অরিগ্যামিঃস্যান্তাক্লজ ডিজাইন এর মুরগীর বাচ্চার অরিগ্যামি ।

in আমার বাংলা ব্লগ3 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o19.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। ডিসেম্বর মাসের ২৫ তারিখ খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বড় দিন। বড় দিনে স্যান্টাক্লজ বিশেষ একটি চরিত্র । এই দিনে স্যান্টা ক্লজ সবাইকে উপহার দেয়। আর সেই স্যান্টা ক্লজ এর ডিজাইন এর একটি কিউট মুরগীর বাচ্চার অরিগ্যামি তৈরির পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু অরিগ্যামি তৈরি করা হয় বিভিন্ন ভাঁজ করে তাই ছবি দেখেই বুঝে নিতে অরিগ্যামি বানানোর কৌশল। লিখে বুঝানো বেশ কঠিন। তবুও আমি চেস্টা করেছি। এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন ও সাদা কাগজ এবং কালো রং এর জেল সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক ,স্যান্টা ক্লজ ডিজাইন এর মুরগীর বাচ্চার অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

o1.jfif

b41.jpg

১।রঙ্গিন ও সাদা কাগজ।
২।বিভিন্ন রং এর জেল পেন
৩।গাম

স্যান্টা ক্লজ ডিজাইন মুরগীর বাচ্চার অরিগ্যামির ধাপ সমূহ

ধাপ-১

o2.jfif

প্রথমে ১০ সেঃমিঃX১০সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি স্যান্তাক্লজ ডিজাইন এর মুরগীর বাচ্চার অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o3.jfif

এবার কাগজটিকে কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o4.jfif

এবার কাগজের ভাঁজটি খুলে নিয়ে কাগজের এক পাশ দাগ বরাবর কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o5.jfif

o6.jfif

ভাঁজ খুলে আবারও কাগজটিক কোনা করে ভাঁজ করে নিয়েছি। এবং এক কোনা দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। একইভাবে অন্য কোনাও ভাঁজ করে নিলাম।

ধাপ-৫

o7.jfif

o8.jfif

ভাঁজ করা কাগজের কোনা গুলো পুনরায় কোনা করে ভাঁজ করে নিলাম।

ধাপ-৬

o9.jfif

এবার কাগজের কোনার অংশটি কিছুটা পরিমাণ ভাঁজ করে নিলাম। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৭

o10.jfif

o12.jfif

o11.jfif

পুনরায় কাগজের কোনা করে ভাঁজ করা কাগজের অংশটুকু আবার কোনা করে ভাঁজ করে নিলাম উভয় পাশে। এই ভাঁজ করার ফলে মুরগীর বাচ্চার পাখা তৈরি হয়ে গেলো।

ধাপ-৮

o13.jfif

o14.jfif

o15.jfif

মুরগীর বাচ্চাটি যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য কাগজের প্রতিটি কোনা কিছুটা করে ভাঁজ করে নিলাম।

ধাপ-৯

o16.jfif

o17.jfif

o18.jfif

এবার স্যান্তাক্লজ এর টুপি বানানোর জন্য লাল রং ৫ সেঃমিঃX৫সেঃমিঃ সাইজের কাগজ নিয়ে নিয়েছি। কাগজের এক কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

সবশেষ ধাপ

o19.jfif

এবার টুপিটি মুরগীর বাচ্চার মাথায় পরিয়ে দিয়েছি। এবং কালো রং এর জেল পেন দিয়ে চোখ এঁকে নিয়েছি। এবং গোলাপী রং এর জেল পেন দিয়ে ঠোঁট ও পা এঁকে নিয়েছি। এবং টুপিটি এক পাশে ভাঁজ করে দিয়েছি। এবং সাদা রং এর জেল পেন দিয়ে টুপির বর্ডার এঁকে নিয়েছি। সেই সাথে টুপির মাথায় সাদা রং এর কাগজ গোল করে কেটে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। ব্যস তৈরি স্যান্তাক্লজ ডিজাইন এর মুরগীর বাচ্চার অরিগ্যামি।

উপস্থাপনা

o20.jfif

o21.jfif

o22.jfif

আশাকরি আমার আজকের বানানো স্যান্তাক্লজ ডিজাইন এর মুরগীর বাচ্চার অরিগ্যামি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note A-5
তারিখ২৩শে নভেম্বর ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 3 months ago 

আপনি দিন দিন ডাই প্রজেক্ট এক্সপার্ট হয়ে যাচ্ছেন। যাইহোক আজকের অরিগ্যামিটা দেখতে যেমন সুন্দর তেমনি বেশ কিউট। আপনার কাজের প্রশংসা করতেই হচ্ছে।
অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 3 months ago 

চেস্টা করে যাচ্ছি নিজেকে দক্ষ করে তুলতে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

d1.png

d2.png

d3.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

মুরগীর বাচ্চার অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে আপু। কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। দারুণ একটি পোস্ট আপনি শেয়ার করেছেন। অসাধারণ লেগেছে।

 3 months ago 

ঠিক তাই কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আপু আপনি অনেক সুন্দর করে কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করেছেন। এটি দেখতে অনেক কিউট লাগছে।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 3 months ago 

আমার বানানো মুরগীর বাচ্চার অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 months ago 

এই সমস্ত কারু কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। বেশি দারুণ হয়েছে আপনার কাগজের তৈরি করা এই মুরগির অরিগামী। এক অন্যরকম ভালোলাগা খুঁজে পেলাম আপনার এই পোষ্টের মধ্যে।

 3 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

বাহ বেশ সুন্দর করেছেন তো, এই ভাবনাটাই খুব অভিনব মুরগির মাথায় শান্তা ক্লজের ক্যাপ। ক্রিসমাস আসছি তা ব্লগের নানান ধরনের আপডেট দেখলে বোঝা যায়। আপনার আজকের অরগ্যামি পোস্টটি আমার খুবই ভালো লেগেছে।

 3 months ago 

ঠিক তাই। ক্রিসমাস আসবে আর ব্লগ হবে না তাই কি হয়।

 3 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের দেখানোর জন্য। খুব ভালো লাগলো রুমের কাগজের এমন সুন্দর একটা অরগামি দেখে।

 3 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97546.59
ETH 2745.14
SBD 0.62