প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।
শীত প্রায় চলে এলো।শীতের আগমনী বার্তা নিয়ে হাজির হলো সবার সর্দি, কাশি, ঠান্ডা কারো কারো আবার জ্বর। ঠিক তেমনি শীত আবার আনন্দের বার্তাও নিয়ে আসে। খেজুরের রস, ভাপা পিঠে, নানিবাড়ি, দাদিবাড়ি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া সব এই শীতের সময় করা হয়। আবার কেনাকাটাও করা হয় যেমন :শীতের জুতো, নতুন সোয়েটার, আরো কত কি। আজ সন্ধ্যায় হুট করে বাবা বললেন আমার ব্লেজার সব পুরনো হয়ে গেছে। নতুন একটা কেনা খুবই দরকার। তাহলে তোমরা সবাই চলো,কি কালার কিনব, কেমন হবে সব তোমরা দেখে নিতে পারবা। তাই সন্ধ্যায় পুরো পরিবার বের হয়েছিলাম বাবার ব্লেজার কেনার জন্য। লেজার কেনার সময় বিভিন্ন মার্কেট কি কি দেখেছি সব ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরছি।
অবস্থান
প্রথমেই গেলাম আমাদের শহরের অন্যতম বিখ্যাত ব্র্যান্ডের দোকান দর্জিবাড়ি। কিন্তু নামেই শুধু ব্র্যান্ড সেখানে ভালো কোন ব্লেজার ই দেখতে পেলাম না। ওখান থেকে বের হয়ে আসলাম।
অবস্থান
এবার ঢুকলাম আর একটা ব্র্যান্ডের দোকান নাম ইনরিচ।এটাতেও আমাদের পছন্দ মিলল না।
অবস্থান
এরপর আসলাম এই শহরের বিখ্যাত দোকান ইনফিনিটি। এখানে খুব সুন্দর সুন্দর ছেলেমেয়েদের জামা কাপড় আছে।
অবস্থান
এরপর গেলাম ছেলেদের ইউনিটে ভালোই কিছু পাঞ্জাবি দেখতে পেলাম, শার্টগুলো সুন্দর ছিল, জুতো আছে।একটা পছন্দ হল কিন্তু আব্বুর সাথে সাইজে মিলল না।
অবস্থান
ওখান থেকে বের হতেই চোখে পড়ল বাচ্চাদের ইউনিট। সুন্দর সুন্দর খেলনা, বাচ্চাদের জামা কাপড় এবং পাশেই মেকআপ এর আইটেম। সুন্দর সুন্দর নেল পলিশ আরো অনেক কিছু। কি আর করার সাইজে মিলল না অবশেষে ওখান থেকেও বের হয়ে চলে আসলাম।
অবস্থান
তারপর কিছুদূর হাঁটতে হাঁটতেই চোখে পড়ল শহরের আর একটা মার্কেট বিখ্যাত বলা চলে।এখানে প্রায় সবকিছুই পাওয়া যায়। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের শাড়ি সবকিছুই আছে। ব্লেজারের কালেকশন দেখলাম খুবই কম। আব্বুর পছন্দ হলো না। বেরিয়ে আসলাম।
অবস্থান
একটা ছোট দোকানে ঢুকলাম এখানে দেখলাম ব্লেজারের কালেকশন খুব ভালো। একটা হালকা স্যাপ গ্রিন কালারের ব্লেজার পছন্দ হলো। আবু পরে দেখলেন দুর্ভাগ্যবশত পিছনে কাটা নেই আবার সাইজে একটু বড়। আর কোন সাইজ নেই। কি একটা অবস্থা। এদিকে হাঁটতে হাঁটতে আমাদের সবার অবস্থা খুবই খারাপ, রাত অনেক হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে।
অবস্থান
রাস্তা দিয়ে যেতেই চোখ পরল একটা ব্লেজারের উপর। কি সুন্দর দেখতে ডলে সাজানো। আম্মুকে বললাম পছন্দ হয় কিনা। আম্মুর পছন্দ কিন্তু আব্বুর ততোটা ভালো লাগেনাহ।তাও পরে দেখতে বললাম। পরে দেখল ভালোই লাগছে।তারপর আব্বুকে বুঝিয়ে বললাম অবশেষে কিনতে রাজি হল। কিনে নিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে খাবার খেয়ে আব্বুকে ট্রায়াল দিতে বললাম। পরে দেখল আসলেই ভালো হয়েছে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1856389582050533789?t=v0-wBxTYfEYvEVdeKVkrPg&s=19
শহরের মধ্যে দিয়ে কেনাকাটার মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করলেন। এই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।
আপনার ভালো লাগাই আমার সার্থকতা।
ভাই ব্লেজার টা দেখতে সুন্দরী আছে। আপনার এই কেনাকাটার অভিজ্ঞতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
আপনাদের শপিংয়ের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। বেশ বড় বড় ব্রান্ডের দোকান ঘুরে দেখলেন। অবশেষে এই ব্লেজারটা পছন্দ করেছেন। আপনাদের কেনাকাটার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে শীত যেমন আনন্দের ঠিক তেমনি অনেক কষ্টের। কিছু মানুষের জন্য এটা সুন্দর একটা মুহূর্ত, আবার কিছু মানুষের জন্য এটা কষ্টের হয়ে থাকে। আসলে এখন যেহেতু শীতকাল আসছে তাই প্রত্যেকটা মানুষ অনেক অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক আপনারা কেনাকাটা করার জন্য গিয়েছিলেন শুনে ভালো লাগলো। বেশ ভালোই কেনাকাটা করেছিলেন দেখছি। পুরো মুহূর্তটা ভালোভাবেই উপভোগ করলাম।
জি আপু অনেক ঘোরাঘুরি করে তবেই কিনেছি।
এতগুলো শপে ঘুরাঘুরি করার পর, শেষ পর্যন্ত আপনার আব্বুর জন্য ব্লেজার পছন্দ হয়েছে এবং সেটা কিনেছেন, জেনে খুব ভালো লাগলো আপু। আসলে কিছু কিনতে গিয়ে পছন্দ না হলে মেজাজ খারাপ হয়ে যায়। যাইহোক ব্লেজারটা দেখতে কিন্তু দারুণ। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ।