নিউজ প্রেজেন্টার ট্রেনিং কোর্সের চমৎকার গল্প।। পর্ব ০২( শেষ)।।10% beneficially @shy-fox

আসসালামুয়ালাইকুম

আশাকরি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
নিউজ প্রেজেন্টার কোর্সের চমৎকার গল্পের আজ দ্বিতীয় পর্ব। অর্থাত শেষ পর্বে আবারো আপনাদেরকে স্বাগত। গল্পটি মন দিয়ে পড়ার আহ্বান জানিয়ে শুরু করছি।


দ্বিতীয় দিন ক্লাসে স্যার সবাইকে সালাম দিতে বললেন
আবারো সবাই এক এক করে বলতে লাগল আসসালামু আলাইকুম।খুবই আশ্চর্যের বিষয় আসসালামুয়ালাইকুম এর উচ্চারণটা আমাদের কারোরই সঠিক হচ্ছিলনা।কয়েকবার করে বলার পর একমাত্র আমার উচ্চারণ টা একটু ঠিক হচ্ছিল।
স্যার সবাইকে হোম ওয়ার্ক দিলেন যে আগামীকাল তোমরা সবাই 100 বার করে সালাম পড়ে এরপর ক্লাসে আসবে।


dropshadow_1633172103002.jpg

siam,.png

যথানিয়মে পরদিন আবারও সবাই ক্লাসে আসলাম।সবাই বাড়িতে 100 থেকে 200 বার সালাম প্র্যাকটিস করে এরপর ক্লাসে এসেছে।তবুও 38 জনের মধ্যে মাত্র 3 থেকে 4 জনের সালামটা সঠিক হচ্ছিল তার মধ্যে আমি একজন বাকি সবার সালাম সঠিক হচ্ছিল না।
এই ক্লাসে গিয়ে বুঝলাম সালাম কত কঠিন জিনিস আসলে আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু প্রমিথ বাংলা ভাষায় কজন কথা বরতে পারি? বাংলা ভাষা যত টা রসালো ততটাই কঠিন।এর সঠিক উচ্চারণ।

এরপর স্যার সবার হাতে একটি খবরের স্ক্রিপ্ট দিলেন এবং একজন একজন করে সামনে এসে পড়তে বললেন।পড়ার পর সে মাথা ঘুরিয়ে থাকবে অন্য সবাই হাত তুলে ভোট দেবে।এভাবে সেদিনের ক্লাসেও সর্বোচ্চ ভোট পেলাম আমি।

সবার কথার মধ্যে প্রায় আঞ্চলিকতা ছিল।সবার পড়া শুনে স্যার বলে দিলেন কার বাড়ি কোন অঞ্চলে।একমাত্র আমাকে ধরতে পারল না আমি কোন অঞ্চল থেকে এসেছি।
স্ক্রিপ্টা পড়তে গিয়ে আমারও সমস্যা হয়েছিল। কোন কোন জায়গায় কবিতা টোন চলে এসেছিল। কবিতা টোন আর খবরের টোন আসমান আর জমিন ব্যবধান এর মত।
সেদিন স্যার আমাকে বলেছিলেন তোমার উচ্চারণ অনেক সুন্দর প্রমিত বাংলা উচ্চারণ চর্চা করলে আরো ঠিক হয়ে যাবে কিন্তু তোমার কবিতা তোমাকে বাদ দিতে হবে যে কোন একটি বিষয় নিতে হবে হয় কবিতা না হয় খবর।

IMG_20211002_165823.jpg

siam,.png

একজন নিউজ প্রেজেন্টার হতে গেলে কিছু শর্তাবলী আছে যেগুলো মানতে হবে।সেই কোয়ালিটি এবং সেই বৈশিষ্ট্যগুলো থাকলেই শুধুমাত্র নিউজ প্রেজেন্টার হওয়া যাবে নতুবা নয়। যেমন-

১.প্রমিত বাংলা উচ্চারণ

২. সুন্দর বচন ভঙ্গি

৩. কৌশলী হওয়া

৪.উপস্থিত বুদ্ধি থাকা

৫. সময়ের সম্পর্কে সচেতনতা

৬. এবং আত্মবিশ্বাসী হওয়া। ইত্যাদি।

অনেকের ধারণা নিউজ প্রেজেন্টার হতে গেলে অনেক শিক্ষিত হতে হয় অনেক সুন্দর হতে হয় আসলে এগুলো ঠিক না।

এভাবে বেশ কয়েকটি ক্লাস আমরা করলাম ক্লাসে অনেক কিছু শিখলাম যা খুব অল্প সময়ে আপনাদেরকে লিখে বোঝানো যাবে না। ক্লাসের পর সাপ্তাহিক একটি করে পরীক্ষা হত।
পরীক্ষায় অনেকের মধ্যে আমিও ভালোই করতাম।
আর হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি ক্লাসের সবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক হল সবাই আমরা এতো ভালো বন্ধু হলাম যা আপনাদের ভাষায় বোঝানো যাবে না।
দুমাস পর এল ফাইনাল পরীক্ষার তারিখ
কয়েক ভাবে আমাদের পরীক্ষা টি হলঃ

১. --স্ক্রিপ্ট দেখে খবর পরে শোনানো।
২.-- লক্ষণীয় বিষয় ছিল বডি ল্যাঙ্গুয়েজ
৩--নিউজ প্রেজেন্টারের বেশে শাড়ি পড়ে ছবি তুলে লুকিং মার্ক করা।

৪--মৌখিক ভাইভা পরীক্ষা

স্ক্রিপ্ট দেখে খবর পড়ে শোনালাম ভালো ভাবেই।বডি ল্যাঙ্গুয়েজ ও ভালোই ছিল।

dropshadow_1633172162981.jpg

siam,.png

কিন্তু সমস্যা ছিল এক জায়গায় আমার শাড়ির সাথে ছিল না।
কালার শাড়ি থাকলেও ব্লাউজ আমার গায় হয়না।অনেক বড় সমস্যায় ছিলাম তার পরেও খালার শাড়ি ব্লাউজ ওইভাবে করেই ছবি তুললাম।
তবে যে স্টুডিওতে ছবি তুলেছিলাম সেটা অনেক বড় স্টুডিও।আমার এই ছবিগুলো দেখে বহু কোম্পানি থেকে বিজ্ঞাপনের জন্য অফার আসে।।বাট আমার পরিবার এই বিষয়গুলোকে সাপোর্ট করেনা।

যাইহোক ভাইভা পরীক্ষায় যখন আমাকে ভেতরে ডাকা হল তখন আমাকে একটি প্রশ্ন করেছিল
প্রথম যে প্রশ্নটি ছিল আপনার লক্ষ্য কি
উত্তরে বলেছিলাম আদর্শ মা হওয়া।ওরা আমার উত্তর শুনে অনেকটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো।
এবং আরো একবার তারা আমাকে স্যালুট করল এবং বলল।
তারা বলল এতদিন ধরে ভাইবা পরীক্ষায় এই একই প্রশ্নের উত্তর এভাবে আমরা কারো কাছ থেকেই পাই নি।
পরীক্ষা শেষে রেজাল্ট হবার পালা আমাদের ব্যাচে 38 জনের মধ্যে মাত্র 3 জন এ প্লাস পেল।তার মধ্যে আমি একজন।ভাবতে ভালোই লাগে অজ পাড়াগাঁয়ের একটি মেয়ে আমি।সেখানে স্যারেরা সবাই আমাকে ডাকতো মিষ্টি মেয়ে বলে।

IMG_20211003_202057.jpg

siam,.png

আসলে আমার জন্ম যেখানেই হোক না কেন আমার কনফিডেন্স লেভেল অনেকে হাই এবং আমি নিজের সাথে নিজেই প্রতিযোগিতা করতে ভীষণ ভালোবাসি।
অন্যের সাথে কখনোই প্রতিদ্বন্দিতা করিনা।
আমি সবসময় কালকের আমি টাকে আজকে পরিবর্তন করতে চাই।।।
আর যেহেতু স্বপ্ন দেখতে টাকা লাগেনা তাই বড় বড় স্বপ্ন দেখি।
আর নিজের সাথে নিজেই কথা বলি আমাকে পারতেই হবে। আমাকে পারতেই হবে। আমি পেরে দেখাবো। আমি পারব ইনশাআল্লাহ।

siam,.png

সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবসময়। আজকের মত বিদায় নিচ্ছি তবে নিচ্ছি না। আবারও ফিরে আসবো নতুন কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি সেলিনা সাথী।

dropshadow_1633172129460.jpg

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

আসলে একটা জিনিস ভালো লাগলো আপনাকে সবাই ভালোবেসে মিষ্টি মেয়ে
বলে ডাকতো এবং আপনি অনেক গুছিয়ে কথা বললেন প্রথম পর্বের চেয়ে এইটা পড়তে আরো ভালো লাগলো যে সকলের সালাম শেখার জন্য 38 জনের ভেতর সবাই ফেল মাত্র তিনজন পারছিলাম মনে হয় আপনি তার ভিতরে একজন ছিলেন খুবই ভালো লাগলো। একটা জিনিস হচ্ছে যদি চাকরি করতে হয় আমার জানা মতে আমি শুনছি সুন্দর এবং শিক্ষিত হতে হয় তা আপনি ভুল প্রমান করলেন ভালো লাগলো। তারপরও আপনি একজন ভালো
মানুষ আমার যা মনে হলো। একটা আনসার দিয়েছেন সেটা আমার সবথেকে ভালো লেগেছে যে আপনার জীবনের লক্ষ্য কি আদর্শ মা হওয়া।
আর সত্যিই আপনি কবিতাও পারতেন এবং খবরের মাঝেমাঝে কবিতা চলে আসছিল যে কোন একটা বেছে নিতে হবে এইটা খুবই কষ্টকর মুহূর্ত কোনটা বেছে নেবেন। আপনার
প্রতি দোয়া রইল

 3 years ago 

ঠিকই বলেছেন স্যার যখন বলেছিল যে কোন একটি বেছে নিতে হবে হয় কবিতা না হয় খবর মনে মনে ঠিক করেছিলাম কবিতা তো ছাড়তে পারবো না সেটি আমার রক্তে মিশে আছে।

 3 years ago 

এটা কিন্তু খুব ভালো। নিজের সাথে নিজে প্রতিযোগিতা করাই উত্তম কাজ। অন্যের সাথে আসলে প্রতিযোগিতা করার কিছু নেই আর হ্যাঁ আপনার প্রতিটি কথায় অনেক গোছালো অনেক অনুপ্রেরণা থাকে । আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ সেটা আপনার পোস্ট এবং কাজ দেখলে বুঝা যায়।

 3 years ago 

সত্যি বলেছেন কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি আমার খুব ভালো লাগে।তাছাড়া জীবনে অনেক বড় বড় স্বপ্ন আছে স্বপ্ন পূরণে কাজের বিকল্প নেই।চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি♥

 3 years ago 

বাহ আপু দেখছি প্রায় সব বিষয়েই ভালো দক্ষতা আছে। সত্যি বলেছেন আপু বাংলা ভাষা সহজ মনে হলেও এর সঠিক উচ্চারণ অনেক কঠিন। খুব ভালো লাগল আপনার এই কাহিনি টা পড়ে। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু বাংলা ভাষা যতই সহজ মনে হয় তার থেকে আরো অনেক অনেক বেশি কঠিন। বাংলা ভাষার উচ্চারণ ও তেমনি কঠিন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু আপনি আরো অনেক দূর এগিয়ে যাবেন এই দোয়াই রইল। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

শুভ কামনা♥ ভাইয়া

 3 years ago 

আসলে আপু সব কিছুই হওয়া সহজ কিন্তু একজন আদর্শ মা হওয়া অনেক অনেক কঠিন।
আপনার জন্য দোয়া রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু মনি♥

আসলে আমার জন্ম যেখানেই হোক না কেন আমার কনফিডেন্স লেভেল অনেকে হাই এবং আমি নিজের সাথে নিজেই প্রতিযোগিতা করতে ভীষণ ভালোবাসি।

আপনার কনফিডেন্স দেখে হাজারো মেয়েদের অনুপ্রেরণা। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

নানান চমৎকার ও খুটি-নাটি কিছু বিষয় জানতে পারলাম আসলে এই বিষয়গুলো আমি জানতাম না যে, নিউজ প্রেজেন্টের ক্ষেত্রে বডিল্যাঙ্গুয়েজ, আঞ্চলিকতা বাদ দেয়া, প্রমিত উচ্চারন অথবা কবিতার সাথে না মেলানো বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। খুব চমৎকার একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং অনেক বেশি শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে♥

 3 years ago 

গল্পটি পড়ে আপু আমার খুবই ভালো লেগেছে, আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

আপু গল্পটি পড়ে আমার অনেক ভালো লাগলে ।অনেক সুন্দর করে উপস্থাপনা করছেন।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ♥

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62486.49
ETH 3015.74
USDT 1.00
SBD 3.93