স্বরচিত কবিতা ||"রূপবতী"||~~



আসসালামু আলাইকুম/আদাব

IMG_20220427_234240.jpg


শীতের উষ্ণ শুভেচ্ছা সকলকে। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।

বন্ধুরা আজ একজন পাগল প্রেমিকের প্রেমের অমর বাণী আপনাদের সাথে শেয়ার করব।প্রেমের অনির্বাণ শিখা জ্বালিয়ে রাখার প্রত্যয়ে, একজন প্রেমিক তার প্রিয়ার রূপের বর্ণনায় বিভোর।হঠাৎ করে এক রূপবতী নারীকে দেখে তার মনের অভিব্যক্তি ব্যক্ত করেছে এই কবিতার শব্দমালায়।রুপের গুণের বর্ণনায় বিমোহিত সেই প্রেমিক পুরুষ। এমন একটি প্রেমিক পুরুষের মনের ভাব নিয়েই। আজকের এই কবিতাটি রচনা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রোমান্টিক এরকম প্রেমের কবিতা কার না ভালো লাগে।জানি কবিতাটি পড়তে পড়তে অনেকের অনেক অতীত মনে পড়ে যাবে।কারো স্কুল জীবন কারো কলেজ জীবন।যাইহোক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি,এই ভেবে যে এই কবিতার একটা লাইনও যদি কারো সাথে কমন পড়ে যায় এর জন্য।তবে কবিতাটি আপনাদের ভাল লাগলে সেটাই আমার সার্থকতা আমার পরম পাওয়া।আমার উৎসাহ আমার অনুপ্রেরণা।ভালোলাগা ভালোবাসার আরেক নাম কবিতা।কবিতার ছন্দে, আমি মহানন্দে,ফিরে আসি গন্ধে আমার বাংলা ব্লগে।চলুন দেরী না করে কবিতাটি পড়ে আসি।


রূপবতী

IMG_20221002_160811.jpg


সেলিনা সাথী

♥তুমি যেন রূপে-গুণে
আসমানের'ই পরী,
তোমার রূপের লাবণ্যতায়
আহা মরি মরি।

কি অপরূপ রূপের বাহার
মিষ্টি মধুর হাসি,
তোমায় ঘিরে দু' নয়নে
স্বপ্ন রাশি রাশি।

কাশফুলের নরম ছোঁয়ায়
শিশির ভেজা মন,,
ইচ্ছে করে তোমার সাথে
করি আলাপন।

হীরার চেয়েও দামি তুমি
পূর্ণিমারি চাঁদ,
আধার ঘরের আলো তুমি
জোছনা ভেজা রাত।

মায়া ভরা চাহনি তোমার
কি অপরূপ লুক,,
এক পলকে ও মনের ভিতর
লাগে ভীষণ সুখ।

মধুমাখা বাঁশির সুরে
সুভাষিত ফুল,
হারিয়ে যাই ভাবাবেশে
দেখে এলো চুল।

কোন গ্রহের কন্যা তুমি
মনটা নিলে কেরে,,
রূপবতীর গুনের কাছে
গেলাম বুঝি হেরে।♥



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আসলে আপনার কবিতাটি পড়ে অতীতের কথা মনে পড়ে গেল আপু। আমার সেই স্কুল জীবনের প্রেমিকার কথা মনে পড়ে গেল। যাইহোক এটা নিয়ে বেশি কিছু আর না বলি।
আপনি বরাবরই সুন্দর কবিতা লেখেন, তেমন এই কবিতাটিও দারুন হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার কাছে এমনটাই মনে হয়েছিল যে, কারও না কারও অতীত জীবনের সাথে কবিতাটি কোন না কোন জায়গায় কমন পড়ে যাবে। যাইহোক আপনার অতীতের কথা মনে হয়েছে বলে। আমার বেশ ভালো লাগছে।♥♥

 2 years ago 

কি অপরূপ রূপের বাহার
মিষ্টি মধুর হাসি,
তোমায় ঘিরে দু' নয়নে
স্বপ্ন রাশি রাশি।

একটি কবিতা শেয়ার করেছেন আপনি আজ আমাদের মাঝে ।এই রূপবতী কন্যাটিকে আপনি নিজেই নাকি আমার তো মনে হয় আপনি নিজেই। ছবি দেখে তাই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে ।কবিতার প্রতিটি লাইনে একেবারে মনোমুগ্ধকর।

 2 years ago 

হা হা হা আপু হাসলেন। আমি কি আর রূপবতী হতে পারি?? বরং আমি গুনবতী হতে পারি এটা ঠিক।কবিতা টি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।♥♥

 2 years ago 

আপু আপনার কবিতার প্রতি আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে। আপু অনেক সুন্দর কবিতা লেখেন, আজ ও তার ব্যতিকর্ম হয়নি।সত্যি কবিতাটি অনেকের জীবনের সাথে মিল রয়েছে। কবিতার প্রত্যেকটি লাইনি চমৎকার হয়েছে। তারপরে ও কিছু লাইন মন কেড়ে নেই -হীরার চেয়েও দামি তুমি
পূর্ণিমারি চাঁদ,
আধার ঘরের আলো তুমি
জোছনা ভেজা রাত।

 2 years ago 

আমার কবিতা আপনার ভালো লাগে এটা জেনে খুবই খুশি হলাম। আসলে আমারও লিখতে খুব ভালো লাগে। এবং আপনার মত এরকম অসংখ্য ভক্ত পাঠক আছে। যাদের অনুপ্রেরণায় আমার লেখার উৎসাহটা আরো বৃদ্ধি পায়।♥♥

 2 years ago (edited)

ছন্দ আর তালে তালে কবিতাটি ছিল অনবদ্য। মঞ্চে দেওয়া একটি কবিতা আজকে আপনি আমাদেরকে উপহার দিলেন। আশা করি আগামীতে এরকম আরো অনেক কবিতা আপনি আমাদেরকে উপহার দিবেন। শুভকামনা রইল আপু আপনার প্রতি।

 2 years ago 

ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামীতে আরো সুন্দর সুন্দর কবিতা নিয়ে হাজির হব।উৎসাহ এবং প্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ♥♥

 2 years ago 

আপনি বরাবরই খুব চমৎকার কবিতা লিখেন। যে কোন পরিস্থিতি কে, যে কোন বিষয়কে কেন্দ্র করে, আপনি কবিতা লিখতে পারেন, এ বিষয়টি আমার অনেক বেশি ভালো লাগে। একবার নীলফামারীর অনুষ্ঠানকে কেন্দ্র করে, পুরো সম্মানিত যত মেহমান ছিল সবাইকে ঘিরে যে কবিতাটি লিখেছেন। সেটা আজও আমার মনে আছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

এটা ঠিক যে কোন পরিবেশ, যে কোন বিষয় নিয়ে তাৎক্ষণিক কবিতা লেখার মত ক্ষমতা আমার আছে। সেটা ভালো হোক আর মন্দ হোক। আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। বরাবরের মতোই উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।♥♥

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ সবসময় সুন্দর সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 
প্রতিটি মানুষের জীবনে এমন কিছু অব্যক্ত কথা থাকে যা কাউকে বলা যায় না। কিন্তু লেখনির মাধ্যমে ব্যক্ত করা যায়। আপনার কবিতার মাধ্যমে অনেক ছেলের মনের কথা তুলে ধরেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে। একটি ছেলের কোন মেয়েকে পছন্দ হলে আপনার কবিতার লেখাগুলোর মত ঠিক এভাবেই চিন্তা করে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপু।
 2 years ago 

তাহলে বোঝা যাচ্ছে কবিতাটি অনেকের কমন পড়ে গেছে। কিছু কিছু জায়গায়। একদম ছেলেদের মনের ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করতে পেরেছি,, এতোটুকু হলেও।♥♥

 2 years ago 

আপনার কবিতা গুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। যেগুলো পড়লে অনেক স্মৃতি মনে পড়ে যায়। আপনি যেমন আপনার কবিতা ও তেমন। আপনার প্রশংসা আর নতুন করে কি করব। সারাদিন প্রশংসা করলেও শেষ হবে না। কবিতার নামটিও তেমনি অসাধারণ ছিল "রূপবতী" ঠিক আপনারই মত। মনটা ভরে গেল আপনার কবিতা পড়ে। এই কবিতাটি আবৃতি করলে আপনার কন্ঠে আরও ভীষণ ভালো লাগবে। যাই হোক খুবই ভাল ছিল আপনার কবিতা।

 2 years ago 

বাহ দারুন বলেছেন তো! আপনি যেমন আপনার কবিতা ও তেমন। কবিতার মতোই বুঝি আমি তাই মনে হয়?? ধন্যবাদ সুন্দর করে আমার কবিতা এবং আমার প্রশংসা করার জন্য।♥♥

 2 years ago 

আহা কবিতা পড়ে বেশ কিছুটা অতীতে হারিয়ে যাচ্ছিলাম। বিশেষ করে আমার একজন প্রিয় মানুষের কথা মনে পরে গেলো।
প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেছে।
বেশ ভালো লাগলো কবিতাটি।

 2 years ago 

বহুদিন পর বহুদিনের পুরনো স্মৃতি মনে করিয়ে দিলাম। এজন্য আমারও ভালো লাগছে। যাই হোক স্মৃতি হোক মধুময়।♥♥

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81