অনুরোধ

in আমার বাংলা ব্লগlast month

box-2478197_1280.jpg
source

বিগত কয়েকদিন থেকে এলাকার কিছু ছোট ভাইয়েরা আমাকে বারবার অনুরোধ করছিল , একটা চিঠি লিখে দেওয়ার জন্য। মূলত সর্বস্তরের লোকের কাছে তারা বার্তা পৌঁছাতে চাই। তাদের বার্তা মূলত মাদকের বিরুদ্ধে কাজ করা নিয়ে, বিশেষ করে যাদের ছত্রছায়ায় বা মদদে, মাদক বিক্রেতারা প্রতিনিয়ত এখনো সজাগ থাকছে এবং তরুণ সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে , তাদের বিপক্ষে তাদের প্রতিবাদ।

ছোট ভাইদের এমন উদ্যোগকে আমি বেশ সাবলীলভাবে গ্রহণ করেছি এবং কথা দিয়েছিলাম, আমি আমার জায়গা থেকে চিঠি লিখে দিব । সেই চিঠির কথা গুলোই নিচে তুলে ধরার চেষ্টা করলাম।

একটি সুস্থ সমাজ গড়তে, সব থেকে বড় ভূমিকা রাখে সমাজের আপামর সর্বস্তরের মানুষ। তবে আপাত সময়ে আমরা যে সমাজ ব্যবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, তা সুস্থ সমাজ গড়তে কতটুকু ভূমিকা রাখে, সেই প্রশ্ন আমাদের দিনশেষে থেকেই যায়।

যদিও স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছি, তবে সেই প্রাপ্ত স্বাধীনতা কতখানি রক্ষা করতে পারছি, সেই প্রশ্ন কিন্তু ভাবায় আমাদেরকে। এখনো যদি সমাজের শিরদাঁড়া ভঙ্গুর হয়ে থাকে , সবাই যদি মুখে স্কচটেপ মেরে রাখেন, সর্ব সকল অন্যায়কারীদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন, তাহলে যতই নিজেকে সাধু-সন্ন্যাসী দাবি করেন না কেন, তা কিন্তু দিনশেষ একপ্রকার ভন্ডামি।

আমরা অনেকদিন থেকেই একটা সংগ্রাম করে যাচ্ছি প্রিয় গোবিন্দগঞ্জবাসীর জন্য। মূলত মাদক বিক্রেতা ও মাদকের মদদদাতাদের বিরুদ্ধে। মাদকের কুফলতা নিয়ে আর নতুন করে কিছুই বলতে চাই না, যা ইতিমধ্যে আপনারা অবগত।

সময় এখনই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এইসব মাদক বিক্রেতা ও মদদদাতাদের কে চিহ্নিত করে তাদেরকে আইনের আয়ত্তে নিয়ে আসার । কেননা, মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে।

এই উন্মুক্ত খোলা চিঠির বার্তা সকলের উদ্দেশ্যে, আসুন প্রিয় গোবিন্দগঞ্জ কে বাঁচাই, মাদকের হাত থেকে।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আসলেই মাদকাসক্ত হয়ে উঠতি বয়সী তরুণদের জীবন একেবারে শেষ হয়ে যাচ্ছে। এতে করে তাদের পরিবার যে কি পরিমাণে কষ্টে থাকে,সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন যদি মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় না আনা যায়, তাহলে আর কখনোই সম্ভব নয়। যাইহোক চিঠির কথাগুলো একেবারে পারফেক্ট ছিলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

একটা সুস্থ সমাজ নষ্টের জন্য সবথেকে বড় ভূমিকা পালন করে মাদক এবং তার মদদদাতা। এই ছোট কথাটাই আমরা সুস্থ সমাজের মানুষরা মোটেও বুঝে উঠতে পারিনা।

 last month 

এটাই ভাই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যাইহোক আমাদের উচিত নিজের জায়গা থেকে সত‍্যটা বলা। এক্ষেত্রে কারপণ‍্য করা কোনভাবেই যাবে না। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে মাদকের প্রভাব টা সত্যি বেশি। এটা মোটেও ভালো দিক না। আশাকরি আপনার অঞ্চলে আপনারা চেষ্টা করে দমন করতে পারবেন। যদিও এদের পেছনে অনেক বড় বড় রুই কাতলা থাকে।

 last month 

দিনশেষে তো ভাই এই রুই-কাতলাদের সঙ্গেই পেরে ওঠা যায় না।

 last month 

আপনাদের এলাকার ভাই ব্রাদার গুলো সত্যিই খুব উদ্যোগী এবং যথেষ্ট ভালো মন মানসিকতার। কারন এখনকার ইয়ং জেনারেশন তো শুধু নেশা করছে, সেখানে তারা নেশার বিরুদ্ধে কথা বলছে। যাইহোক, আপনার লেখা চিঠিটা যারা পড়বে আশা করি তারা অনেকটাই সচেতন হবে দাদা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগলো লেখা গুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 69075.42
ETH 2475.71
USDT 1.00
SBD 2.35