলা যায় আপনি অসাধারণ ছবি তুলতে পারেন। তবে বৌদি আপনার বাগানের রিভিউ এর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বৌদি আমি মুগ্ধ হয়ে গেছি আপনার এই ফুলের ফটুগ্রাফি দেখে। এতো সুন্দর ফুল আর এতো গুলো ফুল একসাথে দেখলে আমি মনে হয়না আমাকে ঠিক রাখতে পারতাম। অসাধারণ ফটোগ্রাফি বৌদি। ধন্যবাদ।
বৌদি আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন।আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে।অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো।আপনার জন্য রইল শুভকামনা।
ঠিকই বলেছেন বৌদি যতই ব্যস্ত থাকি মাঝেমধ্যে নিজেদের রিফ্রেস করতে হয়। তা না হলে কোন কিছুই ভালো লাগে না। আপনি নিজেকে রিফ্রেস করার জন্য খুব ভালো একটি জায়গায় গিয়েছেন। এরকম ফুলের মাঝে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তাছাড়া আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। ফুল গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে আপনার ফটোগ্রাফের কারণে।
ধন্যবাদ আপু।আসলে আমি ফুল খুব ভালোবাসি তাই কোথাও গিয়ে ফুল দেখলে মনটা ভরে যায়।
ওয়াও অসাধারণ ফটোগ্রাফি ছিল বৌদি,
দেখতে অনেক সুন্দর লাগতাছে। সত্যিই আপনি অনেক সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোই ক্যামেরাবন্দি করেছেন। আমার কাছে একান্ত আপনার প্রত্যেকটি ফটোই অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ বৌদি আপনাকে এরকম সুন্দর সুন্দর ফটো আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য
বৌদি আপনি আজকে চমৎকার ভাবে ফুলের ফটোগ্রাফি করেছেন। সব গুলো ফুল দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো।
ফুল আমার অনেক ভালো লাগে সেটা যে ফুলি হয়ে থাকুক না কেন। আপনি আজ অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। শুভকামনা রইল আপনার জন্য বৌদি।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কয়েকটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফুলের ফটোগ্রাফিক গুলো দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে বৌদি। আমি মুগ্ধ আপনার এরকম ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।
প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন হয়েছে বৌদি। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে ডালিয়া ফুল গুলোর মধ্যে সর্বপ্রথম ডালিয়া ফুলটি আমার কাছে খুব ভালো লেগেছে। এবং পিটুনিয়া ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।