আত্মকথা,, ||"আমি থেকে আমি" হওয়ার গল্প||~~

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম/আদাব


বন্ধুরা সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় খুব বেশি ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

IMG_20221209_210752.jpg


আমার বাংলা ব্লগ পরিবারের,, সকল বন্ধুদের সাথে আজ আমি আমার জীবনকে কিভাবে তৈরি করতে সক্ষম হয়েছিলাম। সেই বিষয়টি আংশিক তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে আমার জীবনটা সেই ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে।সেই সংগ্রামী জীবন টাকে কিভাবে সাজিয়ে নিলাম। সে বিষয়টি,হালকা করে ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে।আমার আজকের সামান্যতম শেয়ার টুকু অনেকের জীবনের অনুপ্রেরণা হতে পারে বলে আমি বিশ্বাস করি।



♥আমি থেকে আমি হওয়ার গল্প♥

IMG_20221209_212559.jpg


আমি খুব ভাল করে জানি মানুষ ব্যর্থ হতে হতেই সফল হয়। ব্যর্থতা ছাড়া সফলতা জীবনে কখনো আসেনি। কখনো আসে না! দুঃখ ছাড়া যেমন সুখ পাওয়া যায় না। তাই ঠিক করেছি জীবনে যতবার আ'ঘা'ত পাব, ততবারই নতুন কর পণ করব, নতুন কোনো সফলতার গল্প তৈরি করতে।। এই আমি বার বার হাজারো বার পড়ে গিয়েই সোজা হয়ে দাঁড়াতে শিখছি। হোঁচট খেতে খেতে হাঁটতে শিখছি।
হাজারো দুঃখ কষ্টের মাঝেই সুখ খুঁজছি।। অশান্তির মাঝেই শান্তি খুঁজছি। আর কান্না করতে করতেই হাসতে শিখেছি।। তাইতো হাজারো যন্ত্রনা, কষ্ট আমার ঠোঁটের কোণের হাসিকে মলিন করতে পারে না কখনো। ভা'ঙ'তে ভা'ঙ'তে'ই এখন আমি লোহার মত শক্ত হয়েছি। এতোটুকু উপলব্ধি করতে পেরেছি যে, জীবনে নতুন করে কিছু করতে গেলে নিজেকে কয়লার মত পো'ড়া'তে হয়। নিজেকে তপ্ত আগুনে ভা'ঙ্গা'রি'র মতো গলিয়ে গলিয়ে তরল পদার্থের মত করে শক্ত লোহাতে পরিনত করতে হয়। তাইতো নিজেই নিজেকে গনগনে আগুনে নিজেকে আরও বেশি করে পুড়িয়েছি। শুনেছিলাম পোড়ালে নাকি শোনাও খাঁটি হয়ে ওঠে।তাইতো আমি থেকে আমি হওয়ার জন্য আরও বেশি করে,, যন্ত্রণার আগুনে দাউ দাউ করে জ্বলেছি।এভাবে নিজেকে পোড়ানোর যন্ত্রণা কোনো আবেগ-অনুভূতি দিয়ে কোনদিন কাউকে কাউকে বোঝানো যাবে না।


IMG_20221209_211842.jpg


তাইতো যারা আমাকে বোঝেনা এমন কারও আ'ঘা'তে এখন আর চোখের পানি ফেলি না । তাই এখন চোখের পানি জমিয়ে রাখি। রেফ্রিজারেটরে করে । চোখের পানিকে এখন বরফে পরিনত করি। কারো দেয়া দুঃখ গুলোকে গলতে দেইনা! খুব যত্ন করে হৃদয়ে মধ্যে বরফের মতো জমিয়ে রাখি।।যেন দুঃখগুলো গলে না যায়। আর আমার চারপাশের কোন মানুষ ও যেন দেখতে না পায়। আমি কোনদিন কাউকে নিজের ক্ষ'ত দেখাতে চাইনা। কিংবা নিজের দূর্বলতা'র কথা মুখ ফস্কেও সহজে কাউকে বলিনা। দুঃসময়গুলো ভুলে যাই অনায়য়শে। প্র'তা'র'ক'দে'র ভুলে মনে রাখিনা।! শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আরেকটু এগিয়ে যেতে চাই। হয়তো বা আগামীতে আমার ও জন্যে সুখ অপেক্ষা করছে। নিজের মনের সাথে কথা বলি। দুঃখের চেয়ে ও হয়তো শতগুণ বেশি সুখ। এই সান্তনা কে সামনে রেখে হতাশ হইনা। নিরাশ হইনা! এটাও জানি সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না! এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে। যেকোনো পরিস্থিতিকে মেনে নিয়ে, মানিয়ে চলার চেষ্টা করি।
আর এভাবেই সূচনা করেছি। "আমি থেকে আমি" হওয়ার গল্প


IMG_20221209_211631.jpg


হাজারো চড়াই-উৎরাই পেরিয়ে নিজেই নিজের পরিচয়ে পরিচিত হতে পেরেছি। কারো কারো জীবনে অনুপ্রেরণা হতে পেরেছি।আজ আমাকে দেখে হাজারো মানুষ অনুপ্রাণিত হয়। হাজারো মানুষকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছি।অবহেলা, কুসংস্কার, কিংবা হাজারো অপবাদ আমাকে দমিয়ে রাখতে পারেনি।তবে ত্যাগ করতে হয়েছে জীবনের সর্বোচ্চটুকু।হাজারো দুঃখ কিনে হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি।

এটা কি আমার সফলতা কিংবা অর্জন নয়--?

বন্ধুরা আমি থেকে আমি হওয়ার গল্প এত সহজ বিষয় নয়। কিংবা এতোটুকু ও নয়।তবে আজ এত টুকুতেই বিদায় নিলাম ভাল থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন।আমার এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে। আপনাদের মনে কাউকে অনুপ্রেরণা যোগায়। তবে, আমার পরম পাওয়া।

IMG_20221209_212257.jpg

IMG_20221209_212008.jpg

IMG_20221209_211201.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

সত্যি আপু সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মে না। আসলে সুখ আর দুখ একে অপরের পরিপূরক। দুখ আছে বলেই সুখের এতো দাম।মাকড়সা সাত বারে উঠে দাড়িয়েছে,তাহলে আমরা কেনো পারবো না।আমাদের সবারই উচিত জানি সৃষ্টিকর্তা কে মেনে চলা তিনি কাউকে ঠকান না! এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলতে হবে।

 2 years ago 

নিজের স্বপ্নের দিকে অতিবাহিত হওয়ার জন্য আত্মবিশ্বাসের অনেক বড় ভূমিকা রয়েছে। যার আত্মবিশ্বাস বেশি সে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবে।

 2 years ago 

এটা কি আমার সফলতা কিংবা অর্জন নয়--?

যারা কঠোর পরিশ্রম করে নিজের সফলতা ছিনিয়ে নেয় তারাই প্রকৃত পক্ষে সফল মানুষ। আসলে সফলতা এমনি এমনি ধরা দেয় না। সফলতা অর্জন করে নিতে হয়। আপু আপনার মেধা এবং পরিশ্রম ছিল বলেই হয়তো সবার সব কথা উপেক্ষা করে নিজেকে এগিয়ে নিয়ে এসেছেন। আর যারা আপনাকে আঘাত করেছে তারা আজ পরাজিত হয়েছে। আপনি যদি নিজের চোখের জল বরফে পরিণত না করে ফেলতেন তাহলে হয়তো চোখের জলে নিজের স্বপ্নগুলো ভেসে যেত। সত্যি আপু আপনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।

 2 years ago 

নিজের স্বপ্ন পূরণের জন্য শান্তির ঘুম ত্যাগ করতে হবে এবং সবসময় চেস্টা চালিয়ে যেতে হবে।

 2 years ago 

আপু আপনাকে কিভাবে যে অভিনন্দন জানাবো সেই ভাষা আমি খুজে পাচ্ছি না।জীবনে সফল হওয়া এত সহজ নয় অনেক কঠিন পরিস্থিতি অনেক কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আসতে হয়।আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনার আত্মকথার মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেছেন।অনেক সাহস পেয়েছি আপু অনেক অনুপ্রেরণা পেয়েছি আপনার পোষ্টের মাধ্যমে।আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা সবসময় চালিয়ে যেতে হবে। আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অবশ্যই আপনি সফল।নিজের পরিচয়ে পরিচিত হওয়া,সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়াই তো সফলতা।কবিতার ক্ষেত্রে আপনি আমার অনুপ্রেরণা।আর যে আপনাকে বোঝে না,তার জন্য কষ্ট না পাওয়া এটা আমিও ফলো করি ব্যক্তিগত জীবনে।ঈশ্বর আপনাকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাক। ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজে শেখার চেষ্টা করি এবং অন্যকে শেখানোর চেষ্টা করি এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখি।

 2 years ago 

আপু, আপনার আমি থেকে আমি হওয়ার গল্পটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার নিজের উপর এতটাই আত্মবিশ্বাস যার কারনে আপনি কখনো হেরে যাননি। পিছু লোকে কিছু বলে, আর এই কিছু বলা কে আপনি কখনো তোয়াক্কা করেননি। আর তাইতো প্রতিনিয়ত দুঃখ কষ্ট গুলোকে পায়ে দুমড়ে মুছরে সামনের দিকে অগ্রসর হতে পেরেছেন। আপু, আপনার মনের জোর দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার মনের জোর দেখে আপনাকে আমি স্যালুট করছি। সবাই যদি আপনার মত হত তাহলে হয়তো "নিরীহ"কথাটি খুব বেশি একটা ব্যবহার হতো না। এভাবেই এগিয়ে চলুন আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

পাছে লোকে কিছু কথা বলবে, সেই দিকে কান দিলে আপনার বর্তমান এবং ভবিষ্যত দুই জায়গাই নষ্ট হয়ে যাবে। তাই নিজের উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।

 2 years ago 

আজ আপনার কথাগুলো মোটিভেশন হিসেবে কাজ করবে আমার জীবনে। সত্যি তো যারা আমাকে নিয়ে ভাবে না আমি কেন তাদের জন্য চোখের জল ফেলব। বার বার ব‍্যর্থতা যে সফলতার ইঙ্গিত এটা ভুলে যায়। সেজন্য হাল ছাড়া যাবে না ব‍্যর্থতা তো একটা পরীক্ষা মাএ। দারুণ লিখেছেন আপু অনেক ভালো লেগেছে আমার কাছে।।

 2 years ago 

ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানেই নতুন সূচনা, সফলতার দিকে একধাপ এগিয়ে যাওয়া।

 2 years ago 

আপনার আমি থেকে আমি হয়ে ওঠার কথাগুলো হাজারো মানুষের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে। কিছু কথায় তো আমি আগুন ঝরা অনুভূতি পেলাম। কিছু কথা‌ আমার জাষ্ট হৃদয়ে গেঁথে গেছে। আমি থেকে আপনি স্বপ্নের আপনি হয়ে উঠুন এই দোয়া সবসময়ই করি।

 2 years ago 

শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রাখতে হবে তাহলেই সব কিছু ঠিক থাকবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56442.36
ETH 2405.22
USDT 1.00
SBD 2.32