ফটোগ্রাফি পোস্টঃ বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ4 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ২৯শে আশ্বিন, শরৎকাল, ১৪৩১ বঙ্গাব্দ.। ১৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।


বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে। পোস্টের ভিন্নতা আনার জন্য। ফটোগ্রাফির হাত আমার ভালো না। তারপরেও চেষ্টা করি। আর ফটোগ্রাফির কাজটা আদতে সহজ কাজ না! বেশ কঠিন কাজ মনে হয় আমার। আপনার কি মনে হয়? আজ কয়েকটি ফুলের ফটোগ্রাফি দিয়ে সাজিয়েছি পোস্টটি। গত সপ্তাহে ভাগ্নি ও তার ছেলেকে নিয়ে বের হয়েছিলাম। কাজ শেষে ভাগ্নির ছেলেকে আগারগাঁও বিমান বাংলাদেশ জাদুঘরে নিয়ে গিয়েছিলাম। সেই জাদুঘর চত্ত্বর থেকেই ধারন করা আজকের ফটোগ্রাফি গুলো। নাম বিমান বাংলাদেশ জাদুঘর কিন্তু আদতে এটা শিশুদের বিনোদন কেন্দ্র। উন্মুক্ত চত্ত্বর। বিভিন্ন বিমানের পাশপাশি শিশুদের বিভিন্ন খেলার রাইড আছে। এছাড়া আছে ভিবিন্ন গাছ গাছালি ও ফুলের গাছ। উন্মুক্ত হওয়ায় শিশুদের জন্য বেশ ভালো। তবে টিকেট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। অনেক কথা হলো। এখন দেখে নেই আজকের ফুলের ফটোগ্রাফি গুলো।আশাকরি আপনাদের ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

aa-10.jfif

এই ফুলের নাম অল্কানন্দা। খুব সহজেই সবার নজরকাড়ে। দেখতে অনেকটা মাইক ফুলের মতো। এই ফুলের কোন গন্ধ নেই। অল্কানন্দা বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়।তবে হলুদ রং এর অল্কা নন্দা সবচেয়ে বেশি দেখা যায়। মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল এই অল্কানন্দা। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। একবার ফুটলে ফুলটি ধীর্ঘ দিন সতেজ থাকে।ইংরেজিতে এই ফুলকে 'Golden Trumpet' বা 'Yellow Bell' নামে ডাকা হয়। এর আদিভূমি ব্রাজিল।

দ্বিতীয় ফটোগ্রাফি

aa-1.jpg![aa-2.jpg]

()

রঙ্গনফুল সাধারণত গ্রীষ্ম ও বর্ষা কালে ফুটে।তবে কম বেশি সারা বছরই এই ফুল ফোটে।তবে সব চেয়ে বেশি ফোটে বর্ষাকালে।রঙ্গন ফুল গন্ধহীন।কমলা, কমলা লাল, গোলাপী, হলদে গোলাপী, লাল, হলুদ, সাদা রং এর ফুল দেখতে পাওয়া যায়।তবে লাল রং এর ফুল বেশি দেখা যায়। চারটি পাপড়ির বিন্যাস তারার মতো। রঙ্গনের এক একটি থোকায় প্রায় ১৫ – ৫০ টির তম ফুল থাকে। কিছু কিছু থোকায় ফুলের সংখ্যা আরো বেশি হতে দেখা যায়। রাস্তার সৌন্দর্য্য বর্ধনে ও অফিস সহ বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বর্ধনে এই ফুল বেশি দেখা যায়।

তৃতীয় ফটোগ্রাফি

aa-3.jpg

p3.jfif

নয়নতারা ফুলের ফটোগ্রাফি এটি। বিভিন্ন রং এর নয়ন তারা দেখা যায়। তবে সাদা নয়ন তারা ফুল আমার কাছে বেশি ভালো লাগে। এই গাছ অনেক বছর বেঁচে থাকে।নয়নতারা ফুলের বহুবিধ উপকার রয়েছে।লিউকোমিয়া,ডায়াবেটিস,মেধাবৃদ্ধিতে এই ফুলের ব্যবহার রয়েছে। বোলতা হুলের দংশন,কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতার রস ব্যবহারের প্রচলন লক্ষ্য করা যায়।

চতুর্থ ফটোগ্রাফি

p2.jfif

ছোট ঝোপাল আকৃতির গুল্মজাতীয় গাছ এই রাধাচূড়ার। গাছের উচ্চতা ৫ থেকে ১৫ ফুট পর্যন্ত হতে পারে। খুবই দ্রুত বর্ধনশীল এই গাছ। অনেকেই এই ফুলকে কৃষ্ণচূড়া ফুলের সাথে গুলিয়ে ফেলে। রাধাচূড়া লালচে কমলা ও হলুদ হতে পারে। তাছাড়া গোলাপী রঙের রাধাচূড়াও হয়, তবে তা খুব রেয়ার। রাধাচূড়ার ফুল ফোটার নির্দিষ্ট কোন সময় নেই, সারা বছর জুড়েই ফুল ফুটে, তবে সাধারণত শীতে ফুল কম ফুটে।

পঞ্চম ফটোগ্রাফি

a-2.jfif

এই ফুলের নাম ল্যান্টেনা। উদ্ভিদতাত্ত্বিক নাম হলো- Lantana camara. এটি কীটনাশক হিসেবে কাজ করে। গাছের ‘উকুন’ নামে পরিচিত এফিড পোকা দমনে ল্যান্টেনা কার্যকর ভূমিকা পালন করে।আজকাল বিভিন্ন নার্সারী অ বাড়ির সৌন্দর্য বর্ধনে এই ফুলের ব্যবহার দেখা যায়। বাংলাদেশের ঝোপঝাড়ে ল্যান্টেনা দেখা যায়। এই সাদা ,লাল হলুদ সহ বিভিন্ন রং এর দেখা যায়।
আশাকরি আজকের ফটোগ্রাফি ব্লগটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
ক্যামেরাRealme c-55
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৪ অক্টোবর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Sort:  
 4 months ago 

ফুলের ফটোগ্রাফি গুলো যত দেখি ততই ভালো লাগে। অসাধারণ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে পেয়ে ভালো লাগলো।

 4 months ago 

আমারও বেশ ভালো লাগে ফুলের ফটোগ্রাফি করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, আর ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি সব থেকে বেশি পছন্দ করি। যে কোন ফুলের ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। কারণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সেগুলোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। একেবারে মন ছোঁয়া ছিল আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করা লাগতেছে। ধন্যবাদ সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করার জন্য।

 4 months ago 

আমি তেমন ভালো পারি না। তবে শিখছি। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

 4 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতে যেকোনো ধরনের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে প্রত্যেকটি ফোটোগ্রাফির বর্ণনা দিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

আমি চেস্ট করি ফটোগ্রাফির সাথে বর্ণ্না দিতে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সমস্ত ফুলের ফটোগুলো দেখে মুগ্ধ হলাম।

 4 months ago 

ধন্যবাদ আপু।

 4 months ago 

ল্যান্টেনা বনে বাদাড়েই হয়ে থাকে। এই ফুলের নানান রঙ হয়। প্রত্যেকটা রঙেই খুব সুন্দর দেখতে লাগে অলকানন্দা ফুলটি আমার খুব পছন্দের ফুল। জানেন এই অলকানন্দের নামটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাখা। নয়নতারা সম্পর্কে খুব ভালো তথ্য দিয়েছেন ভালো লাগলো দেখে। সবকটা ফুলের ছবি খুব ভালো লেগেছে।

 4 months ago 

জি আপু জানি। আমারও বেশ ভালো লাগে অলকানন্দা ফুল। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

আপনি দেখছি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর বিশেষ করে আপনার শেয়ার করা রঙ্গন ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। আসলে রঙ্গন ফুল আমার খুবই প্রিয় একটি ফুল।

 4 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

আপু আপনি মনে হয় ফুলের রাজ্যে চলে গেলেন। আজকে আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। তবে আমার কাছে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো অল্কানন্দা ফুলের ফটোগ্রাফি রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। সত্যি বলতে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 months ago 

আমারও বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করতে।তাই চেস্টা করি সুন্দর সব কিছুর ফটোগ্রাফি করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 4 months ago 

আপনার তোলা ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। রঙ্গন ফুল গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। নয়ন তারা ফুল দেখতে খুব সুন্দর লাগছে। এতো চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

আপু আপনার ধারণা করার শেষের ফুলের ফটোগ্রাফি টা দারুন হয়েছে। এই ফুলটি আমি রাস্তাঘাটে অনেক দেখি তবে নাম জানতাম না। আজকে আপনার পোষ্টের মাধ্যমে নামটা জানতে পেরে ভীষণ ভালো লাগছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96919.66
ETH 2712.79
SBD 0.62