সংগঠন
আমার বাংলা ব্লগ সবচেয়ে সাজানো-গোছানো ও পরিপাটি কমিউনিটি। তাছাড়া এখানকার নিয়ম-কানুন যতটা সহজ ততটাই কঠিন। তাই এখানে সহজে কাউকে রেফার করি না। বিগত সময়ে বেশ কয়েকটা রেফার করেছিলাম, তবে সেই যাত্রায় যে অভিজ্ঞতা হয়েছে , তা আমার সারা জীবন মনে থাকবে। আমি তো মোটামুটি কান ধরেছি, আর যাইহোক এখানে অন্তত কাউকে রেফার করবো না।
যেহেতু দীর্ঘ সময় শহরে ছিলাম, তাই সেখানকার তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বেশ ভালই সখ্যতা গড়ে উঠেছিল, যা এখনো চলমান আছে। মোটামুটি সেই সময়েই সেখানে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট ক্রিয়েটর গ্রুপ খুলেছিলাম, সবকিছুই ঠিকঠাকমতো চলছিল বা এখনো চলমান আছে, কখন যে দেখতে দেখতে সেখানে তিন হাজার মানুষ যুক্ত হয়ে গিয়েছে, তা যেন বুঝে উঠতেই পারিনি। আমি সত্যিই কৃতজ্ঞ সেই সকল তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও গ্রুপের মেম্বারদের কাছে।
এবার মূলত কথা বলতে চাই বিবেক সংগঠন নিয়ে, যেহেতু গ্রামে আছি তাই চেষ্টা করছি এখানকার গ্রামীণ মানুষজনের সঙ্গে মিশে যাওয়ার জন্য। আমি সংগঠন প্রেমী মানুষ, তাই চেষ্টা করছি গ্রামের মানুষগুলোকে সোশ্যাল মিডিয়াতে একত্রিত করার জন্য। কেননা বিবেক সংগঠনের মূল বিষয় হচ্ছে, সামাজিক-মানবিক কাজ করা।
আমার পরিচিত দোলন ভাইয়ের সঙ্গে এ বিষয় নিয়ে বিগত সময়ে কথা বলেছিলাম, তার প্রচেষ্টা এবং এখানকার তরুণদের সমন্বয়েই মূলত সংগঠনটা গঠিত হয়েছে। আমি শুধুমাত্র উপদেষ্টা হিসেবে আছি বিবেক সংগঠনের। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, বিবেক সংগঠন থেকে ইতিমধ্যেই অনেকগুলো মানবিক কাজ করা হয়েছে। যা আপনারা অবগত।
ভিডিও লিংক
আমার গিন্নি, আমাকে বহুদিন থেকেই বলছিল গ্রামের নারীদের নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চায়। কেননা, যেহেতু নারীরা স্বাচ্ছন্দ্যে সব জায়গায় কাজ করতে পারে না, তাই সেই দিককে প্রাধান্য দিয়েই মূলত অবশেষে গিন্নি কে নারীশক্তি নামে ফেসবুক গ্রুপ খুলে দিয়েছি। যেখানে শুধুমাত্র নারীদের কার্যক্রম শেয়ার করা হয় এবং পুরুষ মানুষরা সেখানে দর্শক হিসেবে আছে। সবমিলিয়ে বলতে গেলে, সেই গ্রুপটাও বেশ ভালোই এগিয়ে যাচ্ছে।
সত্যি কথা বলতে গেলে কি, আমি চাই নারী-পুরুষ সকলে সোশ্যাল মিডিয়াতে সমানভাবে এগিয়ে যাক, তারা নিজেদের অবস্থান নিজেরাই পরিবর্তন করুক এবং আত্মনির্ভরশীল হয়ে উঠুক। যাইহোক আমি একটা ভিডিও বার্তা শেয়ার করলাম, আশা করি ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আশা করছি আপনার এই ছোট্ট সংগঠন টি একদিন অনেক বড় হয়ে যাবে।আর আপনি আপনার গ্ৰামের বেশ কয়েকজন মানুষ কে নিয়ে একটি সংগঠন চালু করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আমাদের ভাবি মেয়েদের কে নিয়ে কাজ করতে ইচ্ছুক জেনে খুশি হলাম। আসলে মেয়ে মানুষ বাহিরে বের হয়ে কাজ করতে পারে না। তারা চাইলে ঘরে বসেই বিভিন্ন ধরনের কাজ করতে পারেন।
ধন্যবাদ ভাই বিষয়টা বুঝে মতামত দেওয়ার জন্য।
নারী শক্তি নামে নতুন গ্রুপ খুলেছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। আসলেই সোশ্যাল মিডিয়ার যুগে নারীরা কেনো পিছিয়ে থাকবে। আপনাদের প্রতিটি গ্রুপ এগিয়ে যাক,সেই কামনা করছি। তবে আমার কাছে বিবেক সংগঠনের কার্যক্রম গুলো খুবই ভালো লাগে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করছি ভাই, গ্রামের নারী-পুরুষদের নিয়ে টুকটাক কিছু করার জন্য, দেখি কতদূর কি করা যায়।