স্বরচিত অনুভূতিমূলক কবিতা || শীতল বাতাস
আজ - বুধবার
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি।
কবিতা
নাম না জানা একটি গাছের পাতা।
সে থামতে চাইলেও যেন থামতে পারছে না
তাড়াতাড়ি পাশ দিয়ে বয়ে চলেছে ফাল্গুনে হাওয়া।
সেই বাতাসে যেন গা ভাসিয়ে দিয়েছে
নদীতে ভাসমান শ্যাওলা গুলো।
ছুটে চলে যাই এক প্রান্ত থেকে আর এক প্রান্তে
কখন যেন বেধে যায় নদীর ভাঙ্গা কুল কিনারায়।
তবুও বয়ে চলেছে শীতল বাতাস
সেই কবে শীত থেকে চলমান হয়েছে।
নিজের চলার পাশাপাশি অন্য কেউ চালিয়ে নিয়েছে
নিজে যেন থামতে জানেনা।
মন চায় না একটু থামিতে
বিরক্ত হয়ে উঠেছে গাছের পাতাগুলো।
একটু থামতে চাই নিজ স্বাধীনে
তবুও শীতল বাতাস তাকে দুলিয়ে রেখেছে।
শীতল বাতাস যেন আমাকেও দোলাতে চায়
কিন্তু পারেনা এমন প্রাণশক্তি তার নয়।
যখন প্রাণশক্তি নিয়ে আসে
তখন আমিও যেন বাতাসের থেকে পালিয়ে যায়।
উঁচা মাটির ঢেবিতে বসে ভাবছি আনমনে
থাকতে ভালো লাগছে এমন নির্জনে।
শীতল বাতাস আমাকে না দোলাতে পারলেও
দোলা দিয়েছে হৃদয়ের মাঝখানে।
সুশীতল হয়ে উঠেছে শরীরটা আমার
মনে জাগিয়েছে তারুণ্যতা।
ফুটে উঠেছে যৌবনের স্বপ্ন ভেঙে নিরবতা
খুঁজে পেলাম আমি আমার প্রিয়াকে শীতল বাতাসের মাঝে।
ইচ্ছে হচ্ছে দোল খেতে শীতল বাতাস পেয়ে
ভালোবাসার সাধ জেগেছে সজীবতাকে পেয়ে।
শান্ত প্রকৃতি যেন ভ্রান্ত চিন্তা ভুলে
শীতল বাতাসে মুখরিত হয়ে গিয়েছে হৃদয় দুয়ার খুলে।
জন্ম দিয়েছে বনলতাকে
কত গাছপালা পরিপূর্ণতা পেয়েছে ফুল ফল।
শীতল বাতাসে আনন্দিত হয়ে বইছে নদীর জল।
হৃদয় মাঝে ভালোবাসার ঢেউ করছে টলমল।
সূর্য এসে কিরণ দিল নদীর জলধারায়
শীতল বাতাসে টলমলিয়ে ঢেউ গুলো শুধু হারায়।
আমিও যেন হারিয়ে যায় শীতল বাতাস পেয়ে
এমনই জানি পাগল করেছে কোন একটি মেয়ে।
সমাপ্ত
বিশেষ্য মন্তব্য
Upvoted! Thank you for supporting witness @jswit.
29-01-25
X-promotion
ভাইয়া আপনি খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। একদম ঠিক প্রকৃতির শীতল হাওয়া সবাই অনুভব করতে পারে কিন্তু মনের ভিতরে বয়ে যাওয়া শীতল বাতাস প্রিয় মানুষ ছাড়া কেউ বুঝতে পারবে না। প্রিয় মানুষকে নিয়ে আপনার মনের অনুভূতি খুব সুন্দর ভাবে কবিতার প্রতিটা লাইনে তুলে ধরেছেন। ভালোবাসার মানুষকে নিয়ে কবিতা লিখলে পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
কবিতা আবৃত্তি করার জন্য ধন্যবাদ
তোমার লেখা শীতল বাতাস শিরোনামের কবিতাটি পড়ে সত্যিই অনেক বেশি ভালো লেগেছে আমার। কবিতাটির মধ্যে দারুন একটি অনুভূতি লুকিয়ে আছে। যাহোক অত্যন্ত সাবলীল ভাষায় লেখা খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো লেগেছে যেনে খুশি হয়েছি
প্রকৃতির শীতল হাওয়া আপনাকে যে যে অনুভূতি দিয়েছে আপনি সেগুলো ঈদের সুন্দর করে আপনার কবিতার মধ্যে তুলে ধরেছেন। সেই দিক থেকে বলা যায় কবিতাটি যথেষ্ট অনুভূতিপূর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন। সামান্য য় এবং ই এর ব্যবহারিক প্রয়োগে গরমিল থাকার কারণে কিছু কিছু জায়গা অন্যরকম লাগছে আশা করি ওগুলো আপনি একটু এডিট করে ঠিক করে নেবেন। আসলে চলতি কথা এবং লিখিত কথার মধ্যে একটু তফাৎ। এই ভুলগুলো আমাদেরও হয়।
সাথে থাকার জন্য ধন্যবাদ আপু
প্রকৃতির অপরূপ সৌন্দর্যগুলো আপনি আপনার কবিতায় তুলে ধরেছেন। এ ধরনের কবিতাগুলো পড়তেও ভালো লাগে। আর কবিতার নামটাও খুব সুন্দর দিয়েছেন। প্রত্যেকটা লাইন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য দেখে খুশি হলাম
বাহ ভাইয়া আপনি তো শীতল বাতাস নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। আপনার শীতল বাতাস কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে শীতের সময় শীতল বাতাস থাকবে এটি স্বাভাবিক। আর শীতল বাতাস এর মধ্যে প্রিয় মানুষ না থাকলে কষ্টই হয়। ভালো লাগলো আপনার অনুভূতির কবিতাটি পড়ে। এই ধরনের কবিতা গুলো বারবার পড়তে মন চায়।
কবিতাটি আবৃতি করার জন্য ধন্যবাদ
আপনি অনেক সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনারা লেখা এমন চমৎকার কবিতা আবৃত্তি করে খুবই খুশি হলাম আমি। বেশি দারুণ অনুভূতি ছিল আপনার কবিতার মধ্যে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ