আমার আদরের ছোট বোনের বিয়ে নিয়ে কিছু কথা।
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ও মহান রাব্বুল আলামিনের দোয়ায় ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হলাম সে বিষয়টি হচ্ছে আমার ছোট বোনের বিয়ে। আলহামদুলিল্লাহ আমার ছোট বোনের বিয়ের বিষয়টি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি।
আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন বিয়ে মানেই আনন্দ বিয়ে মানে খুশি। সে আনন্দঘন মুহূর্ত নিয়েই আমি আপনাদের মাঝে কিছু বিষয় উল্লেখ করতে চাই । আমাদের পরিবারের একটি মাত্র মেয়ে আমার বোন।
আমরা চারটি ভাইয়ের মধ্যে একটি মাত্র আমাদের আদরের ছোট বোন। আমার বোন হলো সবার ছোট আপনারা সবাই জানেন ভাই ও বোনের সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক, এই সম্পর্ক মহান সৃষ্টিকর্তার দোওয়া এবং ভালোভাসা এই বন্ধন সৃষ্টি কর্তা দারাই নির্ধারিত।
আমাদের পরিবারের একমাএ সুখ এবং ভালোবাসা ও আমাদের সান্তির স্থান আমার ছোট বোন। আমরা যেখানেই থাকি না কেন আমার ছোট বোন, আমাদের খোঁজখবর নেয় সারাক্ষণ, এ যেন মায়ের ভালোবাসার পরের স্থান, আমার বোনটি অত্যন্তই সহজ সরল একটি মেয়ে।
আমি ছাড়াও আমার আরো তিনটি ভাই রয়েছে, আমাদের ছোট বোনকে আমরা চার ভাই কিভাবে বড় করেছি তা আমি আমার ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, আর এই ছোট বোনকে আজ আমরা অন্য এক হাতে তুলে দিচ্ছি যানি না, সেই মানুষটাই বা কেমন হবে, এই কথা গুলো মনে হলেই কেমন জানি মনের ভিতরে কষ্ট লাগছে, আসলে সেই বিষয়টি লিখে কিংবা কাউকে বলে প্রকাশ করতে পারবো না।
সবাই আনন্দ উল্লাস করলে ও কিন্তু আমাদের মনের ভেতর কেমন জানি একটা কিছুর অভাবের ভাব চলে এসেছে, জানিনা ছেলেটি কেমন হবে কি হবে এ ভেবে মনটা খারাপ।
যদি ও আমরা সবাই ছেলেকে ভালোভাবে দেখে শুনে বিয়ে দিচ্ছে তবুও কেমন জানি মনের ভিতরে একটা কেমন জানি ভাব চলে এসেছে।
তবু ও যে আমাদের এই আদরে বোনকে অন্যের হাতে তুলে দিতে হবে। এই চরম বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে কারণ প্রত্যেকটা ছেলে মিয়ে
সারাটা জীবন একএে থাকার জন্য একটা জীবন সঙ্গি বা লাইফ পাটনার প্রয়োজন। আর সারাটা জীবন একত্রে থাকার জন্য একটা পবিত্র বন্ধনে এর মাধ্যমে আবদ্ধ হতে হয়।
আমরা সবাই আমাদের দায়িত্বে থাকা কাজগুলো করছিলাম এদিকে দেখতে পেলাম আমার ছোট বোনের স্বামীর জন্য সবাই মিলে গেট রেডি করতেছে।
এখানে তাদের সাজানোর জন্য অনেক কিছুই দেখলাম গুন রং করে সবাই মিলে কাজ করছে, সবার কাজ গুলো দেখে আমার কাছে ভালই লাগলো।
এই দিনটি ছিল অত্যন্ত রৌদ্রময়একটা দিন অত্যন্ত রোদের কারণে এখানে কাজ করতে সবারই কষ্ট হচ্ছিল।
এদিকে বর পক্ষের বিয়ের আগের দিন এসে, বোনকে গায়ে হলুদ দিয়ে গেল, আমাদের আদরের ছোট বোনকে সবাই হলুদ দিচ্ছে, এ দেখে আমার ভালোই লাগছে, কোনো দিন আমার বোনকে আমরা কাঁদতে দেই নি,
এমন কি আমার মা যদি আমাদের সামনে আমার ছোট বোনকে কিছু বলতো আমরা বাঁধা দিতাম। আসলেই ভাই আর বোনের মাঝে মহান আল্লাহ তায়ালা যেন কি একটা আক্তার সম্পর্ক দিয়েছেন। তা প্রত্যেকটা ভাই ও বোন ভালোভাবেই যানে। আর আমাদের ছোট বোন ও ছিল সহজ সরল একটা মিয়ে। ছোট বেলা থেকে গ্রামের পরিবেশে বড় হয়ে উঠেছে। শহরের কথা বললে কোথাও যেতে চায় না, কারন ওর নাকি গ্রামের পরিবেশেই ভালো লাগে।
আর আমাদের এই আদরের বোনকে যার সাথে বিয়ে দিলাম, সে একজন ব্যবসায়ী, তিনি তাদের পরিবারের একটি মাএ সন্তান। মহান আল্লাহ তায়ালা যেন আমার এই আদরের ছোট বোন যেন তার সাংসারিক জীবন সুখি হতে পারেন , সবাই আমার ছোট বনের জন্য দোয়া করবেন।
সবাই আমার পরিবার ও ছোট বোনের জন্য দোয়া করবেন, যেন তার সামনের দিন গুলোতে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে।
তো বন্ধুরা আজ এই পর্য়ন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @shahinalam12 |
আসলে ভাই বোনের সম্পর্ক খুবই মূল্যবান একটা সম্পর্ক। যে সম্পর্কের বিস্তারিত আলোচনা হয়তো বা আমি এখানে করে শেষ করতে পারবো না। তবে বাস্তবতাকে আমাদেরকে মেনে নিতেই হবে।
বোন বড় হলে সেই বোনকে পরের বাড়ি পাঠাতে হবে। অন্যের হাতে তুলে দিতে হবে, এটাই চরম বাস্তবতা।
আর যাই হোক বিয়ে মানে আনন্দ আপনার ছোট বোনের বিয়েতে দেখছি আপনার বেশ ভালোই আনন্দ করছেন, সবাই মিলে। বিশেষ করে তার হাজবেন্ডের জন্য যে গেট তৈরি করা হয়েছে। এ ধরনের গেট আমি আসলে আগে কখনো দেখিনি। এই প্রথম আমি এ ধরনের গেট দেখতেছি। আমাদের এদিকে আসলে অন্যভাবে তৈরি করা হয়। যাই হোক আপনার ফটোগ্রাফিতে নতুন এক গেটের সন্ধান পেলাম, এবং দেখলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি এত সুন্দর ভাবে আমার পোস্টটি পড়ে সুন্দর ভাবে মন্তব্য করার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাই আমার বোনের শুভ কামনা করার জন্য।
আর আপনি আরেকটি কথা বলেছেন আমাদের এলাকায় বিয়ের গেট নিয়ে আমাদের এলাকায় সাধারণত বরকে বরণ করে নেওয়ার জন্য এরকম একটা আয়োজন করা হয়ে থাকে। এটি একটি আমাদের এলাকার রীতি বলা যায়।
বিয়ে মানে আনন্দ বিয়ে মানে খুশি। তবে সব বিয়ে মনের মধ্যে আনন্দ সৃষ্টি করে না। বোন খুব আদরের হয়। আর সেই বোনকে বিদায় দিতে অনেক কষ্টই লাগে। কিন্তু কি করার বিদায় তো দিতেই হবে।
আপনারা আপনার বোনের বিয়েতে সবাই বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। একটা বিয়েতে সবাই আলাদা আলাদা দায়িত্ব পালন করলে বিয়েটা ভালোভাবে সম্পন্ন করা যায়।
আপনার বোনের জন্য দোয়া করি। আপনার বোন যেন নতুন জীবনে সুখে থাকতে পারে। আমিন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য সেই সাথে আমার বোনের শুভ কামনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা সবাই দোয়া করবেন যাতে তাদের সামনের জীবন সুখেও স্বাচ্ছন্দে বসবাস করতে পারে সারাটা জীবন,
দোয়া করি ভাই আপনার বোন যেন নতুন জীবনে সুন্দর এবং সুখে থাকতে পারে। আমিন
ছোট ভাই ঠিক বলেছ বিয়ে মানে আনন্দ বিয়ে মানেও খুশি তোমার পোস্টটা পড়ে অনেক কিছু বুঝতে পারলাম এবং তোমার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম তোমাদের তিন ভাই এবং তোমাদের একমাত্র আদরের ছোট বোন যাকে তুমি বিয়ে দিয়েছো একজন ব্যবসায়ীর সাথে তাই তাদের জন্য দোয়া রইল তাদের সাংসারিক জীবন যেন সুখের হয় এই কামনা করলাম। আর ছোট ভাই তুমি ঠিকই বলেছে প্রত্যেকেরই জীবনের জন্য একজন জীবনসঙ্গী প্রয়োজন আর জীবন সঙ্গী হতে হবে মনের মত যদি মনের মত হয় তাহলে সংসারে অনেক শান্তি হয় । তাই তোমার ছোট বোনের জন্য দোয়া এবং শুভকামনা রইল। দোয়া করি তোমার ছোট বোন সুখী হোক।
ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য সেই সাথে আমার ছোট বোনের জন্য আশীর্বাদ করার জন্য।
এবং সেই সাথে আরো দোয়া করবেন যাতে তাদের সামনের জীবন সুখময় হয়ে থাকে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারেন।
তোমাকে ধন্যবাদ
হুম ভাই ভাই বোনের মত সম্পর্ক আর এই পৃথিবীতে নেই ৷ আপনার বোনের বিয়েতে নিশ্চয়ই অনন্দ করেছেন ৷ আর বোন থাকলে বিয়ে তো দিতেই হবে ভাই ৷ যাই হোক ভাই অনেক সুন্দর লিখেছেন ৷
আপনার বোনের জন্য রইলো শুভকামনা ৷
ভালো থাকবেন ভাই