কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

আজকে আমাদের এখানকার আবহাওয়া তেমন বেশি ভালো নয়, মেঘাচ্ছন্ন আকাশ, সাথে অনেক বাতাস।এখন একদম শীতের সিজনের মত লাগছে।এমন সময় এই ওয়েদার মোটেও ভালো লাগেনা।কয়েকদিন আগে খুবই চমৎকার ওয়েদার ছিল। সাধারণত আমি ফটোগ্রাফি পোস্ট করার আগে ওয়েদার নিয়ে একটু ধারণা দিয়ে থাকি। কারণ ফটোগ্রাফিটা ওয়েদারের উপর অনেকটা ডিপেন্ড করে। যখন ঝলমলে রোদ সুন্দর একটি দিন থাকে তখন ফটোগুলো খুবই ব্রাইট হয়, দেখতে অনেক সুন্দর লাগে।আবার যদি মেঘ থাকে তখন আবার ফটোগুলো অতটা পরিস্কার হয়না।যেহেতু আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই, তাই আমার সামান্য অভিজ্ঞতা থেকে এটাই মনে হয়।যাইহোক আমার এই ফটোগ্রাফি গুলো করেছিলাম ঝলমলে সুন্দর একটি রোদের দিনে।দুই একটি ফটোগ্রাফি ছাড়া সবগুলোই আমার বাগানের। আশা করি আপনাদের ভালো লাগবে চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_8026.jpeg

IMG_8025.jpeg

IMG_8024.jpeg

প্রথমেই চমৎকার এই পিওনি ফুলের ফটোগ্রাফি দিয়ে শুরু করলাম।এই ফুলগুলো খুবই কমন এই দেশে।এগুলো আমার প্রতিবেশীর বাগান থেকে নেওয়া হয়েছে। এই ফুলগুলো বেশ কয়েকটি কালার হয়ে থাকে। দেখতে খুবই চমৎকার লাগে ফুলগুলো।

IMG_8018.jpeg

IMG_8021.jpeg

এই ফুলগুলো কে আর পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ এটি খুবই কমন।সচরাচর বাংলাদেশের আনাচে কোনচে সব জায়গাতেই পাওয়া যায়। এটি আমার বাগানের ফুল। প্রতি বছরই এই গাঁদা ফুলের চারা এনে বাগানে লাগানো হয়। খুবই সুন্দর লাগে এই ফুলগুলো। আমি তো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম কারণ এই দেশে গাঁদা ফুল পাওয়া যায় তা আমার জানা ছিল না।আর এই ফুলগুলো এদেশে খুবই এক্সপেন্সিভ হয়।

IMG_8020.jpeg

IMG_8019.jpeg

উপরের ফুলগুলো আমার বাগানের জেরানিয়াম। এই ফুলের চারাগুলো প্রতিবছর লাগানো হয় বেশ। কয়েকটি কালারের হয়ে থাকে এই ফুলগুলো।

IMG_8015.jpeg

IMG_8014.jpeg

IMG_8011.jpeg

IMG_8010.jpeg

IMG_8009.jpeg

IMG_8008.jpeg

উপরের ফুলগুলো আমার বাগানের পিটুনিয়া।এগুলো নতুন আনা হয়েছে বাগানে। পিটুনিয়া ফুলের কালার দেখলে আসলেই অবাক লাগে, কত রকমের কালার রয়েছে এই ফুলগুলোর।

IMG_8013.jpeg

IMG_8012.jpeg

নাম না জানা এই নতুন ফুলটিও আনা হয়েছে আমার বাগানে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আপনি সঠিক বলেছেন আপু ঝলমলে রোদ থাকলে ফটোগ্রাফি উজ্জ্বল হয়ে থাকে। যাই হোক কোন এক ঝলমলে পরিবেশে করা আপনার ফটোগ্রাফি গুলি সত্যি মুগ্ধময় হয়েছে। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লাগলো আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আপনার আজকের প্রত্যেকটি ফুলই আমার কাছে একদম নতুন। অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের এই ফুল গুলির সাথে আমি কোন ভাবেই পরিচিত ছিলাম না শুধুমাত্র গাঁদা ফুল ছাড়া। ধন্যবাদ আপনার এই পোষ্টের মাধ্যমে এত সুন্দর কিছু ফুলের সাথে আমি পরিচিত হতে পারলাম।।

 5 months ago 

আপু আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লাগলো।আপনি ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।আর সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।পিওনি ফুলটির নাম জানা ছিলনা আপনার পোষ্টের মাধ্যমে জানা হয়ে গেল । অনেক ধন্যবাদ আপু অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। যদিও প্রথমবার দেখছি এগুলো। নামগুলো একটু অন‍্যরকম। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 5 months ago 

যখন ঝলমলে রোদ সুন্দর একটি দিন থাকে তখন ফটোগুলো খুবই ব্রাইট হয়, দেখতে অনেক সুন্দর লাগে।

এটা একদম ঠিক বলেছেন আপু। রৌদ্রময় দিনে ফটোগ্রাফি করলে এমনিতেই খুব সুন্দর হয়। যাইহোক ফুলের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 123738.46
ETH 4677.06
SBD 0.77