বৃষ্টি | মিশ্র অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

rain-275313_1280.jpg
source

বৃষ্টি যে সবার জন্য সুখকর ব্যাপারটা মূলত তেমন না। বিগত দুই দিনে যে অভিজ্ঞতা হয়েছে, তারই আলোকপাতে কিছু কথা লেখার চেষ্টা করছি।

এমনিতেই হালকা ঠান্ডা পরিবেশ যার কারণে কাঁথা মুড়ি দিয়ে দীর্ঘ সময় ঘুমিয়েছিলাম। তবে ঘুম থেকে উঠে যখন পারিপার্শ্বিক অবস্থা দেখেছিলাম, তাতে কিছুটা ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছিল।

এখানকার বেশিরভাগই শ্রমজীবী মানুষ, টানা দুদিনের বৃষ্টিতে তাদের কাজ বন্ধ ছিল। আবার যারা প্রতিকূল পরিবেশকে এড়িয়ে গিয়েও কাজের সন্ধানে বেরিয়ে ছিল, তাদের কপালেও যে সেভাবে কাজ জোটেনি তা তাদের মুখের ছাপ দেখেই বুঝেছিলাম।

তাছাড়া যারা কিনা ছাউনি ঘরে থেকে অভ্যস্ত, তাদের অনেককে দেখেছি ঘরের ভিতরে টপটপ করে যখন বৃষ্টির পানি পড়ছিল তা বন্ধ করতেই তারা ব্যস্ত সময় পার করছিল।

আশেপাশে জলাবদ্ধতা কিংবা কর্দমাক্ত রাস্তা সব মিলিয়ে জনজীবন একদম নাজেহাল। কতজনের উনুনে যে হাঁড়ি বসে নি, কতজন যে অসুখ-বিসুখে ভুগছে, তার খোঁজ কেউ রেখেছে কিনা তা আমার জানা নেই।

এখানকার জীবনগুলো বড্ড অদ্ভুত। এদের কাছে বৃষ্টির দিনে গরম ধোঁয়া ওঠা খিচুড়ি সঙ্গে ডিম ভাজি কিংবা ইলিশ পোলাও, কাঁথা মুড়ি দিয়ে দীর্ঘ সময় ঘুম, কফির মগ হাতে পছন্দের গল্পের বই পড়া নতুবা ল্যাপটপের স্ক্রিনে মুভি দেখে সময় পার করা, এসব শুধুমাত্র মরীচিকার মত।

সবার জীবন এক না রে ভাই, এটা বুঝতে আপনার যদি অসুবিধা হয়, তাহলে কিছুই করার নেই। আপনি যখন এরকম বর্ষণমুখর পরিবেশে আনন্দঘন মুহূর্তে নিমজ্জিত হয়ে আছেন , তখন অপরপক্ষে কেউ হয়তো উপরের দিক তাকিয়ে দুহাত তুলে মিনতি করছে, আপাতত এই যাত্রায় বৃষ্টিটা থামুক নইলে জীবনটা আরো কঠিন হয়ে যাবে।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আসলে ভাইয়া সব দিকেই ঝামেলা ।বৃষ্টি না হলেও যেমন সমস্যা তেমনি অতি বৃষ্টি হলেও আবার সমস্যা ।খেটে খাওয়া মানুষের জন্য অতিরিক্ত বৃষ্টি খুব বেশি সমস্যার হয়ে যায় ।যদিও আমাদের কাছে টানা বৃষ্টি তেও কোন সমস্যা নেই বরং বেশ ভালই লাগে ।তবে আপনার বাস্তবসম্মত লেখাটা পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

পৃথিবীটা বড্ড জটিল আপু , এখানে কখন কার ভাগ্যে কি ঘটছে, তা বলা মুশকিল ।

 3 months ago 

আসলেই বৃষ্টির দিন দিনমজুরদের অনেক কষ্ট হয়ে যায়। তারা বৃষ্টির দিন খাবারও পায় না ঠিকমতো। তাদের জন্য সত্যিই খুব খারাপ লাগে। আর আমরা তো গরম একটু বেশি হলেই ঝুম বৃষ্টি হওয়ার জন্য দোয়া করি। কারণ বৃষ্টির দিনে আমাদের অনেক কিছু খাওয়ার প্ল্যান থাকে। তাই টানা বৃষ্টি হলে একেবারে নিম্নবিত্ত মানুষদেরকে কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করা উচিত আমাদের। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

জীবন যেখানে যেমন, তবে প্রতিনিয়তই মানবিকতা প্রকাশ পাক, মানুষ হোক মানুষের জন্য এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

 3 months ago 

সত্যি ভাইয়া সবার জীবন এক না। কেউ বৃষ্টি ভেজা দিন উপভোগ করে কেউবা নিজের মাথার উপরের ছাউনিটাকে টিকিয়ে রাখার যুদ্ধ করে। তবুও হয়তো ছাউনির ফুটো দিয়ে ঘর ভিজে যায়।

 3 months ago 

বাস্তবতা বড্ড নিষ্ঠুর, এটাই দিন শেষে মেনে নিতে হয়।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 98362.82
ETH 3451.59
USDT 1.00
SBD 3.21