DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 রঙিন কাগজ দিয়ে একটি শার্ট ও টাই এর অরিগামি || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ??

আমি @shimulakter


"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।


রঙিন কাগজ দিয়ে একটি শার্ট ও টাই এর অরিগামিঃ


photocollage_2023614141819527.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

বন্ধুরা,প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন ডাই পোস্ট শেয়ার করার। আপনাদের উৎসাহে এ ধরনের কাজ করার উৎসাহ আমার বেড়েই চলেছে।আমার ছেলের এক্সাম চলছে।তাই ওকে স্কুলে দিয়ে এসে বসে বসে ভাবছিলাম আজ কি পোস্ট লিখবো।হঠাৎ মনে হলো আজ ডাই পোস্ট দেবো।তখন হঠাৎ করে ছেলের একটি কথা মনে পরলো।আমার ডাই পোস্ট দেখে আমার ছেলে আমাকে সেদিন বলেছিল, তুমিতো আমার জন্য কিছুই বানাও না।কতকিছুই তো রঙিন কাগজ দিয়ে বানাও।তার এ কথা মনে হওয়াতে ভাবলাম তবে শার্ট আর টাই করি। ছেলের কথা ভেবেই রঙিন কাগজ দিয়ে শার্ট আর টাই বানালাম।সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।ছেলে স্কুল থেকে এসে দেখে তো মহা খুশী হয়ে গেলো,বলল মামনি যদি এই সুন্দর শার্ট আর টাইটি পরা যেতো, আমি পরে নিতাম এখনই। যাই হোক ওর এতো খুশী দেখে আমার এই ডাই পোস্টটি বানানো সার্থক মনে করি।তবে চলুন কথা না বাড়িয়ে এই ডাই পোস্টটি করতে কি কি উপকরন লেগেছে তা তুলে ধরছি--

প্রয়োজনীয় উপকরনঃ



১। রঙিন কাগজ
২। সাদা কাগজ
৩। কাঁচি

20230614_093119.jpg


কার্য প্রনালীঃ


ধাপ-১

BeautyPlus_20230614093334430_save.jpg

BeautyPlus_20230614093455476_save.jpg

রঙিন কাগজটিকে প্রথমে লম্বালম্বিভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।এবার মাঝের ভাঁজ করা অংশে দুই পাশ থেকে কাগজ এনে সমান দুই ভাঁজ করে নিলাম।

ধাপ-২


20230614_093635.jpg

20230614_093710.jpg

এবার কাগজটিকে ছবির মতো করে ভাঁজ করে নিলাম।এরপর উল্টো দিকেও হাফ ইঞ্চি পরিমান কাগজ ভেঙ্গে নিলাম।

ধাপ -- ৩


20230614_093835.jpg

BeautyPlus_20230614094001217_save.jpg

BeautyPlus_20230614094033041_save.jpg

BeautyPlus_20230614094243436_save.jpg

এবার হাফ ইঞ্চি ভাঁজ করা অংশটাকে ছবির মতো ভাঁজ করে নিয়েছি।এরপর নীচের অংশটুকু উপরে আটকে দিয়ে শার্ট কমপ্লিট করে নিলাম।

ধাপ -- ৪


20230614_094356.jpg

20230614_094519.jpg

শার্ট তো হলো এবার টাই বানানোর পালা।আমি সাদা কাগজ থেকে ছোট এক টুকরো কাগজ কেটে নিলাম।এরপর টুকরোটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিলাম।

ধাপ -- ৫


BeautyPlus_20230614094709362_save.jpg

BeautyPlus_20230614094654922_save.jpg

এবার আরো দুটি ভাঁজ করে নিলাম।ঠিক ছবির মতো করে।

ধাপ -- ৬


20230614_094743.jpg

20230614_095259.jpg

এবার মাথার দিকে সামান্য ভেঙ্গে নেব কাগজটিকে।

ধাপ -- ৭


20230614_095333.jpg

20230614_095454.jpg

এবার কাগজটির দুই পাশ থেকে ভাঁজ করে নেবো।আর একবার ভাঁজ করে নিলাম।আমার টাই বানানো হয়ে গেলো।

ধাপ -- ৮


20230614_095545.jpg

20230614_095557.jpg

আমার টাই বানানো হয়ে গেলে আমি শার্টের মধ্যে লাগিয়ে দিলাম।

উপস্থাপনাঃ


photocollage_202361410453916.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটি শার্ট ও টাই এর অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

🎀ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 last year 

ছেলের আবদার পূরনের জন্য বেশ সুন্দর শার্ট ও টাই তৈরি করেছেন। আসলে রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে বেশ সুন্দর লাগে। আপনার শার্ট ও টাইটিও বেশ সুন্দর লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমার করা এই ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 
 last year 

রঙিন কাগজ দিয়ে একটি শার্ট ও টাই এর অরিগামি দেখে খুবি ভালো লাগছে এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার হাতের কাজের পারদর্শিতা দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি তো দেখছি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দরভাবে একটা শার্ট এবং টাই তৈরি করে ফেলেছেন।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু ছেলের কথা মনে করে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শার্ট ও টাই তৈরি করেছেন। যা দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর এরকম একটি সুন্দর শার্ট ও টাই দেখে আপনার ছেলেও ভীষণ খুশি হয়েছে জেনে ভালো লাগলো। আপু আপনি কিভাবে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি শার্ট ও টাই তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

হাতে সময় থাকলে এবং নিজের দক্ষতা থাকলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। রঙ্গিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। আজকে আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে রঙিন কাগজ দিয়ে শার্ট ও টাই এর অরিগামি তৈরি করছেন। খুবই অসাধারণ হয়েছে। শার্ট ও টাই এর অরিগামি তৈরি করার প্রক্রিয়ায় সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

অসাধারণ একটি শার্ট তৈরি করেছেন আপনি। দেখতে বেশ সুন্দর। এমনটাই কাজগুলো করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটা কাজ শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

এত সুন্দর করে কবে থেকে আবার স্কুলের ড্রেস বানানো শিখলেন। দেখে তো মনে হচ্ছে ভালোই কাজ জানেন। অসাধারণ হয়েছে আজকের ডাই পোস্ট।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

বাহ,সুন্দর হয়েছে আপনার ছেলের জন্য তৈরি করা diy টি।আসলে কাগজ দিয়ে তৈরি যেকোনো diy খুবই ভালো লাগে দেখতে।রঙিন কাগজ দিয়ে শার্ট ও টাইটি অনেক সুন্দর ও নিখুঁত হয়েছে আপু।নিশ্চয়ই আপনার ছেলে ভীষণ খুশি হয়েছে।অনেকটা স্কুল ড্রেসের মতোই,ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে ও অনেক ধন্যবাদ দিদি।

 last year 

বাহ আপু আপনি রঙিন কাগজ দিয়ে শার্ট এবং টাই অরিগামি তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি এটি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে বানানো দেখিয়েছেন, সুন্দর বর্ণনাও করেছেন আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68