সংসদ ভবনের সামনে কিছু সময় কাটানো ও আইসক্রিম খাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। অনেকদিন হলো তেমন ঘোরাঘুরি করা হচ্ছে না। ঘুরতে যেতে আমার কাছে খুবই ভালো লাগে। সেটা যে কোন জায়গায় হোক না কেন। বেশ কিছুদিন আগে মিরপুরের ওই দিকে কাজে গিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর কেন যেন ভালো লাগছিল না । খাবারটা হয়তো ভালো লাগেনি সেজন্য মুখের মধ্যে কেমন যেন একটা ফিল হচ্ছিলো। তাই ভাবছিলাম আইসক্রিম বা অন্য কিছু খেলে হয়তো ভালো লাগবে। কোথায় আইসক্রিম খাব ভাবতে ভাবতে হঠাৎ সংসদ ভবনের সামনে আইসক্রিমের একটি ভ্যান দেখতে পেলাম। যদিও আমার হাজবেন্ড এরকম ভ্যান থেকে আইসক্রিম খাওয়া একদমই পছন্দ করে না। কিন্তু তারপরও আমার জোড়াজোড়িতে ওখানে দাঁড়িয়ে ছিল। আইসক্রিমও খাওয়া হলো এই ফাঁকে বাচ্চাদেরকেউ সংসদ ভবন দেখানো হয়ে গেল। ছোট ছেলেটা অবশ্য কিছু বোঝেনা, কিন্তু বড় ছেলে বইয়ে পড়েছে। সেজন্য সে দেখে খুবই মজা পাচ্ছিলো। আমিও এই ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফি করে ফেললাম। আমার বাংলা ব্লগে সদস্য বলে কথা😂। আমার কাছে অবশ্য সংসদ ভবনের সামনের সাইডের থেকে পিছন সাইডটি বেশি ভালো লাগে।


EF4A7BC6-8D4C-4729-A54E-803FBD8097F3.jpeg


AB05F8C9-5FBD-4556-9F27-44F4D439D361.jpeg


সংসদ ভবনের সামনের রাস্তা। এখান দিয়ে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছিল। আবার কিছু লোকজন বসে গল্পও করছিল। সামনে রাস্তা এবং পিছনে সংসদ ভবনের বিশাল মাঠ। রাস্তার সাইডে সারি সারি বড় বড় গাছ লাগানো। পরিবেশটা আসলেই খুব সুন্দর।


17120355-55C8-4890-8BE8-9699D19BA2A5.jpeg


EDB9C16A-2792-4396-B868-B2A68D4FC16F.jpeg


এই গাছটিকে দেখেন এত ছোট একটি গাছ কিন্তু এত পাতা এবং ঝাকরানো খুব ভালো লাগছিল দেখতে। লোকজন এই গাছের নিচে বসেই গল্প করছিল।


FF69A81A-1587-4E92-B17A-D4F2D6BC18A8.jpeg


ABC78136-9EC9-4671-A1B6-F0E6F7C2AF27.jpeg


বাউন্ডারির ভিতরে এরকম ফুল গাছ দেখলাম। খুব ভালো লাগছিল হলুদ ফুল ফুটেছিল গাছটিতে। ফুল গাছটির নাম কি আমি জানিনা। তাছাড়া সামনে এত সবুজ মাঠ খুবই ভালো লাগছিল দেখতে।


99BDD64E-2BCF-4C0E-9A7F-7DDAA9FBE323.jpeg


এই যে এই আইসক্রিমের ভ্যান থেকে আমরা আইসক্রিম খেয়েছিলাম । আইসক্রিম ভালই ছিল কিন্তু আমার কাছে মনে হল যে আইসক্রিমের দাম গুলো একটু বেশি দোকানের থেকে। কি আর করার খেতে ইচ্ছা করেছে বলে কথা। দাম দেখলে কি আর চলে । আসলেই আইসক্রিম খাবার পর খারাপ লাগা ভাবটা চলে গিয়েছিল। যে জন্য আইসক্রিম খাওয়া তা অবশ্য কাজে লেগেছে পরে। আইসক্রিমও খাওয়া হলো আবার কিছু ছবিও তোলা হয়ে গেল সংসদ ভবনের। বেশ ভালই সময় কাটিয়েছিলাম বেশ কিছুক্ষণ ওখানে।


D325E872-2B88-4E20-8159-BC8783560D83.jpeg


7B028276-A29B-4BD2-B7F8-7D854B440B35.jpeg


এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।

ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনি খুব সুন্দর কিছু সময় কাটিয়েছেন, জেনে খুব ভাল লাগলো। আর আপনার ফটোগ্রাফি গুলো ও অনেক সুন্দর হয়েছে। আপনারা ভ্যান গাড়ি থেকে আইসক্রিম খেয়েছেন।আসলে ঘুরতে গেলে সবাই একসাথে হয়ে কিছু খেলে তার স্বাদ দিগুন হয়ে যায়। যদিও আমি বাইরের খাবার কম ই পছন্দ করি। তবে আইসক্রিম টা খাই।😃 অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু সবাই মিলে যে কোন জিনিস খেলে তার মজাই অন্যরকম লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু সংসদ ভবনের চারপাশের ঘোরাঘুরি করে বেশ ভালো সময় কাটিয়েছেন ।আর সংসদ ভবনের ছবিটি এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে কোন ক্যালেন্ডারে দেখছি ।আপনারা সেখানে ভ্যান গাড়ি থেকে আইসক্রিমও খেয়েছেন ।চারপাশের পরিবেশ এতটাই মনোরম যে আমারও খুব ইচ্ছে করছে যেতে আমিও কয়েকবার গিয়েছিলাম।

 2 years ago 

ঠিক বলেছেন আপু দূর থেকে দাঁড়িয়ে সংসদ ভবন দেখতে ঠিক সেরকমই মনে হয়। মনে হয় যে ক্যালেন্ডারে দেখছি। খুব সুন্দর লাগে দেখতে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার মত আমারও বাইরে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। ঠিক বলেছেন আপনি খাবারের মান যদি ভালো না হয় মুখের মধ্যে কি রকম বাজে একটা ফিল হয়। আইসক্রিমও খাওয়া হলো সাথে ঘোরাঘুরিও হয়ে গেল।বাচ্চারা সংসদ ভবন টা পরিভ্রমণ করে বেশ আনন্দ উপভোগ করতে পেরেছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু খাবারের মান ভালো না হলে খেয়ে শান্তি পাওয়া যায় না । তাছাড়া আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে একটু ঘোরাঘুরি হয়ে গেল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহিরের ভ্যান থেকে এই আইসক্রিম গুলো খেতে ভালো লাগে,যদিও অনেক তাড়াতাড়ি এগুলো গলে যায়😂।সংসদ ভবনের সব গুলো ছবিই বেশ সুন্দর তোলেছেন,আসলেই পিছনের সাইড টা বেশি সুন্দর। হলুদ ফুলগুলো আলকনন্দা ফুল মনে হয়।বেশ ভালো সময়ই কাটিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

আমি ফুলের তেমন একটা নাম জানিনা। আর এই আইসক্রিমগুলো একটু তাড়াতাড়িই গলে যায় ঠিকই বলেছেন আপনি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি নিরিবিলি জায়গায় ঘুরে আসলেন। সংসদ ভবনটা বাংলাদেশের প্রধান একটি জায়গা হল জায়গাটা কিন্তু বেশি নিরিবিলি। চারপাশের রাস্তা গুলো বেশ প্রশস্ত। আর বসার মত বিশাল মাঠ। এটি সত্য কথা যে, যেকোনো পার্ক বা দর্শনীয় স্থানে ঘুরতে গেলে আইসক্রিমের দাম কিন্তু একটু বেশিই রাখে। আপনার ফটোগ্রাফি গুলোও বেশ ছিল আপু। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

সংসদ ভবনের সামনের পাশটা একটু নিরিবিলি। পেছন পাশটায় খুব লোকজন থাকে। আর সামনে যেই বিশাল মাঠটা দেখছেন এখানে বসার কোন সুযোগ নেই। কারণ আপনাকে ঢুকতেই দিবে না। আমি বাইরে থেকে ছবি তুলেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খাবার ভালো লাগেনি এজন্য কাপড় পড়ে একটি আইসক্রিম খেয়েছেন বুঝলাম। কিন্তু আপু গ্রামের মানুষ হলে কি করতে জানেন খাবার ভালো হয়নি খাবারের পরে একটি খিলি পান খেয়ে এক পাশ হয়ে একটু ঘুম দিত দুপুরবেলার পরে।।

যাহোক অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন । সেই সাথে সংসদ ভবনের ফটোগ্রাফি করে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন ।খুবই ভালো লেগেছে আমার কাছে।।

 2 years ago 

ভাইয়া আমি জীবনেও কোনদিন পান খাইনি। কেন যেন মুখে দিতেই ইচ্ছা হয়নি কোনদিন। দুপুরে ঘুমানোর অভ্যাস আমারও আছে, কিন্তু বাইরে ছিলাম জন্যই বিকল্প খুঁজছিলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি দুপুরে খাওয়া-দাওয়া করার পর ভালো লাগছিল না তাই আইসক্রিম খাওয়ার জন্য আপনার হাসবেন্ড কে বললেন এবং ভ্যান থেকে কিনে দেওয়ার জন্য রাজি করালেন। আপনার পোস্ট পড়ে বোঝাই যাচ্ছে আপনি আইসক্রিম খাওয়ার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলেন। আর আইসক্রিম খাওয়ার পর আপনার সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। ঘোরাঘুরি করার সময় খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই এখন তো আমরা সবাই যেখানেই যাই ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়ি। ঘুরতে কার না ভালো লাগে বলুন। আমি তো ভীষণ ভালোবাসি ঘোরাঘুরি করতে যখনই সময় পাই ঘুরতে বের হয়ে যায় বাইক নিয়ে। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কোন জায়গায় গেলে সেই জায়গা দেখার আগে ফটোগ্রাফি করা শুরু করে দেই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সংসদ ভবণ আমার খুব পছন্দের একটি জায়গা। কয়েকদিন আগে আমিও এক বন্ধুর সঙ্গে মটর বাইকে সারা শহর ঘুরতে ঘুরতে ওখানে গিয়ে বসেছিলাম কিছুক্ষন তবে আমরা ছিলাম জিয়া উদ্যানের দিকে। ভাইয়া মনে হয় খুব স্বাস্থ্য সচেতন তাই না?

 2 years ago 

আমার কাছেও সামনের থেকে পিছন সাইডটা বেশি ভালো লাগে। সবসময় ওই দিকটায় যাওয়া হয়। সামনের দিকে অনেকদিন পর গেলাম।
এত বেশি স্বাস্থ্য সচেতন হলে সমস্যা। রাস্তাঘাটে কোন কিছু একদমই খেতে দিতে চায় না। কিন্তু রাস্তার সাইডের খাবার গুলো আমার কাছে বেশ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81