প্রাকৃতিক সৌন্দর্য এর ভিডিওগ্রাফি
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
আজকে আমি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হয়েছি।আমার এখন ভার্সিটিতে মিড টার্ম এক্সাম চলছে। সেই জন্য সব কিছু নিয়ে একটু বিব্রত হয়ে আছি। কারন এক্সাম এর ২ দিন আগে রুটিন দিয়েছে আমি তার জন্য কোন পড়াই ঠিক ভাবে গুছিয়ে নিতে পারিনি।এইদিকে আমার বাসা পাল্টানোর কাজ সব মিলিয়ে আমি খুবি কঠিন সময় এর ভিতর দিয়ে যাচ্ছি।একটা পরিক্ষা দিলাম। প্রিপারেশন খুব ভালো নিতে পারিনি কারণ গত মাসে আমার পা ভাংছিল তাই অনেক দিন বাসায় ছিলাম তার উপর আবার বাসা প্লাটানোর জন্য অনেক দিন ধরে বাসা দেখছিলাম ভাগ মতো হচ্ছিল নাহ সব মিলিয়ে আসলে খারাপ সময়ের ভিতর দিয়ে গিয়েছি।প্রথম পরীক্ষা ছিল ইংরেজি। পরীক্ষা দেওয়া শেষ করে জানালার দিকে তাকাতেই দেখলাম কি সুন্দর নদীর পাড়ের দৃশ্য।আমার বিশ্ববিদ্যালয় ছোট হলেও এর একটি বিশেষত্ত্ব যে এটি যমুনা নদীর তীর ঘেঁষে অবস্থিত। তাই আমাদের বিশ্ববিদ্যালয় এর সৌন্দর্য অনেক বেশি।আপনারা উপরের ছবি দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর ভিউ পাওয়া যায় জানালা দিয়েই।তাহলে পরীক্ষা দিয়ে বসে ছিলাম কিছুক্ষন বাস এর জন্য কিন্তু আমাদের ভার্সিটির বাস সেই একটা সময়ই যেহেতু ছাড়ে আমার এক্সাম আগেই শেষ হিয়ে যাওয়ায় এতোক্ষন বসে থাকতে ইচ্ছে করছিল নাহ ভাবলাম আজকে সি এন জি তে যাব তাহলে বাসায় আগেই যেতে পারবো। সেই ভাবা সেই কাজ চলে গেলাম সি এন জি তে। যাওয়ার সময় গ্রামের প্রকৃতি আমাকে খুব মুগ্ধ করে তাই ভিডিও করে নিলাম।সেই ভিডিও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম।আসা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
আবহাওয়া পরিবর্তন এর কারণে খুব একটা ভালো নেই শরীর স্বাস্থ্য। তাই আর চাইলেও লিখতে পারছি নাহ।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। গাড়িতে বসে খুব সুন্দর দৃশ্যের ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন । আপনার করা ভিডিওগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় । ভিডিওগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগ্রাফি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
https://x.com/JannatulF57996/status/1894967928300413336?t=XEWn5rz-iNxD4HDnxpCpzA&s=19
পোস্ট পড়ে তো মনে হচ্ছে বর্তমানে আপনি প্রচুর পরিমাণে মানসিক চাপে এবং ব্যস্ততায় রয়েছেন। এক্সামের প্রিপারেশন না থাকলে কতটা টেনশন হয় সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি এইবার আমার এক্সামের সময়। যাই হোক ব্যস্ততার মাঝেও প্রাকৃতিক পরিবেশের দারুন একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। ভিডিওটা মনে হচ্ছে কোনো গাড়ি থেকে করেছেন তারপরেও ভালই লাগলো।
আপনার বিশ্ববিদ্যালয় যমুনা নদীর তীয়ের ঘেঁষে হওয়ার কারণে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগ্রাফি টা দেখে ভালো লাগলো। গাড়িতে বসে খুব সুন্দর দৃশ্যের ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রাকৃতিক সৌন্দর্য এর ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করার মতো। আপনার ভিডিওটি উপভোগ করার মতো ছিল আপু। আপনার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
মিডটার্ম এর প্যারা তাহলে শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে বাসা পাল্টিয়েছেন। সবমিলিয়ে ঝামেলার মধ্যেই দিন যাচ্ছে। তবে বাসে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন। সাথে আমরাও করলাম।
মাঝে মাঝে ইচ্ছে করে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে। আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি খুবই সুন্দর করে ভিডিও ক্লিপ টি ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে।