বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের "কিশোরের স্বপ্ন" কবিতা টির আবৃত্তি~~~



আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

received_813282093127771.webp


বন্ধুরা,, আজ আবারও আপনাদের জন্য খুবই চমৎকার একটি কবিতা আবৃত্তির নিয়ে হাজির হয়েছি।আপনাদের সকলের অতি প্রিয় কবি আপু।বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন যে আমি একজন কবিতাপ্রেমী মানুষ।কবিতা আমার ভীষণ পছন্দের।আর কবিতার ছন্দ মনে হয় হৃদয়ে ঝড় তোলে।তাইতো কবিতা ছাড়া যেন আমি পূর্ণতা পাইনাবন্ধুরা আজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিশোরের স্বপ্ন কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি।কবিতাটি আজকে প্রথম শুনলাম। এর আগে কোনদিন কখনোই পড়া হয়ে উঠেনি, এই কবিতাটি।তবে কবিতাটি পড়ার পর মনে অন্য রকম একটা অনুভূতি ছুঁয়ে গেল।তাই ভাবলাম কবিতাটি আবৃত্তি করে সবাইকে শোনার সুযোগ করে দেই।হয়তো আমার আবৃত্তি টি ততটা ভাল হয়নি। কিন্তু আমি চেষ্টা করেছি।এই কবিতাটির মধ্যেও খুবই চমৎকার দেশপ্রেম ফুটে উঠেছে।কবিতার কথাগুলো ওই যে আবেগ রয়েছে তা আমার হৃদয় কে সরাসরি স্পর্শ করেছে।আর তাই উচ্চারণ করার দুঃসাহস করলাম। আমার বিশ্বাস নিশ্চয়ই আপনাদের ও কবিতাটি অনেক ভালো লাগবে।আর আমার কবিতা আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে। সেটাই হবে আমার সার্থকতা। আমার পরম পাওয়া। আমার অনুপ্রেরণা।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের কবিতা আবৃত্তি।


কিশোরের স্বপ্ন


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম


আবৃত্তি সেলিনা সাথী*♥


ভিডিও লিংক


কবিতার লিরিক্স

♥মা আমারে সাজিয়ে দেগো
বাইরে যাওয়ার বেশে
রইবোনা আর অচল ঢাকা
গণ্ডিয়া আঁকা দেশে।

মা এখানে নাই যে জীবন
প্রাণের আবির খেলা
আপনাকে যে আপনি মোরা
হানছি অবহেলা।

স্কুলে যাও চাকরি করো
আদর্শ নাই ইহার বড়,
সকাল বেলায় জেগে ওঠা
ঘুমিয়ে সন্ধ্যেবেলা।

দেশ কোথায় মা!!
এ যে শ্মশান সবের মেলা।
জানিনা মা ভালো কিংবা
মন্দ ওরা করে,,
মরার দেশে তাথৈ নাচে
দেশ তাহাদের হরে।

প্রাণের আগুন লাগিয়ে বেড়ায়
প্রাণহীন দের পাড়ায় পাড়ায়
সেই আগুনের শিখা মাগো
এসেছে মোর ঘরে।

আমি তাদের দলের হব
কাঁদি তাদের তরে,,
আমি যাব মৃতের দেশে
আঘাত দেওয়া হয়ে।

জয়ের আশা যাবে তাদের
হয়ত পরাজয়ে
যাব চেকোস্লোভাকিয়ায়
চীন-জাপান ও দূর রাশিয়ায়।

যৌবনেরি অগ্নিমন্ত্রে
আসবো দীক্ষা লয়ে,
লাগিয়ে আগুন ভাগিয়ে দেব
ভাগিয়ে দেব ভয়ে।

মাগো তুমি ভয় করো না
আমি মরি যদি,,
স্রোতের মুখে আপনি ভেসে
আনবো বয়ে নদী।

মাগো আমি হারিয়ে গেলে
জাগবে দেশে যেসব ছেলে
তাদের মাঝে পুত্রে তোমার
দেখবে নিরবধি,,
কোটি ছেলে পাবে মাগো
আমি হারাই যদি।

ম্যালেরিয়ায় ভুগবো না মা!
মরবো না তার কোলে
ডাকতে তোরে দেব না মা
চাকর এর মা বলে।।

রাজরানী মা করব তোরে
ত্রিভুবনের রত্ন হবে,,
তারি তরে পাড়ি দেবো
সাত সাগরের জলে।
লঙ্ঘি মরু গিরি দড়ি
যাব আমি চলে।

আমার দেশের সকল মাতা
কাঁদবে আমার তরে,,
ভাববে তাদের আপন ছেলে
গেছে দেশান্তরে।

আমার দেশের প্রসাদ পেয়ে
দেশ-বিদেশের ছেলেমেয়ে
ধন্য হতো আগে যেমন
তেমনি আজও হবে
তোমার পুত্র না যদি রয়
আশার স্বপ্ন রবে।


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

কবিতা আবৃত্তি দুবার শুনলাম 🤗 ভীষণ মুগ্ধ হয়ে শুনছিলাম প্রতিটি লাইন। দেশপ্রেম যেভাবে কবিতায় মিশে রয়েছে তেমনি আপনার কন্ঠে ঝরে পড়েছে। সত্যিই আপনি আবৃত্তিতে সেরা 🤗

 2 years ago 

আবৃত্তি টি দুবার শুনেছেন শুনে খুশি হলাম। এত চমৎকার করে অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

 2 years ago 

কবিতাটি যেমন সুন্দর তেমনি আপনি আবৃত্তিও করেছেন অনেক সুন্দর করে।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আসলে কবি আপু আপনার আবৃত্তি যতই শুনি ততই আরো শুনতে মন চায়। শুনতে শুনতে যখন আবৃত্তি শেষ হয়ে যায় তখন কিছুটা আফসোস লাগে হায় শেষ হয়ে গেল। আসলে আপু আপনি কবিতা আবৃত্তের সেরা এটা সবাইকে মানতেই হবে। অনেক ভালো লেগেছে আপনার আবৃত্তি। ধন্যবাদ আপনাকে আরও আবৃত্তি শোনার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনার চমৎকার মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহ যুগিয়েছে। তবে হ্যাঁ এখন থেকে প্রতি সপ্তাহে আবৃত্তি করার চেষ্টা করব।সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে, আমাকে উৎসাহ প্রদানের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

 2 years ago (edited)

মাশাআল্লাহ আপু অনেক সুন্দর ভাবে আবৃত্তি করেছেন।কানে হেডফোন লাগিয়ে শুনলাম বেশ ভালো লাগলো। আসলে কাজি নজরুল ইসলাম এর কবিতার আবৃত্তি গুলো ভিশন ভালো লাগে। বেশি ভালো লেগেছে দেশপ্রেম এর জন্য। কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে। আপনার আবৃত্তি তো আমার আগে থেকেই ভালো লাগছে। নতুন করে আর কিছু বলার নেই। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনেকগুলো কবিতাই আমার কাছে খুবই ভালো লাগে। যেগুলো আমি মাঝেমাঝে পাঠ করি। কিংবা আবৃত্তি করি। তবে এই কবিতাটি আজ প্রথম পড়েছি। প্রথম শুনেছি। প্রথম আবৃত্তি করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।♥♥

 2 years ago 

আপু কে বলেছে আপনার আবৃতি ভালো হয়নি ।আমি তো দেখছি দারুণভাবে আবৃত্তি করেছেন ।আপনি যেমন ভাল কবিতা লিখেন তেমনি ভালো ভালো কবিদের কবিতাগুলো সুন্দর করে আবৃত্তিও করতে পারেন ।আপনার এই কবিতা আবৃত্তি আমার অনুপ্রেরণার উৎস। আমার কাছে খুবই ভালো লাগে কারো কবিতা আবৃত্তি শুনলে। দারুন হয়েছে আপু।

 2 years ago 

আমার কবিতা আবৃত্তি আপনার অনুপ্রেরণার উৎস জেনে খুব ভালো লাগলো।অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

 2 years ago 

বেশ কয়েকদিন পরে আপনার কন্ঠে একটা কবিতা আবৃত্তি শুনতে পেলাম আপু। খুবই চমৎকারভাবে কাজী নজরুল ইসলাম রচিত কিশোরের স্বপ্ন কবিতাটি আবৃত্তি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার আবৃতি করা এই কবিতাটি আমি পুরো শুনলাম দারুন লাগলো আমার কাছে।

 2 years ago 

আপনাদের সকলের অতি প্রিয় কবি আপু।

জ্বী আপু,তুমি আমাদের সবার প্রিয় কবি আপু। আপু, তোমার লেখা কবিতা গুলো যেমন সুন্দর,তেমনি তোমার কবিতা আবৃত্তি গুলো শুনলে সত্যি মন ভরে যায়।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা তুমি খুব সুন্দর করে আবৃত্তি করেছ। আপু,তোমার কবিতা আবৃত্তি শুনে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। কবিতার প্রতিটা লাইনে দেশের কথা কবি তার কবিতায় তোলে ধরেছেন তুমি ও এই কবিতা এত সুন্দর ভাবে আবৃত্তি করেছ কি বলবো🥰 আপু,আমি আগে থেকেই তোমার কবিতা এবং কবিতা আবৃত্তির একজন ভক্ত। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 years ago 

জী আপু আমি জানি যে আপনি কমিউনিটির সেরা কবিতা প্রেমী। আপনি সব সময় কবিতা পাঠ করেন,কবিতা দিয়ে কমেন্ট করেন। আপনার কবিতা গুলো ভালই লাগে। আজকে কাজী নজরুল ইসলামের “কিশোরের স্বপ্ন” কবিতাটি খুব সুন্দর ভাবেই পাঠ করলেন। বিডিওটা দেখে ভালই লাগলো। কবিতার মাঝে কয়েকটি শব্দ রয়েছে যার অর্থ অনেক কঠিন। তারপরও আপনি খুব সুন্দর ভাবে পাঠ করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য সবসময় আমাকে বিমোহিত করে। আপনার ভিডিও বানানটি একটু দেখে নেবেন ভাইয়া।ভয়েজে টাইপ করলে আমারও মাঝে মাঝে অনেক ভুল হয়ে যায়।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।♥♥

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60189.57
ETH 3204.49
USDT 1.00
SBD 2.44