আমার আজকের কবিতা “ফিরে এসো অভিমানী তুমি” 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হলাম। এখনো কবিতার হাত তেমন ভাবে গড়ে উঠেনি মোটামুটি চেষ্টা করে যাচ্ছি। আমি কিন্তু আমাদের দাদাকে ইদানিং খুব বেশি ফলো করছি, তার কবিতাগুলো পড়ে পড়েই চেষ্টা করে যাচ্ছি এবং অনুপ্রাণিত হচ্ছি।জীবনে কখনো কবিতা লিখিনি, এমনকি কখনও কল্পনাও করিনি যে আমি একদিন কবিতা লিখব। মোটামুটি অনেকগুলো কবিতা লিখে ফেলেছি কয়েকমাস ধরে। যাই হোক আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে, মনের মানুষ যখন অভিমান করে দূরে সরে থাকে তখন তার প্রিয়তমা কতইনা চেষ্টা করছে তাকে ফিরিয়ে আনতে। প্রয়োজনে নিজের সকল প্রকার সুখকে বিসর্জন দিয়ে তার মনের মানুষের ইচ্ছেগুলোকে বরণ করে নিতে যাচ্ছে ।আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

7DD1C694-1AF4-413D-8839-7034623668A3.jpeg

Copyright free image, pixabay

❤ ফিরে এসো অভিমানী তুমি ❤

জানি তুমি ভালোবাসো আমায়,
তাইতো তোমার এই অভিমান।

কিন্তু এ কেমন ভালোবাসা তোমার?
মনকে রেখেছ বদ্ধ,
লৌহ শৃংখলে আজ অবরুদ্ধ।

ভালোবাসি বলেই তো বারবার ছুটে আসি,
কাছে আসি, ডাকি তোমায় দু'হাত মেলে ।

অভিমান করে আজ দিচ্ছ ঠেলে দূরে,
নিচ্ছ মনে সুখ, হৃদয়টাকে ভেঙ্গে শত টুকরো করে ।

দূরে ঠেলে দিও না আমায় ওগো,
শৃংখল হতে মুক্ত করে,
হাত বাড়িয়ে আজ নাওগো আমায় টেনে

যেমন ছিলাম, তেমনই আছি ।
চিরসাথী হয়ে রইব বেঁচে
তোমার বুকের মাঝে ,
তোমারই হয়ে, চির জনমের তরে।

কষ্টগুলো নিভিয়ে দিয়ে,
সুখের প্রদীপ জ্বেলে,
তুমি আমি থাকবো হেথায়,
দু'জন দু'জনার হয়ে।

তুমি যা চাও তাই হবে,
আমার ইচ্ছে গুলোর বিসর্জন দিয়ে,
হোক না সে যত কষ্টদায়ক
হাসিমুখে তা করব বরণ।

এখন থেকে তোমার চাওয়াই
আমার চাওয়া হবে ।
একটাই শুধু মিনতি আমার,
দিওনা ঠেলে দূরে ।
বলো, আমার হবে ?

♡ ♥💕❤

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

Sort:  
 2 years ago 

ভালোবাসার কবিতা লিখতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি কবিতা লিখলেই একটু রোমান্টিক কবিতা লেখার চেষ্টা করি।

দূরে ঠেলে দিও না আমায় ওগো,
শৃংখল হতে মুক্ত করে,
হাত বাড়িয়ে আজ নাওগো আমায় টেনে

এই লাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রিয় মানুষটি দূরে চলে গেলেও তার প্রতি যে ভালোবাসা সেটা এই লাইনগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই লাইনগুলো দ্বারা প্রিয় মানুষ দূরে থাকা সত্ত্বেও তাকে কাছে টেনে নেওয়ার বহি প্রকাশ ঘটেছে।

 2 years ago 

আমারও জেনে খুব ভালো লাগলো আপনার কাছে এই লাইন দুটো ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে সত্যি বলতে আগে আমিও কবিতা তৈরি করতে পারতাম না। বাহা কবিতার প্রতি তেমন কোন ইন্টারেস্ট ছিল না। কিন্তু দাদার কবিতা গুলো পড়েই এখন কেন জানি কবিতা তৈরি করতে ইচ্ছা করে। মূলত দাদার কবিতা থেকেই অনুপ্রাণিত হলাম। যাই হোক আপনার আজকের কবিতাটি অসাধারণ হয়েছে আপু। কবিতাটির মধ্যে আপনি আপনার প্রিয়তমাকে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু আমিও দাদার কবিতায় অনুপ্রাণিত হয়ে কবিতা লেখা শুরু করেছি, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার ব্যাকুলতা ঠিক এমনই হয়। ভালোবাসার মানুষ ভুল বুঝে চলে গেলেও মন কখনোই থেমে থাকে না। মন চায় সে ফিরে আসুক, বুকে টেনে নিবে তার ভালোবাসার ছোঁয়ায়।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার মানুষ দূরে চলে গেলে মন কখনো থেমে থাকে না, মন চায় ফিরে আসুক। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জীবনে কখনো কবিতা লিখিনি, এমনকি কখনও কল্পনাও করিনি যে আমি একদিন কবিতা লিখব।

আসলে জীবনে আমরা যখন প্রথম কোন কাজ করি তখন সেই কাজটি করার মধ্যে অন্য রকমের একটি ভীতি কাজ করে মনের মধ্যে হয় যে কাজটা ঠিক হচ্ছে না ভুল।

প্রথমবার হলে কি হবে আপু আপনি খুবই চমৎকার ভাবে ফিরে এসো অভিমানী তুমি কবিতাটি রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার রচিত কবিতাটি যখন আমি পড়ছিলাম আমার মনের মধ্যে অন্য রকমের একটি অনুভূতি কাজ করছিল।

 2 years ago 

ভাইয়া এটি আমার প্রথম কবিতা নয় মোটামুটি কয়েক মাস ধরেই কবিতা লিখে যাচ্ছি, যদিও খুব বেশি হয়নি। আমার কবিতাটি আপনার ভালো লেগেছে বলে আমিও অনুপ্রাণিত হলাম, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ধন্যবাদ জানাই এই কমিউনিটির মাধ্যমে আমরা বেশ কিছু কবি খুজে পেয়েছি এবং তার মধ্যে আপনি অন্যতম একজন। আপনার আজকের কবিতাটা সত্যিই অসাধারণ ছিল অভিমানী মনটাকে কিভাবে অভিমান থেকে মুক্ত করে নিজের করে নেওয়া যায় এই বিষয়টি আপনি আপনার কবিতার মাঝে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন অসংখ্য ধন্যবাদ আপু। আপনার এরকম আরো অসাধারণ অতুলনীয় কবিতার আশায় রইলাম। শুভকামনা অবিরাম আপনার জন্য।

 2 years ago 

কি বলেন ভাইয়া আমি অন্যতম একজন কিভাবে হলাম? আমার থেকে আরো অনেক অনেক সুন্দর সুন্দর কবিতা অনেকেই লেখে, তবে কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু কবিতাটি অনেক বেশি ভালো ছিল।

তুমি যা চাও তাই হবে,
আমার ইচ্ছে গুলোর বিসর্জন দিয়ে

উপরের এই চরম দুটি আমার কাছে খুবই ভালো লেগেছে প্রিয় মানুষ টিকে সুখে রাখার জন্য আমরা অনেকেই আমাদের ইচ্ছেগুলো বিসর্জন দেই। তবে শেষ পর্যন্ত তারাই হারিয়ে যায়। ধন্যবাদ আপনার এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও জেনে অনেক ভালো লাগলো কবিতাটি আপনার ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

তুমি যা চাও তাই হবে,
আমার ইচ্ছে গুলোর বিসর্জন দিয়ে,
হোক না সে যত কষ্টদায়ক
হাসিমুখে তা করব বরণ।

আপু আজকের আপনার কবিতাটি অনেক সুন্দর ছিল। ফিরে এসো তুমি অভিমানী। তোমার সব আবদার মেনে নেব আমি। প্রতিটি লাইনে ছিল প্রেমিকার তার প্রেমিককে ফিরে আসার আহ্বান। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আমি যে পাঠ‍্যক্রমে লেখাপড়া করছি এই পাঠ‍্যক্রমে বাংলা ভাষা রিলেটেড কবিতা সাহিত্য গল্প নেই বললেই চলে। তবে দুই দাদার কবিতা গল্প পড়তে পড়তে আমারও একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে এসবের উপর।

এখন থেকে তোমার চাওয়াই
আমার চাওয়া হবে ।
একটাই শুধু মিনতি আমার,
দিওনা ঠেলে দূরে ।
বলো, আমার হবে ?

ভালোবাসার মানুষের সব শর্ত মেনে নেওয়া যায় যদি সে কাছে থাকে। দারুণ ছিল কবিতা টা আপু। একেবারে হৃদয় স্পর্শ করে গেল।।

 2 years ago 

কমেন্টসটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটাই শুধু মিনতি আমার,
দিওনা ঠেলে দূরে ।
বলো, আমার হবে ?

যাকে ভালোবাসা যায় তার উপর অভিমান জন্মায়। আসলে ভালোবাসা হচ্ছে এমন একটি অনুভূতি অভিমান হচ্ছে তার বহিঃপ্রকাশ। আপু আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কবিতাটি পড়লে প্রিয় মানুষের অভিমান ভেঙ্গে যাবে এবং দুজনে মিলে আবারো নতুন স্বপ্নে বিভোর হবে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মনের মানুষের অভিমান ভাঙানোকে কেন্দ্র করে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। কবিতার প্রতিটি চরণ অসাধারণ হয়েছে।

কষ্টগুলো নিভিয়ে দিয়ে,
সুখের প্রদীপ জ্বেলে,
তুমি আমি থাকবো হেথায়,
দু'জন দু'জনার হয়ে।

বিশেষ করে কবিতার এই চরণগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জেনে অনেক ভাল লাগল ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69