Photography & writing
জবা ফুল আমার খুবই পছন্দের ফুল। আমাদের ছাদ বাগানে বেশ কয়েকটি জবা ফুলের গাছ রয়েছে। এর মধ্যে সাদা, লাল এবং গোলাপী জবা উল্লেখযোগ্য। এই ফুলের সবগুলো কালার আমার পছন্দ।
জবা ফুলের গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না। যত্ন ছাড়াই এই গাছটি বেড়ে উঠে। জবা ফুল প্রায় সারা বছরই ফোটে। এর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে।
আকাশের বিশালতা অসীম। আকাশের সৌন্দর্য বলে শেষ করার মত নয়। ঋতুভেদে আকাশের রং এবং বৈচিত্র্যতা ভিন্ন হয়। মেঘলা আকাশ, রৌদ্রজ্জ্বল আকাশ, আকাশের বাহারি রংধনু সবই সৃষ্টিকর্তার অনিন্দ্য সুন্দর মোহময় সৃষ্টি যা হৃদয়ে প্রশান্তির সৃষ্টি করে।
Location
আধুনিকতার ছোঁয়া এখন সবকিছুতেই। ইট-পাথরের রাস্তায় চলতে চলতে এখন একঘেয়েমি হয়ে গেছি আমরা। অথচ মাটির রাস্তায় চলার মজাই আলাদা। শহরের কোলাহল থেকে বেড়িয়ে কিছুক্ষেণের জন্য হাঁটতে পারেন জনশূন্য মাটির রাস্তায়।
আমকে ফলের রাজা বলা হয়। আর আমাদের দেশের মাটি আম গাছ চাষের জন্য উপযোগী। আম আমার পছমদের ফল। আমার বাড়ির উঠোনে বেশ কয়েকটি আম গাছ রয়েছে। বাংলাদেশে হাড়িভাঙা জাতের আম খুব জনপ্রিয়।
Inviting @vianneyspirit , @josua1, @javima, @rasinkani & @soroka74
অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন।
ভাসমান আকাশের মেঘের দৃশ্যটি দেখতে সত্যিই অনেক সুন্দর লাগতেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ছবিগুলোর সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ছবিগুলো শেয়ার করার জন্য।
অনেক সুন্দর হয়েছে আপনার তোলা ছবি গুলো। জবা ফুল আমারও অনেক পছন্দের একটা ফুল।