আমার বাংলা ব্লগে আমার প্রথম পরিচয় পর্ব পোস্ট।

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

🥀আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।🥀

আজ ২৮ ডিসেম্বর ২০২৩ খ্রি: রোজ বৃহস্পতিবার।

IMG_20240101_160849.jpg

🍀আমার পরিচয় ও পেশা।

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের এজন নাগরিক। আমি বিবাহিত। আমার স্বামী একজন সরকারি চাকরিজিবী। বিবাহিত সূত্রে বাড়ি জুগির গোফা গ্রামে। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অর্নাস প্রথম বর্ষের ছাত্রী। আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। আমার একটি ছোট ভাই আছে। বর্তমানের আমি ও আমার স্বামী সন্তান নিয়ে চাটমোহরে বসবাস করছি।

FB_IMG_1691393612061.jpg

🌺আমার শখ

প্রতিটা মানুষের জীবনে কোন না কোন শখ আছে তেমনি আমার জীবনে শখ আছে। আমার জীবনে বিশেষ করে সবচেয়ে শখের একটি বিষয় হল আমি নিজে কিছু করতে পারা আমি রান্না করতে ভালোবাসি,নতুন নতুন রেসেপি বানাতে আমার অনেক ভালো লাগে, মোটামুটি গান গাইতে পছন্দ করি,ছবি আঁকতে পছন্দ করি, ফটোগ্রাফি করতে ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে ঘুরতে যাওয়া,সাজুগুজু করতে পছন্দ করি।

FB_IMG_1691393831121.jpg

🌺আমার জীবনের লক্ষ্য

প্রতিটি মানুষের জীবনে কোন না কোন লক্ষ্য থাকে। কারন মানুষ লক্ষ্য ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তাই আমার জীবনেও একটা লক্ষ্য আছে আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ছোট থেকে আমার একটা লক্ষ্য যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি।

🌺আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে পরিচয় যেভাবে।

আমার বাংলা ব্লগের সাথে পরিচয় আপনাদের @ayaan001 কাছ থেকে। আইয়ান আমার ছেলের নাম। আপনাদের ভাইয়ের নাম মো: আশিকুর রহমান। সে দীর্ঘ ৭ মাস হলো এই কমিউনিটিতে কাজ করছে৷ আমি তার কাছ থেকে এই সাইট ও কমিউনিটি সম্পর্কে অবগত হয়।

আমাকে অনেক বার এই বিষয়ে বলেছিলো কিন্তু আমি সময় সুযোগ করতে পারি নাই।
গতকাল আমি আমার স্বামীকে বললাম আমার একটি একাউন্ট খুলে দাও আমিও তোমার সাথে কাজ করতে চাই। যেই কথা সেই কাজ আমি তাকে দিয়ে একটি একাউন্ট খুলে নিলাম।

🌺আমার বাংলা ব্লগে কাজ করার জন্য আগ্রহী যে কারনে।

নিজের মনের ভাষাকে নিজের মতো করে বলতে পারা এবং অন্যের সাথে সেটা সুন্দর ভাবে প্রকাশ করতে পারাই আমার বাংলা ব্লগে কাজ করার জন্য আগ্রহী হয়েছিলাম। কারন বাঙালি হওয়ার কারণে আমরা বাংলা ভাষাতেই মনের ভাব আদান প্রদান করতে বেশি স্বাস্থ্যন্দ বোধ করি।

IMG_20231227_133854.jpg

আমি আমার বাংলা ব্লগের সাথে পরিচয় হওয়ার পর আমার ভেতর আগ্রহ জন্মায় স্টিমিটে কাজ করার জন্য। কারন আমি একজন বাংলাদেশের নাগরিক। তাই আমাদের মাতৃভাষা বাংলা। স্টিমিট যেহেতু বাহিরের দেশের একটি সাইট তাই এই সাইটে কাজ করতে হলে অবশ্যই আমাকে ইংরেজিতে অনেক দক্ষ হতে হতো। সেটা হয়তো আমার কাছে খুব একটা সহজ হতো না। তাই যখনই এই কমিউনিটির কথা জানতে পারলাম তখন হতে কাজ করার ইচ্ছাটা আমার মাঝে তৈরি হয়েছিল। কিন্তু নানা ব্যস্ততা ও সাংসারিক ঝামেলার কারণে এই বিষয়ে আমি অগ্রসর হতে পারি নাই।

আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমার বাংলা ব্লগে প্রথম পোস্ট করতে চলে আসলাম। আশা করি এখন থেকে আপনাদের সাথে প্রতিনিয়ত কথা হবে। সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন। কিভাবে ভালো ভাবে কাজ করা যায় সেই বিষয়ে আপনাদের উত্তম উপদেশ আশা করছি।

সবার সুস্থতা কামনা করে আজ এতটুকুতেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। যেহেতু আমি আপনাদের মাঝে একজন নতুন সদস্য। তাই আপনাদের কাছে ভালো উপদেশের আশা করছি। নতুন সদস্য হিসেবে যদি কোন ভূল করে ফেলি তাহলে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি।

Sort:  
 6 months ago 

আমাদের গ্রাম থেকে আরো একজন নতুন সদস্য এই প্লাটফর্মে যুক্ত হল এটা দেখে খুবই ভালো লাগছে। আশা করি আমাদের পরিবার থেকে আরও সদস্য ভবিষ্যতে এই কমিউনিটিতে যুক্ত হবে আপু। অবশেষে আপনাকেও এই কমিউনিটিতে দেখে খুবই ভালো লাগলো।

 6 months ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য। আমি যেনো তোমাদের সাথে সুন্দর ভাবে কাজ করতে পারি তার জন্য দোয়া ও সহযোগিতার কামনা করছি।

 6 months ago 

প্রথমেই আপনাকে স্বাগত জানাই ।আপনার পরিচিতি মূলক পোস্ট টি পড়ে বুঝতে পারলাম আপনার মাঝে সুপ্ত প্রতিভা আছে,আর আশা করবো সেটি আপনি ভালো ভাবে উপস্থাপন করবেন এই আশা করছি।আর একটি কথা বলতে চাই সেটি হলো,আমাদের ভেরিফাইড মেম্বার হতে গেলে ৫ টি লেভেল এ নিজ যোগ্যতার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে।আর এই লেবেল গুলোতে আমাদের গাইড করার জন্যে আমাদের শিক্ষক হিসেবে অতি শ্রদ্ধাভাজন প্রফেসরগন আছেন,অবশ্যই তাদের সাথে উত্তম আচরণ করতে হবে আপু।আপনার জন্যে শুভ কামনা রইলো আপু।আমার জন্যেও দোয়া করবেন আপু আমিও এখনো লেভেল এই আছি,যেনো ভালোভাবে সব ক্লাস এ উত্তীর্ণ হতে পারি।

 6 months ago 

ভাই অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য। আমি এই কমিউনিটিতে নতুন সদস্য হিসেবে এই টাই আমার চাওয়া যে সবাই আমাকে নানা ভাবে সাহায্য সহযোগিতা করবে৷ দোয়া করবেন ভাই আমি যেনো খুব ভালো ভাবে লেভেল পাশ করতে পারি৷ এবং একজন ভেরিফাইড মেম্বার হিসেবে আপনাদের সাথে কাজ করতে পারি।

Loading...
 6 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম।
আশা করছি সকল নিয়ম-কানুন মেনে আপনি আমাদের সাথে কাজ করে যাবেন। আপনার পথচলা শুভ হোক শুভকামনা জানাই আপনার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্য পূরন করতে পারি।

 6 months ago 

আপু আপনার পরিচিতি মূলক পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আমার বাংলা ব্লগের সকল নিয়মকানুন মেনে চলবেন এবং ভবিষ্যতে ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে কাজ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 months ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন সদস্য হিসেবে আমি এখন কোন কিছুই জানি না। অনেক নতুন নতুন বিষয় জানার আছে ও শেখার আছে আপনাদের কাছ থেকে। আশা করি সকল সমস্যায় আমি আপনাদের পাশে পাবো।

 6 months ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম এবং আমাদের একই থানার মানুষ জেনে ভীষণ ভালো লাগলো। যাই হোক আপনার স্বামী আপনাকে এই প্লাটফর্মে আসার সুযোগ করে দিয়েছে, তার জন্য অনেকের শুভেচ্ছা রইল। আপনি যেন অনেক সুন্দর করে কাজ করতে পারেন নিচের দক্ষতা কাজে লাগাতে পারেন, এই কামনাই করি।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ধন্যবাদ ভাই। নতুন সদস্য হিসেবে আমার অনেক কিছু শেখার ও জানার আছে। আশা করি আমি সেগুলা আপনাদের কাছ থেকে শিখতে ও জানতে পারবো।

 6 months ago 

প্রথমেই আপনাকে স্বাগতম আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। আশা করছি আপনার সৃজনশীল প্রতিভাগুলো প্রতিনিয়ত শেয়ার করে যাবেন আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল 🌼

 6 months ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। দোয়া ও সহযোগিতার কামনা করছি।

 6 months ago 

আপনার ভেরিফিকেশন পোস্ট ভালো হয়েছে কিন্তু কিছু ভুল আছে, এই মন্তব্য পড়ে এডিট করে ভুল সঠিক করুন।👇

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

Loading...
 6 months ago 

আমার বাংলা ব্লগ কমেন্ট দিতে আপনাকে স্বাগতম। পরিচিত মূলক পোস্ট থেকে বেশ ভালো লাগলো। আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি সাদরে গ্রহণ করবে এবং খুব শীঘ্রই ক্লাসে জয়েন করে নিবে। আমার পক্ষ থেকে শুভকামনা রইল। শুভ হোক আপনার ব্লগিংয়ের পথ চলা।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আমার লক্ষ্যের দিখে পৌঁছাতে পারি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64024.15
ETH 3515.24
USDT 1.00
SBD 2.55