স্বরচিত কবিতা :পাখির মতো স্বপ্ন
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
জান্নাতুল ফেরদৌস শেলি
দূর ওই নীল আকাশে,
সাদা মেঘের মাঝে,
ভাসতে আমার যে,
খুবই ইচ্ছা করে।
পাখির মত ডানা মেলে,
উড়বো আমি নীল আকাশে।
হারিয়ে যাবো আমি,
তাই অসীম সীমানা পেরিয়ে।
ভালবাসার এই নীল আকাশের দিকে,
তাকিয়ে ভাবতে থাকি,
কবে আমি পাখির মতো,
ডানা মেলে উড়বো নীল আকাশে।
তাইতো আজ এসেছি,
আমি পাখির কাছে।
ডানা মেলে উঠতে আমার,
খুবই যে তাই ইচ্ছা করে।
পাখিদের দিকে তাকালেই,
মন হয়ে যায় ভালো।
যদি আমি উড়ে বেড়াতাম,
স্বাধীনভাবে এই নীল আকাশের আরো।
ভালোবাসার মানুষটির কথা,
খুবই মনে পড়ে,
তাকে নিয়ে ভাসতে আমার,
খুবই যে তাই ইচ্ছা করে।
সাদা মেঘের ওই অপরূপ মায়া,
আমায় টানে বারে বারে।
তাইতো আমি ফিরে আসি,
সাদা মেঘের ওই নীল আকাশে মাঝে।
ভেসে বেড়াবো আমি,
আপন মনে পাখিদের সাথে,
গাইবো আমি মিষ্টি সুরের গান।
দূর ওই নীল আকাশে।
আজকের কবিতা এখানেই শেষ করছি।আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার নিয়মিত উপস্থিত থাকতে পারি। আর হ্যাঁ কবিতাটি কেমন হয়েছে জানাবেন।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা Redmi note 9
ক্যামেরা.মডেল note9
ফটো ডিজাইন ক্যানভা অ্যাপ।
অবস্থান সিরাজগঞ্জ- বাংলাদেশ।


আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
ফটো ডিজাইন | ক্যানভা অ্যাপ। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
আপনার সুস্থতা কামনা করছি, যেনো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন উপভোগ করতে পারেন। অসুস্থতার মাঝেও প্রিয় মানুষকে ঘিরে মনের অনুভূতি গুলি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতার মাধুর্যতা আমাকে মুগ্ধ করে দিয়েছে। আসলে ভালোবাসার মানুষ তো নাই এজন্য এরকম অনুভূতিও হয় না। তারপরেও আপনার পোস্ট পড়ে অনুভূতি গুলি ভালোই উপলব্ধি করতে পারলাম। আশা করি আগামীতে এরকম আরো চমৎকার সব কবিতা শেয়ার করবেন।
ধন্যবাদ ভাইয়া আপনি মুগ্ধ হয়েছেন শুনে অনেক ভালো লাগলো আমার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে পাখির মত ডানা মেলে দূর ওই নীল আকাশে সাদা মেঘের মাঝে ভেসে বেড়াতে আমাদেরও খুব ইচ্ছা করে। আপনার কবিতাটি যেন মনের অনুভূতিগুলোই প্রকাশ পেয়েছে পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।
X-promotion
আপনি দেখছি আমার মত স্বপ্ন দেখেন। আমিও মাঝে মাঝে স্বপ্ন দেখি যদি পাখি হতে পারতাম। তাহলে ডানা মেলে মনের মত করে আকাশে উড়তে পারতাম। পৃথিবীটার যেখানে ইচ্ছে ঘুরে আসতে পারতাম। দারুন একটি কবিতা লিখেছেন আপু। কবিতার প্রতিটি লাইন ছন্দে ছন্দে পড়ে অনেক ভালো।লাগলো।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার লেখা আজকের কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছেও পড়তে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে খুব দারুণভাবে লিখেছেন সম্পূর্ণ কবিতাটি। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। আশা করি এরকম কবিতা আমাদের মাঝে সবসময় শেয়ার করবেন।
ধন্যবাদ আপু। আমি আরও কবিতা লেখার চেষ্টা করবো।
প্রথমে আপনার সুস্থতা কামনা করছি আপু। অসুস্থতার মাঝে থেকেও আমাদের সাথে পোস্ট শেয়ার করেছেন। যাইহোক আপনার লেখা কবিতাটা দারুন ছিল। আসলে আমরা পাখি হতে পারলে ভালই হত। বাধাহীন ভাবে আকাশে উড়ে যেত। খুব সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন আপু। কবিতার প্রত্যেকটা লাইন দারুন ছিল। সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে পাখির মতো স্বপ্ন কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে পাখির মতো স্বপ্ন কবিতাটি লেখার জন্য।
আপনার ভালো লাগার জন্যই আমার এই প্রচেষ্টা। ধন্যবাদ ভাইয়া।
আপনার লেখা পাখির মতো স্বপ্ন শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে মানুষের বিভিন্ন প্রকারের স্বপ্ন থাকে, অনেকেই আবার পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়ানোর স্বপ্নও দেখে। আপনার কবিতার মাঝে মানব জীবনের দারুন একটি স্বপ্ন ও শখের অনুভূতি খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে।
আপনার সুন্দর মন্তব্য আমাকে উৎসাহ দেয় ভালো কিছু করার।