লাইস্টাইল পোস্টঃবিদ্যুৎ বিভ্রাট ও বাইন্যান্স।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৮ই আশ্বিন, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ.। ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।দৈনন্দিন জীবনে কত ঘটনাই ঘটে থাকে। এই সকল ঘটনা নিয়েই আমাদের চলতে হয়। আর যেহেতু আপনারা আমার পরিবারের অংশ তাই সকল ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। তা সে হোক আনন্দের বা বেদনার। আথবা না জানা কোন বিষয়। আজ তেমনই একটি না জানা বিষয় থেকে কিভাবে নিজেকে বের করে আনলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো।
কিছুদিন আগে নিজের ব্যাক্তিগত প্রয়োজনে স্টিম থেকে কিছু টাকা তুলতে গিয়েই ঘটলো বিপত্তি।যদিও টাকা তোলার কথা শুনে আমার বর বলেছিল টাকাটা দিবে।কিন্তু আমি নেইনি। যেহেতু আমার স্টিমিট ওয়ালেটে কিছু স্টিম জমা আছে। আর এটাই আমরা মেয়েরা যারা চাকরী করি না ,তাদের শক্তি। যখনই নিজের প্রয়োজন পরে তখনই টাকা তুলতে পারি। আর এই প্ল্যাটফর্মটি আমাদের জন্য তৈরি করে দেয়ার জন্য @rme দাদার কাছে কৃতজ্ঞ। এই প্ল্যাটফর্ম এর জন্য আমরা প্রতিমাসে কিছু্টা হলেও আয় করতে পারছি ঘরে বসে। আর তা দিয়ে নিজের ছোট খাটো অনেক ইচ্ছা পূরন করতে পারছি।
বেশ কিছুবার নিজের প্রয়োজনে বাইন্যান্স এর মাধ্যমে টাকা তুলেছি। কিন্তু কোন সমস্যার সম্মুখিন হতে হয়নি। কিন্তু সেই দিন বাইন্যান্স এর মাধ্যমে টাকা তুলতে গিয়ে ঘটলো এক বিপত্তি । স্টিম ওয়ালেট থেকে বাইন্যান্স এ টাকা ডিপোজিট ও স্টিম ট্রেড এর মাধ্যমে স্টিমকে ইউ এস ডিতে ট্রান্সফার সব কিছু বেশ সুন্দরভাবে শেষ করলাম। এবার ফান্ডিং থেকে পি টু পি করলাম। পছন্দের বায়ারের কাছে ইউ এস ডিটি বিক্রি করার ১ মিনিটের মধ্যেই টাকা বিকাশে চলে আসলো। আর সেই সময় চলে গেল বিদ্যুৎ সাথে সাথে ওয়াইফাই বন্ধ । কি করবো এখন যেহেতু আমি ল্যাপটপ ব্যবহার করি আর ল্যাপটপে এর ব্যাটারিতে চার্জ না থাকার জন্য ল্যাপটপও বন্ধ হয়ে গেলো। তখন আমার পক্ষে ইউ এস ডিটি রিলিজ করা সম্ভব হচ্ছিল না। আর বাইন্যান্স থেকে বারবার মেসেজ পাঠাচ্ছে ইউ এস ডি রিলিজ করা জন্য।
দু তিন মিনিট পর বিদ্যুৎ চলে আসার পর দেখলাম যে বায়ার আপিল করেছে বাইন্যান্স এ। এখন আমি কি করবো বুঝতে পারছি না। যদি আমার একাউন্ট বন্ধ করে দেয় তাহলেতো আরেক সমস্যায় পরবো। আর তখনই আমি আমার রেফারার সাগরকে ফোন দিলাম এবং বাইন্যান্স থে্কে আসা মেসেজ এর স্ক্রিনশট পাঠালাম তখন সে জানালো আপনার বিরুদ্ধে আপিল করেছে বায়ার। তখন আমি জানতে চাইলাম কি করবো। তখন সাগর আমাকে ডিস্কোর্ডের ভিডিও কলের মাধ্যমে সবটা দেখিয়ে দিলো কি করতে হবে। আমিও সাগরের নির্দেশ মতো সবগুলো কাজ করে ইউ এসডিটি রিলিজ করে দিয়ে মুক্ত হলাম। আর হাফ ছেড়ে বাঁচলাম।
আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এ থেকে সকলে সচেতন হতে পারেন।
পোস্ট বিবরণ
পোস্ট | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ২৩শে সেপ্টেম্বর,২০২৪ইং |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1838260282969461191
আসলে আপু এমন ঘটনায় একদিন আমি ও পড়েছিলাম। তবে কিছু সময়ের মধ্যে বায়ার আমাকে ফোন দিয়ে বলেছিল। ফোন দেখে সাথে সাথে আমি রিলিজ করে দিয়েছি।তারপর আর তেমন কোন সমস্যা হয়নি।সত্যি আপু সচেতন থাকলে অনেক সময় সমস্যায় পড়তে হয়। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কখনো এই অবস্থা হয়নি। সেই দিনই হয়েছিল। পোস্টটি পড়ে যথাযথ মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
এর আরেকটা উপায় ছিল। ওয়াইফাই চলে যাওয়ার পর যে নাম্বার থেকে টাকা এসেছে সেই নাম্বারে যদি আপনি ফোন দিয়ে কথা বলতেন তাহলে ঐ বায়ার হয়তো আপিল করত না। তবে এসব লেনদেন মোবাইল ডাটা দিয়েই করা ভালো। কারণ ওয়াইফাই এবং বিদ্যুৎ কোন নিশ্চয়তা নাই।
তাই মনে হচ্ছে। মোবাইল ডাটা ব্যবহার করাই ভালো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
দারুন একটি অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন আপু।আপনার শেয়ার করা এই বিষয়টি জেনে আমরা ও উপকৃত হলাম।আশাকরি আমার মতো আরো অনেকেই বিষয়টি জেনে সাবধানতা অবলম্বন করবে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
ঠিক তাই আপু সাবধানে লেনদেন করাই ভালো। তাহলে এ ধরনের সমস্যায় পরতে হয় না। মতামতের জন্য ধন্যবাদ আপু।
খুব সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন। এই বিষয়টা সবার জানা থাকা দরকার। বায়ার আপিল করলে সমস্যা নেই। যে কোন ভাবে ঐ বায়ারকে তার এসেট দিয়ে দিলেই হয়। অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
এমন সমস্যায় কখনও পরিনি তাই বেশ ঘাবড়ে গিয়েছিলাম। পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।