"নিজে হাতে তৈরি করা কিছু পণ্যের ডিসপ্লে"// সেলিনা সাথী// ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।।



আসসালামু আলাইকুম

IMG_20220211_111306.jpg


siam,.png


বন্ধুরা সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

siam,.png

আজ আমার নিজের হাতে তৈরি করা কিছু পণ্যের ছবি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ এপ্লিকের কাজ।একটা সময় প্রচুর হাতে সময় নেই এই কাজগুলো আমি করেছি।এবার ওটা আমার সংগঠনে কিছু নারীদের এই কাজ শিখিয়ে এখন তাদের মাধ্যমে কাজগুলো চলমান রেখেছি।।আমি বিভিন্ন ধরনের হাতের কাজ জানি তার মধ্যে বেশ কয়েকটি কাজ আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাকিগুলো পর্যায়ক্রমে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

siam,.png

IMG_20220211_111327.jpg


প্রথমে এক কালারের থান কাপড় নিয়ে, অন্য রংয়ের কাপড় দিয়ে কেটে এভাবে এপ্লিকের বিছানা চাদর, বালিশের কাভার, এবং টি টেবিলের ঢাকনা এ ভাবে তৈরি করি। আমি এখানে চার রঙের কাপড় ব্যবহার করেছি।এবং দেখুন টি টেবিলের ঢাকনাটি কত সুন্দর দেখাচ্ছে।যখনই রকম,একই ডিজাইনের বিছানার চাদর, বালিশের কাভার, টি টেবিলের ঢাকনার, ড্রেসিং টেবিলের ঠাকনা, যখন একই রকমের একটি রুমে বিছানো হয়,, তখন এতটাই সুসজ্জিত হয় যা আপনাদেরকে বলে বুঝাতে পারব না।।

siam,.png

IMG_20220211_111306.jpg


এটা হচ্ছে কুসুম কভার।বিভিন্ন কালারের থান কাপড় দিয়ে এটি তৈরি করা যেটাকে বলা হয় এপ্লিকের কুশন কভার।আমি একি ই ডিজাইনের মশারি কভার বালিশের কাভার তৈরী করি।যা দেখতে সত্যিই অনেক আকর্ষণীয় হয়।এবং এগুলো তৈরি করে অনেক বাজারজাতও করেছি।

siam,.png

IMG_20220211_111404.jpg

IMG_20220211_111449.jpg


এটা হল একটি কামিজ। এই কামিজের মধ্যে দিয়ে এপ্লিকের কাজ করানো হয়েছে খুব সিম্পল ভাবে।এখানে আমি লাল ও সবুজ রং দিয়ে করেছি। কিন্তু এরকম আমি এখানে বিভিন্ন কালারের কাপর দিয়ে করে থাকি।

siam,.png

IMG_20220211_111247.jpg


siam,.png

এবার দেখে নেই নকশিকাঁথা যেগুলো নিজের হাতে তৈরি করেছি এবং অন্যদেরকে শিখিয়ে দিয়েছি।এখানে নতুন এক কালার শাড়ি কিনে কলম্বা পেন্সিল দিয়ে ডিজাইন করে এরপর সুতো দিয়ে কাঁথা সেলাই করে চমৎকার নকশি কাঁথা তৈরি করেছি।এবং নারী সংসদ নীলফামারী বাজার পড়ায় এগুলো নিয়মিত তৈরি করে বাজারজাত করা হচ্ছে।

siam,.png

IMG_20220211_120929.jpg

IMG_20220211_120958.jpg

IMG_20220211_121139.jpg

IMG_20220211_121059.jpg


siam,.png

এবারে আপনাদের সামনে নিয়ে আসছেি চমৎকার একটি শাড়ি।এখানে দুই কালারের শাড়ি ব্যবহার করেছি সাথে পুথি।চমৎকার এই এপ্লিকের কাজ করে খুব আকর্ষণীয় শাড়ি খুব সহজেই তৈরি করা যায়।এবং আমি এটাও জানি শাড়িতে নারী দেখতে লাগে ভারী।মনটা নেয় কারি।

siam,.png


IMG_20210519_194310.jpg


IMG_20220211_123604.jpg

IMG_20220211_123654.jpg


siam,.png

নিজের হাতে তৈরি করার শাড়ি পড়ে আপনাদের সামনে হাজির হলাম আমি সেলিনা সাথী।এভাবে অনেক ডিজাইনের শাড়ি করে থাকি।পর্যায়ক্রমে আপনাদের সামনে সেগুলো ডিসপ্লে করব।আশাকরি আপনাদের ভাল লেগেছে।পছন্দ হয়ে থাকলে অর্ডার করতে পারেন।আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভকামনা সবসময়।।

ভালোবাসার এই মাসে অফুরন্ত ভালোবাসা দিয়েই শেষ করছি। আল্লাহ হাফেজ।

siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

ওয়াও আপু, এক কথায় অসাধারণ এপ্লিকের কাজের যেকোনো কাপড় আমার খুবই ভালো লাগে। এপ্লিকের বিছানার চাদর সুপার কুসুন এছাড়াও অন্যান্য ডিজাইন গুলো সত্যি অনেক সুন্দর লাগে।আর ঘরে যদি বিছানা অথবা সুপার কুসুনের উপর লাগানো হয়।তাহলে সত্যিই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। ঠিক বলেছেন আপু, এপ্লিকের কাজ গুলো করতে অনেক সময় লাগে তবে আমি কখনো এই কাজ করিনি। আপু, সত্যি কথা বলতে কি আপনি প্রতিটা কাজেই খুব দক্ষ। এপ্লিকের কাজের মধ্যে আপনার পড়া শাড়ি টা আমার খুবই ভালো লেগেছে। দেখা হলে আপনার থেকে এই শাড়িটা নিয়ে আসব😊 অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপামণি। আমার পোস্ট আপনার ভাল লেগেছে শুনে আমিও বেশ আনন্দিত হয়েছি। এটা ঠিকই বলেছেন এপ্লিকের কাজে অনেক বেশী সময় লাগে। এবং অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয়। আর শাড়িটা নিতে চেয়েছে অবশ্যই নেবেন।কখনো দেখা হলে শুভকামনা আপনার জন্য♥♥
 2 years ago 
এপ্লিক করা কাজ গুলো দেখতে বেশ ভালো লাগে। আর এটা এমন একটি শিল্পকর্ম যা খুবই ধৈর্য সহকারে করতে হয়। আপনি খুব সুন্দর করে কাপড়ে এপ্লিক করেছেন যা মনমুগ্ধকর লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥
 2 years ago 

আপনার এত ধরনের গুন আছে জানতাম না তো। সবগুলো কাজ যেন একদম নিখুঁত হাতে করা। প্রত্যেকটা জিনিস খুবই অসাধারণ লেগেছে। আমিও কিন্তু এই কাজগুলা কিছুটা জানি। আমিও এরকম অনেক কিছু কাপড় দিয়ে ডিজাইন করেছি। এমনকি অনেক জামা ডিজাইন করে সেলাই করেছি। কিন্তু আপনার প্রত্যেকটা কাজ খুবই ভালো লেগেছে। নিজের হাতে তৈরি করা শাড়িটা পড়াতে আপনাকে বেশ ভালো লাগছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপু আপনি এত সুন্দর করে মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য♥♥
 2 years ago 

সত্যিই আপু সবগুলোই অসাধারণ। আপু আপনি খুব গুনবতী না বলে থাকতে পারলাম না।আপনি খুব যত্ন করে সবকাজ করেন। ধন্যবাদ আপু।

 2 years ago 
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপুমণি খুবই চমৎকার করে গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য♥♥
 2 years ago 

আপু আপনার হাতে তৈরি করা কিছু পণ্যের ডিসপ্লে দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে সব গুলো তৈরি করেছেন দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য!♥♥
 2 years ago 

অসাধারণ কিছু কাপড়ের কাজ করেছেন আপু।খুব ভালো লাগলো দেখে। আপনি অনেক সুন্দর করে কাপড়ের সুন্দর ডিজাইন করেছেন।আমার কাছে এই কাজগুলো অনেক ভালো লাগে। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 
আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ জানাই। উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদান করে পাশে থাকার জন্য। এভাবেই সব সময় পাশে থাকবেন প্রত্যাশা রেখে গেলাম। সেই সাথে ভালোবাসা অবিরাম। ভালো থাকবেন সব সময়♥♥
 2 years ago 

আপু আপনার দক্ষতার প্রশংসা না করলেই নয়। আপনার হাতের কাজ খুবই নিখুঁত এবং সুন্দর। আপনার হাতের কাজগুলো আমার খুবই ভালো লেগেছে। আপনার গুণের কথা আসলে বলে শেষ করার মতো নয়। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 
অনেক কাজেই একটু একটু করে পারি। তবে মাছ বাঁচতে আজও পারিনা। সে জায়গাটায় গুনবতী হতে পারি নাই। গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় ভাইয়া।

♥♥

ওয়াও আপু নিজের তৈরি পণ্যোর ডিসপ্লে অসাধারণ লাগছে। বিশেষ করে শাড়ী টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি সব কিছুতে হাতের কাজ গুলো করেছন। আপনি অনেক ধৈর্যের সঙ্গে কাজ গুলো করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। শাড়ি পারে আপনাকে খুব মিষ্টি আপু লাগছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 
এতো চমৎকার করে উৎসাহমূলক গঠনমূলক মন্তব্য করে আমাকে বেশি বেশি উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় আপু মনি ভালো থেকো সবসময় ভালোবাসা অবিরাম

♥♥

 2 years ago 

খুব অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। আপনার চরন দক্ষতা রয়েছে এটি দেখে আমার খুবই ভালো লাগতেছে। আপনি তো দেখি অলরাউন্ডার। সবকিছুই করতে পারেন। নতুন একটি অভিজ্ঞতা জানতে পারলাম আপনার কাছ থেকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 
অলরাউন্ডার না হলেও কিছু কিছু কাজ আমি পারি। সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব।খুবই সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভালো থাকবেন সবসময়♥♥
 2 years ago 

YpihifdXP4WNbGMdjw7e3DuhJWBvCw4SfuLZsrnJYHEpsqZFkiGGNCQHtEX2L5ZiTiNvJnrYf5ptbbz7XQpt33kWQRSNgVxZsAKiRxdRZ1poKFEjeRkbBSbVQVqJZonbjg3fKAQRPTgxxyQUNvFkUQTMQnQVvWYKpsPJZd7JfghT.gif

ওয়াও আপু আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু পণ্যের ডিসপ্লে করেছেন। আপনার ডিসপ্লে করা ছবিগুলো দেখার পরে মনে হচ্ছে আপনার হাতের কাজের আপনি অনেক পারদর্শী। আপনার হাতের কাজ গুলো দেখে মনে হচ্ছে আপনি অনেক দক্ষতা অর্জন করেছেন এই কাজগুলোর উপরে। আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইল পরবর্তীতেও এমন সুন্দর সুন্দর কিছু পণ্য আমাদের মাঝে উপহার দিবেন আপু।

YpihifdXP4WNbGMdjw7e3DuhJWBvCw4SfuLZsrnJYHEpsqZFkiGGNCQHtEX2L5ZiTiNvJnrYf5ptbbz7XQpt33kWQRSNgVxZsAKiRxdRZ1poKFEjeRkbBSbVQVqJZonbjg3fKAQRPTgxxyQUNvFkUQTMQnQVvWYKpsPJZd7JfghT.gif

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি চমৎকার গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58617.29
ETH 3164.87
USDT 1.00
SBD 2.44