আর্ট-একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি আর্ট পোস্ট শেয়ার করতে চলে এসেছি। সময় পেলেই আর্ট করি। তবে কয়েকদিন থেকে একদম সময় পাচ্ছিলাম না। তাই আর্ট করা হচ্ছে না। অবশেষে একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছি। তো বন্ধুরা এবার চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।
একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট:
Cemera: Oppo-A12.
প্রাকৃতিক দৃশ্য আর্ট করলে দেখতে খুবই ভালো লাগে। রং দিয়ে আর্ট করতে গেলে সব কিছু গুছিয়ে নিয়ে এরপর বসতে হয়। এজন্য কিছুটা সময় লাগে। হাতে সময় নিয়ে আর্ট করলে দেখতে অনেক ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে। কয়েকদিন থেকেই আর্ট করবো বলে ভাবছিলাম। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে সময় পেয়ে প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছি। গাছপালা এবং অন্যান্য প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে খুবই ভালো লেগেছে। অনেক সহজ পদ্ধতিতে আমি আর্ট করেছি। এই আর্ট করতে খুব একটা পরিশ্রম করতে হয়নি। কিছুক্ষণ সময়ের মধ্যেই আর্ট করে ফেলেছিলাম
প্রয়োজনীয় উপকরণসমূহ:
- সাদা কাগজ।
- রং।
- তুলি।
Cemera: Oppo-A12.
ধাপসমূহ:
ধাপ-১:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
প্রাকৃতিক দৃশ্য আর্ট করার জন্য প্রথমে সম্পূর্ণ কাগজে সবুজ রঙের ব্যবহার করেছি।
ধাপ-২:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার কাগজের নিচের দিকে কালো রং ব্যবহার করেছি। এরপর একটি গাছ আর্ট করেছি।
ধাপ-৩:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
গাছ আর্ট করার পর গাছের সৌন্দর্য তৈরি করার জন্য পাতা আর্ট করেছি।
ধাপ-৪:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
পাতা আর্ট করার পর একটি চাঁদ আর্ট করেছি। এরপর চাঁদের পাশে আরো কিছু পাতা আর্ট করেছি। যাতে চাঁদের সৌন্দর্য ভালোভাবে ফুটে ওঠে।
ধাপ-৫:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার গাছের গোড়ার দিকের অংশে বেড়ার মতো আর্ট করেছি।
ধাপ-৬:
Cemera: Oppo-A12.
এভাবে ধীরে ধীরে এই আর্ট সুন্দর করেছি আর নিচের দিকে কিছু ছোট ছোট ঘাস আর্ট করেছি।
উপস্থাপন:
Cemera: Oppo-A12.
প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে খুবই ভালো লেগেছে। এই আর্ট আমি সহজেই করে ফেলেছিলাম। আর সময়ের অভাবে যেহেতু আর্ট করা হয় না তাই যখন একটু সময় পাই কিংবা ছুটির দিন থাকে সেদিনই আমি বেশিরভাগ সময় আর্ট করি। প্রাকৃতিক দৃশ্যর এই আর্ট সবার মাঝে উপস্থাপন করতে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না বন্ধুরা।
🥀ধন্যবাদ সকলকে।🌷
আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
বেশ চমৎকার একটা পেইন্টিং করেছেন আপনি। সবুজ ব্যাকগ্রাউন্ড এর উপর গাছগুলো খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে। সম্পূর্ণ পেইন্টিং টা দেখে ভালো লাগলো। এত সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
সবুজ ব্যাকগ্রাউন্ড দিয়ে এই সুন্দর আর্ট করেছি আপু। আর সুন্দর করে ফুটে উঠেছে দৃশ্যটা। অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি রং তুলি দিয়ে দারুণ একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করছেন।আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্য টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আপনি ধাপে ধাপে পুরো পোস্ট টি সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রাকৃতিক দৃশ্য আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধাপে ধাপে এই আর্টের পদ্ধতি উপস্থাপন করেছি ভাই।
প্রথম দেখাতে ভেবেছিলাম প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি পরে দেখলা চমৎকার একটি আর্ট।ভীষণ দারুণ ভাবে ফুটে উঠেছে আপনার আর্ট টি।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আমার এই আর্ট আপনার কাছে চমৎকার লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপু মূল্যবান মন্তব্যের জন্য।
প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্যের পেইন্টিং করেছেন। দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য পেইন্টিং করেছি ভাই।আর আপনার মন্তব্য দেখে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাই।
আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হলাম ভাই। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব দক্ষতার সাথে আর্ট করেছেন। প্রাকৃতিক দৃশ্যের মাঝে গাছ এবং চাঁদের সৌন্দর্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাই। মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
রং তুলে দিয়ে চমৎকার একটি দৃশ্য এঁকেছেন আপনি।
ব্যাকগ্রাউন্ড এর উপরে কালো রং দিয়ে সমস্ত সিনারিটা ছায়াবা রাত্রির এক খন্ড প্রকৃতি হিসেবে দেখিয়েছেন। বেশ ভালো হয়েছে। এগিয়ে যান এভাবেই৷
সুন্দর এই দৃশ্য আর্ট করতে ভালো লেগেছে। আর ব্যাকগ্রাউন্ড সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি আপু। আমার পোস্টে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার আর্টগুলো আমার কাছে বেশ ভালো লাগে। দারুণ আর্ট করে থাকেন আপনি। আপনার আজকের আর্ট টা অসাধারণ ছিল ভাই। প্রাকৃতিক দৃশ্যটা দারুণ ভাবে তুলে ধরেছেন আর্ট এর মাধ্যমে। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।
আমার আর্টগুলা আপনার কাছে ভালো লাগে এটা জেনে তো আরো বেশি ভালো লাগলো ভাই।প্রাকৃতিক দৃশ্য আর্ট করতেও আমার ভালো লেগেছে।
প্রাকৃতিক দৃশ্যগুলো সব সময় আমার কাছে ভালো লাগে।আর আপনি প্রাকৃতিক দৃশ্যটি এমন ভাবে কালার কম্বিনেশন ঠিক রেখে করেছেন যা আসলে দেখে নয়ন জুড়িয়ে গেল। এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আর্টের কালার কম্বিনেশন ফুটিয়ে তুলেছি। আর সুন্দর করেছি আপু। অসংখ্য ধন্যবাদ আপু।
প্রকৃতির যেকোনো আর্ট গুলো দেখতে বেশ সুন্দর লাগে। আপনি আজকে প্রকৃতির খুব চমৎকার একটি আর্ট তৈরি করেছেন। তৈরি ধাপ গুলো খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রাকৃতিক আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। তাই নিজে একটু চেষ্টা করেছি ভাই। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।