আজকে কলমে, "আমার আর বধু সাজা হলো না"💑🏻🥲||~~



আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি।আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।

IMG_20230204_234244.jpg


5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস।এই দিবসকে ঘিরে চলছে নানা আয়োজন। ঠিক তেমনি আমাদের নীলফামারী জেলা সরকারি গ্রন্থাগার,এবং বেসরকারি গ্রন্থাগার সমুহ একত্রিত হয়ে,যথাযথভাবে এই দিবসটি উদযাপন করবে।তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে নীলফামারী সরকারি গ্রন্থাগার এর অনেক কার্যক্রম করলাম তাদের সাথে।এবং প্রতি বছর এই দিনটিতে আমাকে দেয়া হয় একটি গুরুদায়িত্ব।আর সেটা হচ্ছে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করা।আগামী কালকের অনুষ্ঠান কেউ আমাকে সঞ্চালনা করতে হবে।যাইহোক এদিকে বাসার ওয়াইফাই ঠিকভাবে কাজ করছে না।আজ এক সপ্তাহ থেকে। এমবি কিনে কিনে কোনরকমে কাজ করছি।তবে আজ গ্রন্থাগারে একটি মেয়ের সাথে পরিচয় হলো।মেয়েটির জীবনী কিছুক্ষণ শুনে খুব কষ্ট পেলাম।আর সেই অনুভূতি থেকেই একটি কবিতা ঝটপট লিখে ফেললাম এত রাতে।কবিতাটির প্রতিটি শব্দ অনেক গভীর।হুবহু মেয়েটাকে তুলে ধরার চেষ্টা করলাম আংশিক।কবিতা টি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার সার্থকতা।তবে চলুন কথা না বাড়িয়ে কবিতাটি পড়ে আসি।তবে কবিতাটি পড়ার আগে ছোট্ট একটি আহবান করতে চাই সবার কাছে।আমার বাংলা ব্লগ পরিবারের আমার এই পোস্টটি যারা এক নজর দৃষ্টি দেবেন। তাদের সকলের কাছে আমার আকুল আবেদন। আসুন আমরা প্রতিদিন সকলে এক পৃষ্ঠা হলেও বই পড়ি। কারণ বই আমাদের প্রকৃত ভালো বন্ধু।আলোর পথযাত্রী।



♥আমার আর বধু সাজা হলনা♥


♥সেলিনা সাথী♥

আমার আর বধূ সাজা হলো না
হলো না লাল বেনারসি পড়ে
নাকে নথ পরিয়ে ঘোমটা দেয়া।
মেহেদির রঙে হাত রাঙানো আর হলো না

চোখেমুখে যে রঙিন স্বপ্নগুলো ঝলমল করছিল
বেদনার শোকে আজ তারা কাতরাচ্ছে।
আমি অতি সাধারণ একটি মেয়ে
চোখেমুখে অনেক স্বপ্ন
আর ছোট ছোট প্রত্যাশা
এই নিয়ে আমি, আমার পৃথিবী।


ভেবেছিলাম বরবেশে দেখব তোমাকে
তোমার অবহেলা আর অবজ্ঞায়
জলাঞ্জলি দিতে হলো সেই ইচ্ছে
তৃণমূলের অজপাড়াগাঁয়ের মেয়ে আমি
আমার কি স্বপ্ন দেখা মানায় বল?
তাইতো মুক্ত বিহঙ্গের মত
তোমাকে মুক্ত করে আজ আমি অন্য প্রান্তে।
একাকী আমি, একাকী আমার পথ চলা,,
তোমাকে কত ভালোবাসি হয়নি বলা
সকল ইচ্ছে গুলো আজ অপূর্ণ ডালা।

আমার আর বধূ সাজা হলো না
হলো না লাল বেনারসি পড়ে,
নাকে নথ পরিয়ে ঘোমটা দেয়া।
মেহেদির রঙে হাত রাঙানো আর হলো না।।
♦♦
০৪ফেব্রুয়ারি ২০২৩
সময় রাত ১১:৩০ মিনিট
কবিতা কুটির, নীলফামারী।

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 last year 

কবিতার লাইনগুলো পড়ে মনে হয় সে মেয়েটার মনের কষ্টটা বুঝতে পারছি, যদিও এটা একটা মেয়ের মনের কষ্টকে তুলে ধরা হয়েছে, তবুও বলবো চমৎকার একটা কবিতা যেখানে আপনি মেয়েটার মনের সব দুঃখ কষ্ট কে চমৎকারভাবে তুলে ধরেছেন।

 last year 

আসলে কারো মনের দুঃখ কষ্ট গুলো কি সঠিকভাবে কলমের আঁচড়ে তুলে ধরা যায়?? তবু চেষ্টা করলাম এই আর কি,,,,

 last year 

আপনার কবিতাটি পড়ে বুঝলাম মেয়েটার অনেক কষ্ট। অনেক ইচ্ছা ছিল বউ সাজার কিন্তু হয়তোবা শেষ পর্যন্ত সেটা স্বপ্নই ছিল বাস্তব হয়ে ওঠেনি। আপনি এক পলকে মেয়েটাকে দেখে তার কথা শুনে এত সুন্দর একটা কবিতা লিখেছেন। আমি তো অবাক হয়ে গেলাম আপু। খুবই সুন্দর হয়েছে আপু কবিতাটি। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু। এত সুন্দর করে পুরো পোস্ট পড়ে, সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য,,,,♥♥

 last year 

আমি যতটা অনুমান করছি যে মেয়েটার জীবনে অনেকটা কষ্টের পাথরে পরিনত হয়েছে ৷ কারন মেয়েটি হয়তো তার প্রিয় মানুষ টি নিয়ে অনেক কিছু স্বপ্ন বুনেছে ৷ কিন্তু তার হয়তো সে স্বপ্ন গুলো পূর্নতা পায় নি ৷
যা হোক কবিতার প্রতিটি লাইন ছিল খুবই বেদনা দায়ক ৷

 last year 

ধন্যবাদ ভাই,

 last year 

কবিতার লাইনগুলো পড়ে বুঝতে পারলাম মেয়েটির জীবনে অনেক কষ্ট। আপনি মেয়েটির জীবনের গল্প নিয়ে এই সুন্দর কবিতাটি লিখেছেন যা সত্যি খুবই ভালো লাগলো পড়ে। আপনার লেখা কবিতা বরাবরের মতোই অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

কষ্ট ছাড়া কারো জীবন হয়না, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করেনা। এমন একটি কবিতা উপস্থাপন করেছি। আপনাদের ভাল লেগেছে শুনে আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66217.53
ETH 3316.11
USDT 1.00
SBD 2.70