জেলা সরকারি গ্রন্থাগার'র'অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ও স্বরচিত কবিতা পাঠে আমি সেলিন সাথী||~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ আমাদের নীলফামারীতে প্রায় অনেকগুলো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।কমবেশি অনেকগুলো অনুষ্ঠানে আমি ইনভাইট পেয়েছি।কিন্তু সময় স্বল্পতার কারণে শুধুমাত্র একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছিলাম।জেলা সরকারি গ্রন্থাগার এর অনুষ্ঠানে।গ্রন্থাগার হচ্ছে আমার একটি দুর্বলতার জায়গা। আর তাই এই অনুষ্ঠানটা কে বেশি প্রাধান্য দিয়েছি।এখানে রচনা লিখন প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায়, সঞ্চালনায় ছিলাম আমি সেলিনা সাথী। নীলফামারী জেলার সরকারি গ্রন্থাগার এর যেকোন লাইবেরিয়ান আসুক না কেন,, আমাকে ছাড়া সঞ্চালনার দায়িত্ব আর কাউকে দেন না। আমাকে এত বেশি গুরুত্ব দেন যা আপনাদেরকে ভাষায় লিখে বোঝানো যাবেনা।এবং আমি নিজেও তাদেরকে অনেক বেশি গুরুত্ব এবং প্রাধান্য দিয়ে থাকি।আজকের এই প্রোগ্রামে আমার আমার সাথে সিয়াম ও ছিল।এবং ওর ফোন থেকে ও নিজেই ফটোগ্রাফি করেছিল প্রোগ্রামের।বিশেষ করে আমার ছবিগুলো সিয়াম তুলেছে।আমার পক্ষ থেকে সিয়ামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
♦আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন, সরকার মোহাম্মদ রায়হান - অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
♦বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তফা মনজুর, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল
♦মুখ্য আলোচক হিসেবে ছিলেন- মনি শংকর দাস গুপ্ত, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ নীলফামারী সরকারি কলেজ।
♦ সভাপতির আসন অলংকৃত করেন - জনাব শহীদুল হক, সহকারী লাইব্রেরীয়ান জেলা সরকারি গ্রন্থাগার নীলফামারী।
♦এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলাম আমি সেলিনা সাথী। প্রতিষ্ঠাতা সভাপতি সাথী পাঠাগার নীলফামারী।ও নীলফামারী সাহিত্য একাডেমি।
♦অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিয়া মোরসালিনা।
♦পবিত্র গীতা থেকে পাঠ করেন ইন্দ্রজিৎ।
♦শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলফামারী সরকারি গ্রন্থাগারের সহকারী লাইবেরিয়ান জনাব শহীদুল হক।
♦ছোট ছোট সোনামনিদের কবিতা আবৃত্তি দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়।
♦পর্যায়ক্রমে বিশেষ অতিথি, মুখ্য আলোচক এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।তবে পুরস্কার বিতরণী হওয়ার আগে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সকলের অনুরোধে আমার স্বরচিত কবিতা গাইডলাইন পাঠ করে শোনাই। এবং সকলেই বেস্ট তারিফ করেছিলেন।কবিতাপাঠের ভিডিও লিংকটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।তবে চলুন কবিতাটি শুনে আসি।
ভিডিও লিংক
বন্ধুরা আজকের এই পোস্টটি বিকেল থেকে লেখা শুরু করেছিলাম।শুধুমাত্র সালাম এবং আদব পর্যন্তই লিখেছি।এরপর সিয়াম ডাকল তার ব্যাগ গুছিয়ে দেয়ার জন্য কারন সে আজ ঢাকায় চলে যাবে।এরপর পর রুমে গিয়ে ওর সব কাপর ব্যাগ গুছিয়ে দিলাম।এরপর ওর মামানীরা ওকে দেখতে আসে।আর তাই তাদেরকে মেহমানদারি করতে হয়। এরইমধ্যে শিপুর অসুস্থতা আর একটু বেড়ে যায়।ফলে ওর সাথে কিছুক্ষণ সময় দেই। এরপর সিয়ামকে এবং আত্মীয় যারা এসেছিল তাদের সবাইকে রাতের খাবার পরিবেশন করি।খেতে খেতেই সিয়ামের গাড়ির সময় হয়ে গেল।এবার ওকে নিয়ে টার্মিনালে গেলাম।ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে এরপর বাসায় চলে এলাম।এবার ফোন হাতে নিয়ে পোস্টটি লিখব বলে মনস্থির করি। মাত্র দু লাইন লিখতে পেরেছি।এরইমধ্যে শিপুর ব্যথা তীব্র থেকে তীব্রতর শুরু হয়।এবার ওকে গরম সেক থেকে শুরু করে ওর সেবা-যত্ন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।এর পর রাত বারোটার পর আবারো পোস্ট লিখতে বসেছি।আজকের পোস্ট লেখাটা এভারেস্ট জয় করার মতোই।
তো বন্ধুরা আপনারা সকলেই শিপুর জন্য দোয়া করবেন। ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে ভার্সিটির পরীক্ষা গুলো ভালোভাবে দিতে পারে।তিন থেকে চার দিন হয়ে গেল এখন পর্যন্ত বই রিভিশন দিতে পারছেনা বলে ওর মানসিক যন্ত্রণা টা অনেক বেশি। আজ রাতে মূলত ওর সমস্যাটা আরও বেশি হয়েছে।
আপনারা সকলেই শিপুর জন্য দোয়া করবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আআগামীতে আরো সুন্দর সুন্দর আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগ পরিবারে হাজির হবো ইনশাআল্লাহ।
বিশেষ দ্রষ্টব্যঃ আজকের ছবি গুলো সব সিয়ামের ক্যামেরা দিয়ে তোলা।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
অনেক ভালো লেগেছে আপু আপনার আজকের এই অনুষ্ঠানের পুরো দায়িত্ব সঞ্চালনা করেছেন জেনে বেশ ভালো লাগলো। তবে লাস্ট মোমেন্টে পড়ে খুব খারাপ লাগল সিয়াম ভাই চলে গেল আবার শিপুর অনেক অসুখ। যাক তারপরেও আপনি যে খুব সুন্দর একটি দায়িত্ব পালন করলেন গ্রন্থাগার অনুষ্ঠানে বেশ ভালই লেগেছে।
আসলে মায়েদের অনেক দায়িত্ব এবং এই দায়িত্বগুলো নানান রকম রুপে করতে হয়।
সবদিকেই সামলাতে হয়, গতকাল রাত তিনটা পর্যন্ত শিপুর পাশে বসে ছিলাম নির্ঘুম।♥♥
এত গুণী মানুষদের পাশে দাঁড়ানোর অনুভূতিটা কেমন আপু? আসলে কখনো তো এরকম সৌভাগ্য হয়নি তাই জিজ্ঞেস করলাম। নিঃসন্দেহে সবকিছু লিখে হয়তো প্রকাশ করা সম্ভব। বিশেষ করে অনুভূতিটুকু। খুব মন দিয়ে লেখাগুলো পড়ছিলাম, অনেক ভালো লাগলো আপু। শেষের ভিডিওটা ভালোলাগার মাত্রাটা আর বাড়িয়ে দিয়েছে। অনেক দূর এগিয়ে যান এটাই প্রার্থনা করি। আর ছোট ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।
আসলে আমার জীবনে অনেক বড় বড় গুনী মানুষদের সাথে চলাফেরা ওঠা-বসা হয়েছে।
আসলে এসব গুণী মানুষদের পাশে কিংবা সাথে থাকলে অনেক জ্ঞান অর্জন করা যায়। অন্যরকম একটা ভালো লাগা কে স্পর্শ করে।
ভাইয়া আপনার সাথে মূল্যবান কিছু কথা আছে।নতুন একটা আইডিয়া নিয়ে,,
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্য আমাকে সবসময় উজ্জীবিত করে।অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনার জন্য♥♥
ঠিক আছে আপু, আমি আপনাকে মেসেঞ্জারে নক দেব এক সময়, কেমন। 🙏🙏
ওকে ভাইয়া♥♥
আপু,আপনার সব কয়টি পোস্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে।জেলা সরকারি গ্রন্থাগার'র'অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ও স্বরচিত কবিতা পাঠে আপনাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। একই সাথে আপনার কবিতা আবৃত্তির ভিডিওটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতা আবৃত্তিটা খুবই চমৎকার ছিল। অসাধারণ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।