ফুড ফোটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
গন্ধরাজ চিকেন কাবাব
কিছুদিন আগে বিয়ের কিছু জিনিস কেনাকাটা করতে হাতিবাগান গিয়েছিলাম ।আর যেহেতু দুপুর বেলা গিয়েছিলাম খুব খিদে পেয়ে গেছিল ।তাই আমিনিয়া রেস্টুরেন্টে গিয়ে সবার প্রথমে স্টার্টার হিসেবে গন্ধরাজ চিকেন কাবাব নিয়েছিলাম। গন্ধরার চিকেন পকোড়ার টেস্ট খুবই সুন্দর ।নতুন হিসেবেই ট্রাই করেছিলাম ,আমার কাছে খুব ভালো লেগেছে।
ডাব চিংড়ি মালাইকারি
কিছুদিন আগে বন্ধুরা আইবুড়ো ভাত দিয়েছিল। আর এই আইবুড়ো ভাতের ব্যবস্থা সপ্তপদী রেস্টুরেন্টে করা হয়েছিল। আর ওখানে স্পেশাল ডাব চিংড়ি মালাইকারি নিয়েছিলাম। ডাব চিংড়ি মালাইকারি টেস্ট জাস্ট অসাধারণ ছিল আর এই মালাইকারি সবথেকে বেশি ভালো লেগেছিল পোলাওয়ের সাথে যখন খেয়ে ছিলাম ।
ভেজ ফ্রাইড রাইস
এই ফ্রাইড রাইসটি আমরা চাউম্যান রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম । চাউম্যান রেস্টুরেন্টটি চাইনিজ খাবারের জন্য খুব জনপ্রিয় আর আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, তার মধ্যে নানান রকম ভেজিটেবিলস দেওয়া ছিল তাতে করে টেস্ট দারুণ হয়েছিল ।আমার খুব ভালো লেগেছিল খেতে ।
চিকেন দো পিয়াজা
মন্দারমনি শের পাঞ্জাবে গিয়ে চিকেন দোপেয়াজা অর্ডার করেছিলাম ।রুটির সাথে চিকেন দোপেয়াজা দারুন খেতে লেগেছিল ।
মাসালা কোক
রেস্টুরেন্টে খেতে গেলেই মাসালা কোক সবার আগে অর্ডার করি ।কারণ অনেক খাবার খাবার পর মাসালা কোলড্রিংস খেলে মনে হয় খাবার কিছুটা হলেও হজম হয়ে যায় ।তাই এই কোলড্রিংস আমাদের খাবার শেষে মাস্ট নিতেই হয়।
ডিভাইস | Vivo v23 |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
শুভ সন্ধ্যা দিদি !!
আমি স্টিমিট পরিবারের নতুন সদস্য। আমি আপনাদের সহযোগিতা চাই।
https://steemit.com/hive-172186/@pritomdebfl/achievement-1-introduction-through-verification
দিদি নমস্কার ৷ আশা করি আপনার বিয়ের সময় গুলো বেশ আনন্দে কাটতেছে ৷ যা হোক ফুট ফটোগ্রাফি গুলো দেখে আমি তো অস্থির হয়ে যাচ্ছি ৷ কি সুন্দর লোভনীয় খাবার ৷ অনেক নিত্য নতুন খাবারে নাম দেখলাম ৷অনেক ভালো লাগলো ফুট ফটোগ্রাফি গুলো দেখে ৷অসংখ্য ধন্যবাদ দিদি ৷ আপনার জন্য শুভকামনা রইল অবিরাম ৷
দিদি বিভিন্ন রকম খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো অনেক লোভনীয় লাগছে। আপনার বন্ধুরাও আপনাকে আইবুড়ো ভাত খাওয়াইছে জেনে ভালো লাগলো দিদি। অসংখ্য ধন্যবাদ দিদি ফুড ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।
দিদি লোভনীয় খাবারের ফটোগ্রাফি দেখে সত্যি লোভ লেগে গেল। আসলে আপনার প্রতিটি খাবার অনেক মজার ও সুস্বাদু ছিল নিশ্চয়।প্রতি টি খাবারের সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ দিদি লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমাদের এখানে একটি জায়গার নাম হাতিরঝিল। নামটা বেশ মিল৷ ডাবদিয়ে
চিংড়ি মালাইকারিটা একটু ভিন্ন লাগলো। মাসালা কোক কখনো খাইনি তবে দেখে মনে হচ্ছে ঝাল ঝাল হয়েছে৷
এতোগুলা লোভনীয় খাবার দেখে লোভ সামলানো কঠিন।
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন দিদি। আপনার খাবারের এ ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। যেখানে আমি দেখতে পেলাম বিভিন্ন পর্যায়ে রেসিপি গুলো আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন।
দিদি লোভনীয় খাবারের ফটোগ্রাফি দেখে সত্যি লোভ লেগে গেল। আসলে আপনার প্রতিটি খাবার অনেক মজার ও সুস্বাদু ছিল নিশ্চয়।প্রতি টি খাবারের সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ দিদি লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছে দিদি! দেখেইতো খেতে ইচ্ছে করছে।আর সুন্দর বর্ণনা খাবা্রের ইচ্ছে আরও বাড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
বাহ্! বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন বৌদি। চিকেন কাবাব এবং চিংড়ি মাছের মালাইকারি আমার ভীষণ পছন্দ। তবে ডাব চিংড়ি মালাইকারি কখনো খাওয়া হয়নি আমার। চিকেন দোপেয়াজা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো দিদি।মজার মজার খবার আর সুন্দর বর্ননায় খুব ভালো লাগলো দিদি।খাবারগুলো খেতে যে খুব মজার ছিল তা ফটোগ্রাফি দেখে বেশ বুঝতে পারছি।