“ কাজের মূল্যায়ন করা হলে কাজের মান আরো বেশী ভালো হয় “
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
কাজের মুল্যায়ন করা হলে কাজের মান আরো বেশি ভালো হয় :
বন্ধুরা, আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন ব্লগ শেয়ার করতে।কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে এতো এতো ফটোগ্রাফি সব যেনো এক নিমিষে হারিয়ে গেলো।রেসিপি করব তার ও সম্ভাবনা নেই।কেননা এতো বড় আই প্যাড হাতে নিয়ে রান্নাঘরে ছবি তোলা সম্ভব নয়।তাই পোস্টের ভিন্নতা খুব একটা করা সহজ বিষয় হচ্ছে না।তারপরেও চেষ্টা করে যাচ্ছি নিয়মিত পোস্ট করতে।
আজ শেয়ার করে নেব একটি জেনারেল রাইটিং পোস্ট।আজকের লেখার বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন।আজকের আলোচনার বিষয় কাজের মুল্যায়ন।মানুষ তার নিজ নিজ কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে।যে যে পেশাতেই থাকুক না কেন ,সেই কাজের প্রতি যদি সকলের মুল্যায়ন দেখতে পাওয়া যায়।সেই কাজ আরো বেশী ভালো হয়।মানুষ প্রশংসা শুনতে ভীষণ পছন্দ করেন।আর সেই মানুষের কাজকে দেখে আমরা যখন প্রশংসা করি তখন সেই কাজের প্রতি মানুষটির আগ্রহ আরো বৃদ্ধি পায়।তখন সেই কাজ দিনে দিনে আরও বেশী ভালো হতে থাকে।
কোন কাজই ছোটো নয়।প্রতিটি পেশার প্রতিটি কাজকে আমরা যদি সঠিক মুল্যায়ন করি তখন সেই কাজ করা মানুষটির মনে আনন্দ সঞ্চারিত হবে।তার কাজের মুল্যায়ন করতে সে সেই কাজের প্রতি আরও বেশী আগ্রহী হয়ে উঠবে।আর এতে করে আমরা সেই কাজের মান আরো বেশি ভালো পাব।আমাদের সবার মনে রাখতে হবে ভালো কাজের প্রতি ভালো মুল্যায়ন সেই কাজকে আরও বেশী এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।তাই আমরা সর্বাবস্থায় প্রতিটি কাজের মুল্যায়ন করবো।
আমরা অনেকেই আছি খুবই উচ্চ শিক্ষিত।আমরা আমাদের নীচু স্তরের অনেক কাজকে ভালো দেখলে ভালো হিসিবে মুল্যায়ন করিনা।আমার মনেই করে নেই এটা কী কোন কাজ হলো নাকি?এমনটা কখনো ভাবা যাবে না।সমাজের প্রতিটি পেশাই আমাদের জন্য খুবই দরকারী।সব পেশার কাজকে আমরা সঠিক মুল্যায়ন করলে সব পেশার মানুষের কাজ আরো বেশী উন্নত হবে।এতে করে আমরা ,আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে।নিজেদের সফলতার দ্বার নিজেদেরকেই উম্মোচিত করতে হবে।সঠিক সম্মান,সঠিক মুল্যায়ন করা হলে একসময় আপনার নিজের মুল্যায়ন ও সবাই করবে।তাই সবাইকে প্রশংসা করার মতো সঠিক অভ্যাস আমাদের মাঝে গড়ে তুলতে হবে।আসুন কাজের মুল্যায়ন করি আর ভালো কাজের পরিমাণ বৃদ্ধি করি।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয় ।
Upvoted! Thank you for supporting witness @jswit.