আমার বাংলা ব্লগ রেংকিং এ গ্লোবালি ০২ আসায় আমার অনুভূতি ব্যক্ত করছি।১০% লাজুক খ্যাঁকের জন্য♥ ♥

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


IMG_20220331_235535.jpg


আমার বাংলা ব্লগ এর সম্মানিত প্রতিষ্ঠাতা ফাউন্ডার, সম্মানিত এডমিন বৃন্দ,, সম্মানিত মডারেটরগণ এবং আমার অতি প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আসসালামুয়ালাইকুম। সেই সাথে জানাচ্ছি বিশেষ হ্যাংআউটে বিশেষ বিজয়ী শুভেচ্ছা সবাইকে।আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ অনেক অসুস্থ তার মধ্যেও অনেক ভালো আছি আমি।বিশেষ হ্যাং আউট এর কথা শুনে মনটা বেশ ফুরফুরে লাগছে।বিশেষ হ্যাংআউট মানে বিশেষ বিশেষ অনেক কিছু।

আজ আমি আমার বাংলা ব্লগ রেংকিং এ গ্লোবালি ০২ আসায় আমার অনুভূতি ব্যক্ত করছি।

bcW3_IRj_400x400.jpg

শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। এবং জনপ্রিয় মাধ্যম "আমার বাংলা ব্লগ" কমিউনিটি এর সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, জনাব @rme দাদার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষার প্রতি দাদার যে মমত্ব, যে দরদ,যে ভালোবাসা, যে আবেগ, যে অনুভূতি, এবং যে স্বপ্ন- নিয়ে তিনি এই কমিউনিটি প্রতিষ্ঠা করেছেন , মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের প্রচেষ্টায় আজ "আমার বাংলা ব্লগ" গ্লোবালি রেংকিংয়ের শীর্ষে আসায়, আরো একবার প্রিয় দাদার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
স্টিমিট ব্লকচেইনে মাতৃভাষায় মনের ভাব প্রকাশের সুযোগ সৃষ্টি করে, পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে এসে পারস্পারিক সুসম্পর্ক তৈরীর মাধ্যমে, নিজের ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি করে নিজেদের বন্ধনকে আরো দৃঢ়, আরও মজবুত, করে আমাদের প্রাণের বাংলা ভাষাকে অবহেলা থেকে শীর্ষে পৌছানোর যে "স্বপ্ন" তা আজ বাস্তবতার রূপ নিয়েছে বলে আমি গর্বিত।

dropshadow_1643400513123.jpg

এই কমিউনিটিকে এত দ্রুততম সময়ে আজকের অবস্থানে নিয়ে আসা এত সহজ কাজ নয়। এর পিছনে রয়েছে -স্বপ্ন , মেধা, পরিকল্পনা, সময়, শ্রম, পরিচর্যা এবং ভালোবাসা। সেই সাথে সুদক্ষ নেতৃত্ব।যা আমরা আমাদের প্রাণপ্রিয় দুই দাদার অক্লান্ত পরিশ্রম ও সঠিক সময়ে সঠিক নির্দেশনার প্রেক্ষিতে আজকের এই কাংখিত দিনটি পেয়েছি। এবং আমি এটাও বিশ্বাস করি যে,,খুব দ্রুততম সময়ের মধ্য দিয়ে আমাদের ভালোবাসার কমিউনিটি প্রাণপ্রিয় আমার বাংলা ব্লগ প্লাটফর্ম টি সর্বোচ্চ তায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
স্টিমিট প্লাটফর্মে আমার পদচারণা ০৫/০৬/২০২১ইং তারিখে।এরপূর্বে স্টিমিট সম্পর্কে আমার কোন ধারণা ছিল না।।আজ থেকে প্রায় নয় মাস আগে আমার বাংলা ব্লগে প্রথম আমার স্বরচিত কবিতা "আমরা" দিয়ে যাত্রা শুরু করি।এবং প্রথম পোস্ট এই ভোট পেয়েছিলাম 0.65 সেন্ট।তাই পেয়ে মহাখুশি।সেই থেকে শুরু করে আজ অবধি আমার বাংলা ব্লগের সাথে লেগে আছি।কখন যে ভালোলাগা থেকে ভালবাসায় পরিনত হয়েছে বুঝতেই পারেনি।তবে আজ যখন লক্ষ লক্ষ মানুষ বেকার সমস্যায় জর্জরিত আমার বাংলা ব্লগ সেখানে অনেকেরই ভাগ্যের পরিবর্তন এর সহায়ক ভূমিকা পালন করছে।এবং সৃজন ও সৃষ্টিশীলতাকে গতিশীল করছে শত শত মানুষকে।লাখো কোটি সালাম দাদা তোমার তরে।হাজারো মানুষের প্রতিভার মূল্যায়ন করছেন আপনি।সিয়াম আপনার সান্নিধ্যে আছে তাই আমি অনেকটাই চিন্তামুক্ত।এই ভেবে যে,, ।খুবই দক্ষ এবং পরিপূরক একজন অভিভাবক এর সংস্পর্শে আছে বলে। আমার বাংলা ব্লগ পরিবারের একজন সম্মানিত সদস্য হওয়ায় আমি নিজে গর্ববোধ করি। ভাললাগা ও ভালবাসার আরেক বিশ্বস্ততার নাম "আমার বাংলা ব্লগ" ধন্যবাদ সকলকে।

dropshadow_1645692163643.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

অনেক ধন্যবাদ চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য 🥀।
আমরা যারা আমার বাংলা ব্লগের সাথে শুরু থেকেই কাজ করছি তারা আসলেই এই অনুভূতিগুলো বুঝতে পারবে। আসলে আমিও কয়েকদিন আগে আমার অনুভূতি নিয়ে একটি পোস্ট লিখেছিলাম তবে অনেকেই আমার পোস্টটি এড়িয়ে গেছেন। তবে যে যাই বলুক আমার বাংলা ব্লগের সাথেই আছি আর সত্যিই সাফল্যগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করি।
অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই ♥️
চমৎকার অনুভূতি ছিল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার অনুভূতি ব্যক্ত করার জন্য। আসলে ঠিকই বলেছেন আমরা যারা শুরু থেকেই আছি তাদের উপলব্ধিগুলো অন্যদের চেয়ে একটু ভিন্ন রকম।♥♥

 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে আমার বাংলা ব্লগ রেংকিং এ গ্লোবালি ০২ আসায় আপনার চমৎকার অনুভূতি শেয়ার করেছেন। পড়ে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আমার অনুভূতি আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম সেই সাথে মুগ্ধতা ছড়িয়ে গেল আমার হৃদয়ে ভালো থাকবেন আপনি শুভকামনা রইল♥♥

 3 years ago 

স্টিমিট ব্লকচেইনে "আমার বাংলা ব্লগ" এর সাফল্য দেখে আমরা সবাই গর্বিত। বাংলা ভাষাভাষী একটি কমিউনিটিকে এত বেশি উচ্চতায় আনতে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন আমাদের সকলের প্রিয় ফ্যান্টম দাদা। এছাড়া আমাদের মত সাধারণ মেম্বাররাও দারুন ভূমিকা পালন করেছিল। ধন্যবাদ আপু সুন্দর এই বিষয়টি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন বাংলা ভাষাভাষী এই আমাদের প্রাণের চেয়েও প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি দিন দিন আরও বেশি সমৃদ্ধির দিকে যায় এটাই আমাদের চাওয়া।এবং গর্বের বিষয়♥♥

 3 years ago 

আসলে কোন কিছু পাওয়ার পেছনে অনেক পরিশ্রম থাকে আর আসলেই আমরা অনেক পরিশ্রম করে গেছি। আমাদের দাদার অবদান রয়েছে অনেক। আশা করি আমরা খুব শীঘ্রই রেংকিং ১ এ চলে যাব এবং আপনি এত সুন্দর একটি আলোচনা তুলে ধরলেন। বেশ ভালো লাগলো। আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো

 3 years ago 

নিশ্চয়ই প্রত্যাশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা রেংকিং এ প্রথম হব ইনশাআল্লাহ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ♥♥

 3 years ago 

পোষ্টি খুবই চমৎকার করে লিখেছেন যা পড়ে আমার অনেক ভালো লাগল। আমার বাংলা ব্লগ এর সাফল্য দেখে আমি গর্বিত যে আমি এখানে একজন মেম্বার হতে পেরেছি । আর আজ এই আমার বাংলার প্রতিটি মানুষের সাফল্যের পিছনে একটি মানুষের আবদান বেশি যিনি হচ্ছেন আমাদের প্রিয় দাদা। উনার চিন্তা চেতনা কারো সাথে তুলনা করা যায় । আজ উনার মাধ্যমে অনেকে আমার বাংলা থেকে দিন চালাচ্ছে। তাই হাজারো সালাম জানাই প্রিয় দাদাকে। শুভকামনা

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগ আজকের এই অবস্থানে আসার জন্য দাদার যে পরিকল্পনা তাদের অবদান তা কোনদিন কোন ভাবে পূরণ করার মত সাধ্য আমাদের নেই♥♥

 3 years ago 

আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আপু । যদিও গত রাতেই শুনছি ব্যাপারটা তবে এখন আবার পড়ে ভালোই লাগলো ।ভালোই লিখেছেন।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া। আমার অনুভূতি আপনার ভালো লেগেছে জন্য। সত্যিই আমি আরো বেশী অনুপ্রাণিত হলাম♥♥

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে বাংলা ব্লগের অনুভূতি প্রকাশ করেছেন চমৎকারভাবে আমাদের মাঝে। আসলে স্টিমিট ব্লকচেইন এ আমার বাংলা ব্লগের সফলতার জন্য আমরা অনেক আনন্দিত। আপনার পোস্টটি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা আপু।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু মনি আমার বাংলা ব্লগ এখন হৃদয়ের স্পন্দনের মত কাজ করে মনে হয় রক্ত সঞ্চালন হচ্ছে আমার হৃদপিণ্ডে আমার বাংলা ব্লগ♥♥

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু,সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনি খুব সুন্দর করে আপনার অনুভূতি গুলো প্রকাশ করেছেন।যদিও আমি বেশি দিন হয়নি এখানে কাজ করি, তবুও ভীষন ভালোবাসি।সুন্দর ছিলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বরাবরের মতই আপনার সুন্দর মন্তব্যের আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি এভাবেই পাশে থাকবেন আপু মনি♥♥

 3 years ago 

আমরা প্রত্যেকেই আমাদেরপ্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগকে অত্যন্ত ভালবাসি। আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি গ্লোবাল রেঙ্কিং এ দ্বিতীয় অবস্থানে চলে এসেছে এটা সত্যি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আশা করি আমরা আমাদের প্রিয় মাতৃভাষাকে সবার উপরে নিয়ে আসতে সক্ষম হব।

 3 years ago 

আপনার সাথে সহমত পোষণ করে বলছি বাংলা ভাষাকে আমরা সকল ভাষার উর্দ্ধে নিয়ে যাব আমার বাংলা ব্লগের মাধ্যমে ইনশাআল্লাহ।তাই দাদার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে আরো বেশি তৎপর হতে হবে আরও বেশি করে ভালো কাজ করতে হবে♥♥

 3 years ago 

খুবই সুন্দর ছিল আপু আপনার উপস্থাপনা। তবে কালকে হ্যাং আউটে উপস্থাপন করেছিলেন সত্যি দারুন একটি অনুভূতি হচ্ছিল নিজের মধ্যে। ধন্যবাদ কেউ এত সুন্দর করে নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য। আসলেই অনুভূতি শুধু আপনার একার না আমাদের সবার আর আমাদের হয় আপনার এই উপস্থাপনা সত্যি দারুন ব্যাপার।🖤🖤

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি ভাইয়া। আসলে ঠিকই বলেছেন অনুভূতি গুলো এমনই। আমি জানি সবার ভিতরেই একই রকম অনুভুতি হচ্ছিল। আর সবার হয়ে সেটা আমি প্রকাশ করলাম।♥♥

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62617.55
ETH 2438.99
USDT 1.00
SBD 2.67