আমার স্বরচিত ভালোবাসার কবিতা - ❤️ " তুমি আসবে বলে "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি কবিতা নিয়ে।আজকে শেয়ার করলাম ভালোবাসার একটি কবিতা।প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে কবিতা লেখার। কবিতা লিখতে যেমন ভালো লাগে আমার।ঠিক তেমনি পড়তেও খুব ভালো লাগে।আজকের কবিতাটি লিখেছি আমি ভালোবাসার অনুভূতি নিয়ে।যদিও বিরহ নিয়ে কবিতা লিখতে আমার বেশী ভালো লাগে।তারপরেও মাঝে মধ্যে ভালোবাসার অনুভূতি নিয়ে কবিতা আমি শেয়ার করে থাকি।
কবিতা লেখা সহজ বিষয় নয়।আবার কঠিন ও নয়।নিয়মিত লিখতে লিখতে যেকোনো বিষয় একদিন পারফেক্ট হয়।আর আপনাদের অনুপ্রেরণা সব কিছু সহজ করে দেয় আসলে।আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট নতুন করে লেখার জন্য আগ্রহ তৈরি করে।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি কবিতা লেখার।সপ্তাহে একটি কবিতা লিখে শেয়ার করি আমি।আজ তাই নতুন এই কবিতাটি নিয়ে হাজির হলাম।আশাকরি প্রতিবারের মতো আজকের কবিতাটি ও আপনাদের কাছে ভালো লাগবে।
ভালোবাসার অনুভূতি গুলো লিখে প্রকাশ করার মতো বিষয় নয়।এটা অনুভূতির বিষয়। একজন ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করে থাকে।প্রিয় মানুষটি কখন আসবে।প্রতীক্ষার যেনো শেষ হয়না।মানুষটিকে নিয়ে পুরনো স্মৃতি বসে বসে ভাবতে ভাবতে প্রিয় মানুষটির জন্য অপেক্ষায় থাকা।সে এক অন্য রকম অনুভূতি। এই অনুভূতি একমাত্র সেই ই বুঝবে যে কাউকে ভালোবেসে অপেক্ষায় থেকেছে।অপেক্ষার প্রহর যেনো শেষ হতে চায় না।সুখ স্মৃতি মনে করে সুখ অনুভূতির শিহরণ মনে দোলা দেয়।আজকের কবিতাটি মূলত এমন কিছু অনুভূতি নিয়ে লেখা।আশাকরি আপনাদের কাছে ভা লাগবে।
আসুন বন্ধুরা,কবিতাটি আবৃত্তি করে আসি ---
কবিতার নাম - " তুমি আসবে বলে "
লেখা-শিমুল আক্তার
তুমি আসবে বলে
বসে আছি তোমার পথ চেয়ে
বেলি ফুলের মালা দিয়েছি
চুলের ভাজে ভাজে।
সময় যাচ্ছে বয়ে
দেখা না পাই তার
কতো আশা বুকের মাঝে
স্বপ্ন বুনে যাই।
আলো আধারীর মাঝে
সময় যায় যে বয়ে
একলা আমি পথ চেয়ে
তোমার অপেক্ষাতে।
কতো স্মৃতি মনে
ভাবছি বসে বসে
দোলা দেয় যে মনে
তোমার শিহরণে
ভালোবেসে কাছে
আপন করে নিলে
রঙিন হয়ে উঠি আমি
ভালোবাসার স্পর্শে।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আহা, কি চমৎকার অনুভূতির কবিতা লিখলেন আপু। চরম সত্য কথা বলেছেন যে ভালোবাসা প্রকাশ করার বিষয় নয় এটা মূলত অনুভব করার বিষয়। তারপরেও আপনার অনুভূতিগুলি আপনার লেখা কবিতা,তুমি আসবে বলে কবিতার মধ্যে খুবই সুন্দর করে লিখেছেন। আপনার কবিতার প্রত্যেকটা লাইন যেনো হৃদয় স্পর্শী। ভীষণ ভালো লাগলো পড়ে।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
চমৎকার একটি কবিতা লিখেছেন আপু আপনি। আপনার অনুভূতি তুমি আসবে বলে ভালোবাসার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। সত্যিই বলেছেন আপু আপনি ভালোবাসা প্রকাশ করার বিষয় নয় অনুভব করতে হয়। সুন্দর কবিতার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ জানাচ্ছি।
অনেক সুন্দর একটা কবিতা আপনি আজকে লিখেছেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার লেখা আজকের কবিতাটা পড়তে। এরকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুবই ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন পুরোটা। এরকম সুন্দর কবিতা আশা করি সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।
আপনাদের অনুপ্রেরণা পেয়েই লিখে যাচ্ছি নতুন নতুন কবিতা।অনেক ধন্যবাদ আপু।
বাহ আপু আপনি তো চমৎকার কবিতা লিখেছেন।তুমি আসবে বলে কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে অনেকে। আর ভালবাসা নিয়ে মানুষ চাই সুখে থাকতে। আপনি ভালোবাসা নিয়ে অদ্ভুত অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রেমের কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে।