ভাঁজের খেলা || কাগজ দিয়ে একটি পাখি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম/আদাব

কাল রাত থেকে অনেক মাথাব্যথা শুরু হয়, পরবর্তীতে সকালবেলা উঠে দেখি প্রচন্ড জ্বর এসেছে. জ্বর নিয়ে বাসায় অনেক কাজ করলাম অতঃপর সাহিত্য আড্ডাছিল যেতে ইচ্ছে করছিল না তারপরও মনের জোরে সেখানে গিয়েছিলাম। যদিও বা খুব তাড়াতাড়ি সেখান থেকে ফিরে এসেছিলাম। আমার জ্বরটা অনেক বৃদ্ধি পাচ্ছিল। বাসায় কেউ নেই বাসায় শুধুমাত্র আমি একাই ছিলাম। ভেবে পারছিলাম না কি করবো! সারাদিন শুয়েই কাটিয়েছি তবে আমার ব্লগ পরিবারকে আমি অনেক ভালবাসি তাই কষ্টের মাঝে ও চলে আসলাম। আজ কাগজ দিয়ে কিভাবে পাখি বানাতে হয় সেই বিষয়টি উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

ফাইনাল আউটপুট

14.jpg

12.jpg


প্রয়োজনীয় উপকরন

  • A4 সাইজ পেপার।
১ম ধাপ
  • প্রথমে একটি এ ফোর সাইজ পেপার নিয়ে চিত্রের মত করে ভাঁজ করে নিয়েছি এবং নিচের অংশটি কেটে নিয়েছি।

2.jpg

photo_2023-02-05_23-15-51.jpg

২য় ধাপ
  • কাগজ থেকে কেটে নিয়ে চিত্রের মত ভাঁজ করেছি

4.jpg

3.jpg

৩য় ধাপ
  • একটু আগে যে ভাঁজটি দেখেছিলাম। সেই ভাঁজটি পেপারের চারটি কোনে দিতে হবে এবং চিত্রের মত করে চারটি কোনা একসাথে করে নিতে হবে।

6.jpg

5.jpg

৪র্থ ধাপ
  • এখন সাইট দিয়ে ভাজ করে নেব চিত্রের মত করে।

8.jpg

7.jpg

৫ম ধাপ
  • ভাজ দেওয়ার পরে উল্টিয়ে দেবো। অতঃপর দুইবার ঘুরানোর পরে নিচের চিত্রের মতো অংশটি আসবে।

11.jpg

10.jpg

৬ষ্ঠ ধাপ
  • এখন শুধু মাত্র দুই সাইডের পাখাগুলো দিয়ে একটু টান দিতে হবে তাহলেই উপরোক্ত পাখি তৈরি হয়ে যাবে.

12.jpg


তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত কাগজের তৈরি পাখি। আশাকরি আপনাদের ভালো লেগেছে।


14.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আপু আপনার অসুস্থতার কথা জেনে অনেক খারাপ লাগলো। এই সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক অসুস্থতার মাঝেও নিজের কাজগুলো করার চেষ্টা করেছেন জেনে অনুপ্রেরণা পেলাম। কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। কাগজের ভাঁজের খেলা সত্যিই দারুণ। আপনার তৈরি করা এই সুন্দর পাখিটি দেখে ভালো লাগলো আপু।

 2 years ago 

জীবনটা এভাবেই চলছে, আপু। শরীর ভালো ছিলো না তার পর ও চেস্টা করে গেছি।

 2 years ago 

আমি কিন্তু এমন পাখি তৈরি করতে পারি, ছোটবেলা একটা নেশা ছিল কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানোর। যখনই নতুন কোন কিছু দেখতাম শেখার চেষ্টা করতাম। কাগজের খেলনা গুলো ছোটবেলা আমার খুবই পছন্দের ছিল।

 2 years ago 

ধন্যবাদ, আজ কিছুই ভালো লাগছিল না, তাই ঝটপট পাখি তৈরি করে ফেললাম

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলে অনেক সুন্দর লাগে দেখতে। যেটা নিজের দক্ষতা নিজের অভিজ্ঞতা সবকিছুই প্রমাণ করে। আমিও মাঝে মাঝে এই ধরনের জিনিস তৈরি করতে পছন্দ করি।

 2 years ago 

আমার জায়গা থেকে আমি চেস্টা করেছি।

 2 years ago 

আপু আপনার অসুস্থতার কথা শুনে খুব খারাপ লাগলো। আশা করি আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই কারণে অনেকের অসুখ হচ্ছে। কিছুদিন যাবত আমারও গলা ব্যথা ও জ্বর গায়ের মধ্যে। তবে আজকে আপনি কাগজ দিয়ে খুব চমৎকার একটি পাখি বানিয়েছেন। এভাবে কাগজ দিয়ে আমিও অনেক কিছু বানিয়েছি। তবে আপনার কাগজের পাখিটি জাস্ট অসাধারণ। অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

কাগজ দিয়ে আরো অনেক কিছু বানাতে পারি, অন্য কোন দিন শেয়ার করবো।

 2 years ago 

অনেক বেশি অসুস্থ থাকার ফলেও আপনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছেন এ থেকেই বোঝা যায় আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক বেশি ভালোবাসি। খুবই চমৎকার একটি পাখি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখায়। খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আশা রাখি।

 2 years ago 

আমরা সবাই এই পরিবারকে অনেক ভালোবাসি তাই তো সব সময় পরিবারের সাথেই আছি।

 2 years ago 

শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। তবুও আপনি কষ্ট করে এই চমৎকার পাখির অরিগামী তৈরি করেছেন, দেখতে সত্যিই ভীষণ সুন্দর দেখাচ্ছে এটা। আপনার মনোবল সত্যিই অনেক শক্ত শত অসুস্থতা নিয়ে চমৎকার কাজ করে চলেছেন।
দোয়া রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে শুধু অসুস্থতাই নয়, মানসিকভাবে আমি অনেক বিপর্যস্ত অবস্থায়ও বর্তমানে আছি তারপরও আমার বাংলা ব্লগকে অনেক বেশি ভালোবাসি তাই কাজ করার স্পৃহা খুঁজে পাচ্ছি একটু একটু।দোয়া করবেন আমি যেন আগের মতো কাজ করতে পারি♥♥

 2 years ago 

অবশ্যই আমি সবসময়ই দোয়া করি এবং খোঁজখবর রাখার চেষ্টা করি।
ইনশাআল্লাহ যেকোন সমস্যা আপনি সাহসীকতার সাথে মোকাবেলা করবেন।
দোয়া সবসময়ই রয়েছে ❣️

 2 years ago 

আপু আপনার টাইটেলে যখন দেখলাম ভাঁজের খেলা তখনই বুঝে গেছি কিছু একটা তৈরী করেছেন। পরে দেখলাম কাগজ দিয়ে সুন্দর একটি পাখি তৈরি করেছেন। পাখিটি আমার কাছে অনেক ভাল লেগেছে। ভাঁজের খেলায় আপনার হাত অনেক পাকা। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পাখি তৈরি করেছেন। পাখিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক ধৈর্য সহকার পাখিটি তৈরি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এভাবে আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দিবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54034.48
ETH 2262.26
USDT 1.00
SBD 2.31