টার্গেট ডিসেম্বর সিজন ৫-এ আমার অংশগ্রহণ 🐬(10 th Dolphins )🐬
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।“আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন- ৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণের ১৮ তম সপ্তাহ পূর্ণ হলো আজ। আমার টার্গেটটি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই পাওয়ারকে ৬০,০০০ স্টিম এ পরিণত করা।আজকে পাওয়ার আপের মাধ্যমে পাওয়ার ৫০,৭৯১ স্টিম এ পরিণত হল, আরও দরকার ৯,২০৯ স্টিম। আশা করছি নিয়মিত পাওয়ার আপ করলে আমার টার্গেটকে ছুয়ে ফেলতে পারব, আর না পারলেও কাছাকাছি যেতে পারব। যতদিন স্টিমিট এ কাজ করবো, ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৫০,৭৪১।পাওয়ার আপ এর পরে হয়েছে ৫০,৭৯১ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজ লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন ধীরে ধীরে যা ভীষন ভালো লাগে দেখে।ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন আশাকরি। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। আপনি প্রতিনিয়ত বড় বড় এমাউন্টের পাওয়ার আপ করে যাচ্ছেন এটা নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ। আপনি ৫০৭০০+ এসপিতে পৌঁছে গেছেন । আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো আপু।
একাউন্টঃ @tangera
পাওয়ার বৃদ্ধিঃ = 0.0985396%
আপনি বরাবরের মতো এই সপ্তাহেও ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং এতে করে আপনি ৫০,৭৯১+ এসপি তে পৌঁছে গেলেন আপু। আশা করি এই সিজনে আপনি ৬০,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।