স্বরচিত কবিতা||বীর

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভালো আছেন আমিও ভাল আছি।অনেক দিন পর আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব।

pexels-somchai-kongkamsri-20258.jpg

সোর্স

কবিতা বেশ সাধনার বস্তু।অনেক দিন ব্যস্ত তাই কবিতার সাধনায় বসা হয়না। তাই কোন কবিতাও লেখা হয়নি। অনেকদিন তাই কোন কবিতা পোস্ট করতে পারিনি।গতকাল জীবন নিয়ে ভাবছিলাম।আসলে জীবন টা একটি যুদ্ধের ময়দান।জীবন নিয়ে ভাবতে ভাবতেই কবিতাটি মাথায় আসে। সাথে সাথে লিখে ফেলি ফোনের নোট প্যাডে। আজ সেই কবিতাটিই আপনাদের সাথে শেয়ার করব।

বীর


আমি যোদ্ধা,আমি বীর
আমি করি চূর্ণ
শত্রুর শির,
আমি শক্ত দৃঢ় পায়
শত্রুর পিছে বাতাসের বেগে ধাই।

সাহস আমার সম হিমালয়
শত্রুকে পাঠাই জমালয়,
আমার হাতে রয় রাজদন্ড
আমি চূর্ণ করি শত্রুর মুন্ড।

যখন হাতে নিই রক্তলোলুপ খাড়া
পৃথিবীতে বয়ে যায় রক্ত-রুধির ধারা।

আমি দুর্দম, আমি নির্দয়
শত্রু মাঝেও আমি থাকি নির্ভয়
আমি ডরাই না,
নেই না মেনে পরাজয়।

ভয় পাইনা বুলেট বোমায়
মেতে উঠি মরণখেলায়,
ছিনিয়ে আনি অবহেলায়
রক্তলেখা বিজয়।

আমার অভিমত:

আমাদের প্রত্যেকের জীবন এক একটি যুদ্ধ ক্ষেত্র।আমরা সেই যুদ্ধের এক একজন সৈনিক।প্রত্যেকটি মানুষের যুদ্ধ আলাদা।তবে যুদ্ধের নিতী কিন্তু এক।শত্রুকে পরাজিত করা।ভয়হীন চিত্তে শত্রুর মোকাবিলা করা। যুদ্ধে হয় আপনি শত্রুকে মারবেন অথবা শত্রু আপনাকে মারবে।এই যুদ্ধ কে ভয় পেলে চলবে না,যুদ্ধ থেকে পালানো যাবে না। সব কিছু সাহসিকতার সাথে মোকাবিলা করে ছিনিয়ে আনতে হবে জয়। মনে রাখতে হবে যে সব ভয় কে জয় করে লড়ে সেই বীর।সম্মান,খ্যাতি,যশ সেই লাভ করে যে জীবন বাজি রেখে লড়তে জানে। জয় ছিনিয়ে আনতে জানে,আর মৃত্যু ভয় কে জয় করতে পারে।

আজকের কবিতা এতটুকুই।কেমন লাগল অবশ্যই জানাবেন।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।ভুল ত্রুটি মার্জনীয়

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 2 years ago 

তোমার স্বরচিত কবিতা টি পড়ে কি লিখবো ভাষা খুঁজে পাচ্ছি না এক কথায় অসাধারণ হয়েছে।সুন্দর একটি কবিতা এবং তোমার অভিমত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই সেই সাথে শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ কাকিমা।অনেক উৎসাহিত হলাম।

 2 years ago 

একদম ঠিক ভাই জীবনটাই যুদ্ধক্ষেত্র প্রতিটা মুহূর্ত যুদ্ধের মাধ্যমে নিজেকে মোকাবেলা করতে হয়। আর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো যেটা বাস্তবময় বিষয়টি অনুধাবন করায় অনেক সুন্দর লিখেছেন।

 2 years ago 

অনেক উৎসাহিত হলাম।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দাদা কবিতাটি অনেকটা বল বীর কবিতার মতো ৷ আসলেই জীবন মানে হলো যুদ্ধের ময়দান ৷ জীবন মানেই প্রতিক্ষন যুদ্ধের মধ্য দিয়ে অতিবাহিত ৷ সব মিলে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ অনেক অনেক শুভকামনা রইল দাদা ৷

 2 years ago 

অনেক উৎসাহিত হলাম দাদা আপনার মন্তব্য থেকে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ আপনি তো খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। তবে আপনি ঠিক বলেছেন আমাদের জীবন এক একটি যুদ্ধ ক্ষেত্র। তবে আমরা সবাই প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি জীবনের সাথে। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতা লিখতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক ধৈর্য ধরে খুব চমৎকার কবিতা লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

অনেক উৎসাহিত করলেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ অসাধারণ আপনিও খুব চমৎকারভাবে বীর কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রত্যেকটি লাইন খুবই চমৎকার। আসলে আমাদের প্রত্যেকের জীবন একটি যুদ্ধ। আর এই যুদ্ধ থেকে জিতাই হচ্ছে বীর। আপনার কবিতার প্রতিটি লাইন খুবই অসাধারণ। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ্ বীর তো বীরের মত করই কবিতা লিখেছেন। আপনার কবিতায় তো প্রতিবাদি সুর খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমি ঠিকই বলেছেন যে আমাদের জীবন হলো একটা যুদ্ধ ক্ষেত্র। আর এই যুদ্ধে আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত শত্রু কে পরাজিত করা। তবে বেশ ছিল নিচের লাইন গুলো-

আমি দুর্দম, আমি নির্দয়
শত্রু মাঝেও আমি থাকি নির্ভয়
আমি ডরাই না,
নেই না মেনে পরাজয়।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা বীর পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54034.48
ETH 2262.26
USDT 1.00
SBD 2.31