জেনারেল রাইটিংঃনারীর প্রতি সহিংসতা।

in আমার বাংলা ব্লগ23 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৫ই চৈত্র, বসন্তকাল,১৪৩১ বঙ্গাব্দ। ১৯ শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি জেনারেল রাইটিং শেয়ার করতে আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য।বিষয় নির্বাচনে চেষ্টা করি দেশের সমসাময়িক বিষয়ের উপর আলোকপাত করতে। আজকের বিষয় নারীর প্রতি সহিংসতা।

g1.jpg

source

শিশু আছিয়ার মৃত্যুর কথা ভুলে যাইনি আমরা কেউ। সারা দেশের মানুষকে শোকে ভাসিয়ে আছিয়া পরপারে পাড়ি দিয়েছে। ঘটনা আমরা কম বেশি সবাই জানি। হিটু শেখরা মানুষ নামের পশু। এরা আসলে পশুরও অধম। শুধু আছিয়া নয়, হঠাৎ কিছুদিন ধরে নারীর প্রতি সহিংসতার চিত্র যে কোন সময়ের চেয়ে বেশি। কি কারণে এমন হচ্ছে তা ভাবিয়ে তুলছে মানুষকে। সরকার চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। মানুষ প্রতিবাদ জানাচ্ছে যার যার জায়গা থেকে। মানুষের প্রতিবাদে কাজ হচ্ছে। সরকার আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে যাতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যায়।

এক রিপোর্টে প্রকাশ পেয়েছে গতমাসে প্রতিদিন গড়ে ১২টির মত মামলা দায়ের হয়েছে নারীর প্রতি সহিংসতার কারণে। নারীর প্রতি সহিংসতার অন্যতম হচ্ছে ধর্যণ। গতকালেও ঢাকার পল্লবীতে একজন সংবাদকর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। তাৎক্ষণিক দুজন গ্রেফতার হয়েছে।বাকীরাও হয়ত গ্রেফতার হবে। কিন্তু যে হারে ধর্যণ সহ নারীর প্রতি সহিংসতার খবর আসছে সেটাই শংকার। সবচেয়ে বেশি শংকার শিশুরা শিকার হচ্ছে বেশি। নাগরিক, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সবাই চেষ্টা করছে, আশাকরি খুব তাড়াতাড়ি এর রেজাল্ট পাবো আমরা।

গত বছরের ৫ই আগষ্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকার কারণেই নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন অনেকেই। এর সাথে বিভিন্ন গোড়ামী-নারীর প্রতি দৃষ্টিভঙ্গি সহিংসতাকে উস্কে দিয়েছে। সরকার ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিরোধে এর বিনাশ হবে আমি নিশ্চিত। নারী পুরুষ সম্মিলিত ভাবে সোচ্চার হয়েছে এটাই আশার কথা। সাথে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় বিকৃত রুচির অমানুষরা পরাস্ত হবেই।


নারীকে যারা মানুষ মনে করে না, যারা ঘরে বন্ধি করে রাখতে চায় নারীদের,যারা বিকৃত রুচির তাদের বিরুদ্ধে আরও জোড়ালো প্রতিবাদ -প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঘরে বাইরে নারী শিশুর নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। এর জন্য সম্মিলিত ভাবে সরকার,নারী পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়াজ তুলতে হবে নারী-শিশুর উপর সহিংসতাকারীদের আর ছাড় নয়।মুখ বুঝে সহ্য করার দিন শেষ নারী! সোচ্চার হোন গর্জে উঠুন নারীর মর্যাদা রক্ষায়। আগামীর বাংলাদেশ হোক নারী-শিশুর নির্ভয় আবাস। নারীর প্রতি যে কোন সহিংসতায় আপনি হয়ে উঠুন প্রতিবাদি এই কামনায় শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। ভালো থাকুন- নিরাপদে থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৯শে মার্চ, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 

Daily task'

dt1.png

dt2.png

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83822.80
ETH 1570.35
USDT 1.00
SBD 0.80