ডাইঃ টেবিল সাঁজাতে টেবিল ন্যাপকিন দিয়ে তৈরি হার্ট শেপ ডিজাইন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৮ই ফাল্গুন, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ৩রা মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহের ন্যায় আজও একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আজ আমি টেবিল ন্যাপকিন ফোল্ডিং এর একটি ডিজাইন শেয়ার করবো। বিভিন্ন রেস্তোরা ও অনুষ্ঠানে টেবিল সাজাতে বিভিন্ন ডিজাইন ও কালারের ন্যাপকিন ব্যবহার করা হয়, আর এই ধরনের সাজানো টেবিলগুলো দেখতে বেশ সুন্দর লাগে। শুধু বিভিন্ন অনুষ্ঠানে টেবিল সাজানোর জন্য বিভিন্ন ডিজাইন এর ন্যাপকিন ফোল্ডিং করে তা নয়, এখন বাসাতেও মেহমান এলে আমরা টেবিল সাজাতে এ ধরনের বিভিন্ন ডিজাইন এর ফোল্লডিং ন্যাপকিন ব্যবহার করে থাকি। আজ তেমনই একটি ফোল্ডিং টেবিল ন্যাপকিনের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো। ডিজাইনটি হার্ট শেপের।কালারটি লাল হলে আরো ভালো লাগত। তবে মন ভালো করার প্রতিক সাদাতেও দারুন হয়েছে। আশাকরি ভালো লাগবে আপনাদের। হার্ট শেপের ডিজাইনটি বানাতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি একটি টেবিল ন্যাপকিন।তৈরির পদ্ধতি যা সবিস্তারে নিম্নে প্রদত্ত হলো। তাহলে চলুন, দেখে নেয়া যাক টেবিল ন্যাপকিন দিয়ে তৈরি হার্ট শেপ ডিজাইনের বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১। সাদা রং এর টেবিল ন্যাপকিন
টেবিল ন্যাপকিন দিয়ে হার্ট শেপ তৈরি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে সাদা রং এর বর্গাকৃতির একটি তেবিল ন্যাপকিন নিয়ে নিয়েছি। হার্ট শেপ এর ডিজাইন করার জন্য।
ধাপ-২
টেবিল ন্যাপকিনটিকে এক পাশে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এবার দু'পাশের কোনা, মাঝ বরাবর একটির উপর অন্যটি ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
পুনরায় দু'পাশের অংশ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।
ধাপ-৫
এবার ভাঁজ করা টেবিল ন্যাপকিনটিকে উল্টিয়ে নিয়েছি।
ধাপ-৬
্টেবিল ন্যাপকিনটিকে এবার নিচ থেকে গোল করে ফোল্ড করে নিয়েছি। এবং দু'পাশের কাপড় সামনের দিকে এনে হার্ট শেপ তৈরি করে নিয়েছি। আর এভাবেই টেবিল ন্যাপকিন দিয়ে বানিয়ে নিলাম একটি হার্ট শেপ এর ডিজাইন।
উপস্থাপন
আশাকরি আমার আজকে্র উপস্থাপিত টেবিল সাঁজাতে টেবিল ন্যাপকিন দিয়ে তৈরি হার্ট শেপ ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ বিকাল।
পোস্ট বিবরণ
পোস্ট | ডাই |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 9 pro |
তারিখ | ৩ রা মার্চ, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Daily task
https://x.com/selina_akh/status/1896507487664370134
Upvoted! Thank you for supporting witness @jswit.
খাওয়া শেষ হয়ে গেলে চামচদুটো ক্রশ করে রাখার চল আছে।
আপনার এই চমৎকার ন্যাপকিন ভাঁজ দেখে মুগ্ধ হলাম। আপনার বাড়িতে যাতা খাবার টেবিলে বসে তারা একদম ভি আই পি ট্রিটমেন্ট পায়৷ যদিও আমারও এরকম সাজানো গোছানো খুব পছন্দের৷ খুব সুন্দর হয়েছে আপু৷
বিষয়টি মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপু।
বেশ সুন্দর একটা টেবিল ডিজাইন এর প্রক্রিয়া আজ আপনি আমাদের মাঝে তুলে ধরলেন। কেননা আমরা যখন বিভিন্ন ধরনের হোটেলে যাই তখন এই ধরনের রুমাল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। আপনিও অসাধারণ একটা ডিজাইন তৈরি করে আমাদের দেখালেন যা দেখে আমি শেখার চেষ্টা করছি।
আমি প্রথম এই ধরনের ডাই চেস্টা করলাম। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
টেবিল ন্যাপকিন দিয়ে তৈরি হার্ট শেপ ডিজাইন অনেক সুন্দর হয়েছে আপু। দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। এই ধরনের কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়।
অনেক ধন্যবাদ আপু।
দারুণ বানিয়েছেন তো আপু টেবিল সাঁজাতে টেবিল ন্যাপকিন দিয়ে তৈরি হার্ট শেপ ডিজাইন।অসাধারণ সুন্দর হয়েছে আপনার টেবিল সাঁজাতে টেবিল ন্যাপকিন দিয়ে তৈরি হার্ট শেপ ডিজাইনটি।ধন্যবাদ আপনাকে টেবিল সাঁজাতে টেবিল ন্যাপকিন দিয়ে তৈরি হার্ট শেপ ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
বেশ সুন্দর তো। খুবই চমৎকার লাগছে কিন্তু আপু। ন্যাটকিন দিয়ে হার্ট শেপ ডিজাইন টা চমৎকার তৈরি করেছেন আপনি। বেশ সুন্দর লাগছে দেখতে। আপনার কাজের প্রশংসা করতেই হয়। এবং খুবই সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে দারুণ ছিল।
আমার প্রথম চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।