দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি "দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩" নিয়ে আপনাদের মাঝে লিখতে যাচ্ছি।
নানান ঐতিহ্য নিয়ে ঘেরা আমাদের দিনাজপুর জেলা।দিনাজপুর জেলা শহরের সদর উপজেলায় প্রতিবছর মাসব্যাপী একটি মেলার আয়োজন করা হয়। এই মেলার নাম দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা।প্রতিবছরের ন্যায় এবছরেও বাণিজ্য মেলা শুরু হয়েছে।দিনাজপুর বাণিজ্য মেলার এটি ১৭ তম বছর।এই বছর ৫ সেপ্টেম্বর দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। এই মেলাটির আয়োজন করেন দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।এই মেলাটি দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গোর-এ-শহীদ বড় ময়দান বা দিনাজপুর বড়মাঠে অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা বাদে আপনি যদি অন্য কোনো জেলা থেকে আসতে চান তাহলে আপনি সহজেই এখানে আসতে পারবেন।আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে দিনাজপুর রেলওয়ে স্টেশন এ নেমে সেখানে একটি অটোরিকশা নিয়ে মেলায় আসতে পারেন।এজন্য রিকশাচালক আপনার কাছে জনপ্রতি ১০ টাকা ভাড়া নিবেন।আর যদি বাসে দিনাজপুর আসতে চান তাহলে টার্মিনালে বাস থেকে নেমে অটোরিকশা নিয়ে বড়মাঠে আসতে পারেন।এক্ষেত্রে জনপ্রতি ২০ টাকা ভাড়া নিতে পারেন।শিশুপার্ক সংলগ্ন মাঠটিতে এই মেলা বসে।
বড়মাঠে প্রবেশ করলে আমরা অনেক সুন্দর সাদা রঙের একটি দোতালা গেট দেখতে পারব। এটি মূলত মেলায় ঢোকার মূল গেট।তবে এখানে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে টিকেট কাটতে হবে।মূল গেটের ডানপাশে টিকেট কাউন্টার রয়েছে। সেখান থেকে টিকেট সংগ্রহ করতে হবে।টিকেটে টিকেট মূল্য ২০ টাকা দেওয়া থাকলেও এর প্রকৃত মূল্য ৪০ টাকা।সেখান থেকে টিকেট ক্রয় করে মেলায় ঢুকতে হবে। দরজায় বেশ কয়েকজন লোক নিয়োজিত করা আছেন টিকেট দেখার জন্য।
মেলায় ঢুকার পর সবার আগে দেখা যাবে দুপাশে দুটি মুখোরেচক খাবারের দোকান। এখানে চিপস,আইসক্রিম, ক্যান্ডি,ললিপপ ছাড়াও আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়। তার সামনে দুটি বাবল উড়ানোর খেলনার দোকান দেখা যাবে। এরপর থেকেই একটির পর একটি মনোহারি দোকান দেখা যাবে।এরপর সামনে এগুতে থাকলে মনেহারি দোকান, জুতার দোকান,মেক-আপ আইটেম,কাপড়ের দোকান,খেলনার দোকানসহ নিত্যদিনের কাজে প্রয়োজনীয় বাসনের দোকান, ঘর সাজানোর শোপিজের দোকান, শাড়ির দোকান ও আর্টিফিশিয়াল ফুলের দোকান দেখা যাবে।কিন্তু দূর্ভাগ্যবশত বেশিরভাগ দোকানেরই ছবি তোলা নিষেধ।যে জন্য গেলাম আমার সেকাজই হল না🙃।
মেলাটি মূলত চারকোণা আকৃতির। মেলার গেট বাদে চারিদিকে দোকান দিয়ে ঘেরা।আর মাঝখানে রয়েছে ছোট বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডস।মেলার নাগরদোলা ও নৌকা সবথেকে বেশি চলছে।এছাড়াও ছোটবাচ্চাদের জন্য ট্রেইন,ম্যারি গো রাইড ছাড়াও আরও কয়েক প্রকার খেলনা ও স্লিপার রয়েছে। তবে মেলা এখনও ভালোভাবে গুছিয়ে নেওয়া হয়নি।সবগুলো দোকান এখনও সাজানো হয়নি।এই ছিল দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ নিয়ে আমার সামান্য উপস্থাপনা।
ডিভাইস | রেডমি ১০ সি |
---|---|
ক্যামরা | ৫০ মেগাপিক্সেল |
ফটোগ্রাফার | @tamannafariah |
লোকেশন | ভবের বাজার,পার্বতীপুর |
https://twitter.com/Tamanna21464/status/1700845221578448972?t=bIAHWg-woW3YvTLvAo3tbg&s=19
নানা ঐতিহ্যে ঘেরা আমাদের এই দিনাজপুর। দিনাজপুর জেলার সদর উপজেলায় প্রতিবছরই মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। এই মেলাটির নাম হলো বানিজ্য মেলা। দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। আমি প্রত্যেক বছরই এই বাণিজ্য মেলায় গিয়ে থাকি। দিনাজপুর শহরে শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।
ধন্যবাদ।
দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন। সাথে চমৎকার সব ফটোগ্রাফিও করেছেন। আর আপনার হাতে ২টা টিকিট দেখতে পাচ্ছি। সাথে কাকে নিয়ে গেছিলেন..???😃 আর টিকিটের মূল্য ২০ টাকা দেয়া থাকলেও প্রকৃত মূল্য ৪০ টাকা এই বিষয়টা ঠিক বুঝলাম না। যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো।
আমিও বুঝি নি।ধন্যবাদ।
আপনি দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে বিশেষ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। বেশ পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি মেলা বাণিজ্য মেলা। বিভিন্ন রকমের দোকান দেখা যায়। এই দোকানগুলোর মধ্যে বেশ ঐতিহ্যবাহী দোকান হচ্ছে আচার কাপড় এবং রান্নাঘরের বিশেষ কিছু উপকরণ এর দোকান।আমি বহু বছর আগে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। তখন আমি দিনাজপুরে পড়াশোনা করতাম। সে সময় আমরা প্রতি বছর বাণিজ্য মেলা দেখতে যেতাম। আমাদের বাণিজ্য মেলা দেখতে বেশ ভালো লাগতো এবং সে সময় অনেক ধরনের গান বাজনা হত বাহির থেকে শিল্পী নিয়ে এসে গান বাজনা করা হতো। দিনাজপুর বড়মাঠ জায়গাটি এমনিতেই জনগণের ভড়া থাকে তার সাথে মেলা অনুষ্ঠিত হয় এখানে আরো লোক জনসমাগম বেশি হবে। তবে মেলায় গেলে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে এ সময় অনেক কিছু চুরি হয়। মেলায় গেলে অবশ্যই মোবাইল এবং মানিব্যাগ সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা আর কতদিন থাকবে জানিনা তবে আমার ইচ্ছে আছে এ বছর মেলা থেকে ঘুরে আসবো। যাওয়া হবে কিনা সঠিক বলতে পারছিনা দেখা যাক যদি যেতে পারি তাহলে অবশ্যই গিয়ে ঘুরে আসব। আমার সাথে নুর আমিন যেতে চেয়েছে দেখা যাক নুর আমিন কি করে নুর আমিন তার কাজে অনেক ব্যস্ত হয়ে গেছে। সে যদি সময় দিতে পারে তাহলে অবশ্যই মেলা থেকে ঘুরে আসবো। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি সুন্দর সুন্দর কিছু দোকানের ছবি আমাদের সাথে শেয়ার করেছেন।
ধন্যবাদ দাদা।
দিনাজপুরের বাণিজ্য মেলা সম্পর্কে খুবই সুন্দর উপস্থাপন করেছেন আপু, সৌন্দর্যে ভরপুর শুনেছি তার নাম দিনাজপুর। হা দিনাজপুর থাকার সুবাদে সেগুলো দেখতে পাচ্ছি। দিনাজপুর প্রতিবছর বাণিজ্য মেলার আয়োজন করা হয়, বাণিজ্য মেলায় অনেক দোকান দেখা যায়। যেগুলো আমাদের অনেক ঐতিহ্যের সাক্ষী। বাণিজ্য মেলায় হরেক রকমের দোকান বসে। আমাদের টাঙ্গাইল বাণিজ্য মেলা হয়, তবে আমি সব সময় বাণিজ্য মেলায় যেতাম। দিনাজপুরে চার বছর যাবত রয়েছি, দিনাজপুরের বাণিজ্য মেলা সম্পর্কে অনেক শুনেছি, তবে আমার কখনো যাওয়া হয়নি। এ বছর যাওয়ার ইচ্ছা আছে। আপনার পোস্টের মাধ্যমে যাওয়ার আগ্রহ আরো বেড়ে গেলো। তবে বাণিজ্য মেলায় অনেক ভিড় থাকে। প্রথম উদ্বোধনের দিন মেলায় প্রবেশ করাই যায় না। এ বছর দিনাজপুরের বাণিজ্য মেলা দেখতে, শামীম, তৌফিক ভাই নুরআমিন, আর বিপ্লব দাদা এরা যদি যায় তাহলে আমি অবশ্যই যাবো মেলা দেখতে। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছি উপস্থাপন করেছেন আপু। ফটোগ্রাফি চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
টিকিটের উপর লেখা আছে ২০ টাকা কিন্তু টিকিট বিক্রি করছে ৪০ টাকায় এর মানে বুঝতেছেন, এখানেও সিন্ডিকেট আছে। দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন। নানান ঐতিহ্য ঘেরা দিনাজপুর জেলায় বাণিজ্য মেলা দেখতে আসার দিক নির্দেশনা দিয়েছেন। আর মেলার কথা মাথায় আসলেই বিভিন্ন ধরনের দোকান পাঠের কথা মনে হয়। নানা রকম কসমেটিক বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানসহ আরো অনেক দোকানই মেলায় দেখা যায়। এইসব বিভিন্ন ধরনের দোকান পাঠের কারনেই মেলা আরো বেশি জমে ওঠে । ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ।
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
ধন্যবাদ।
এইবার তাহলে ২০ টাকা টিকেট মূল্য লাগাইছে । প্রথমেই বলতে চাই গেট অনেক সুন্দর বানাইছে তারা।আপনার ছবিতে তোলা মাক্স পরা মেয়েটা কিন্তু সুন্দর আছে 😊।এই মেলায় ছোটদের খেলনা গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আপনি কি মেলা থেকে মেকাপ কিনেছেন নাকি আপু? আশা করি আপনার অনেক ভালো সময় কেটেছে।
খালি মেয়েদের ধান্দা🫠
মেলায় প্রথম দিন গিয়েছিলাম রাতে বেশ ভালো সময় কাটিয়েছি আমিও। তবে আফসোসের বিষয় মেলাতে গিয়ে দেখি যে শুধু মেয়েদের সব জিনিসপাতি ছেলেদের জন্য তেমন কোন দোকান নেই।দিনাজপুর জেলার একটি ঐতিহ্য হলো দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা।প্রতিবছর এই মেলাটি অনুষ্ঠানিত হয় দিনাজপুর বড় মাঠে। আবার যাবো হয়তো কিছুদিন পর যদি সময় পাই।আপনি একাই গেলেন একবারও বললেন না আমাকে ?যাইহোক দারুন একটি পোষ্ট উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।
চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। দিনাজপুর বড় মাঠে আয়োজিত এই বাণিজ্য মেলায় প্রতিবছর বিভিন্ন ধরনের দোকান বসে। এই মেলায় আসার জন্য কয়েকটি পথ বা উপায় আপনি আমাদের জানিয়ে দিয়েছেন যা অনেক ভালো লাগলো। দিনাজপুরের বাণিজ্য মেলাটি এক মাসের জন্য স্থায়ী হয়। প্রতিদিন শত শত মানুষ এই মেলায় ঘুরতে আসে। মেলাটি নিয়ে অনেক সুন্দর একটি বিস্তারিত আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। তবে এ বছর এখনো এই মেলায় যাওয়া হয়নি আমার। আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।